Gautam Gambhir celebration in dressing room after oval test win: বিশ্বাস আর উল্লাস, ভারতের (Indian Cricket Team) ওভাল টেস্ট জয়ের আগে এবং পরে পুরো পরিস্থিতিকে এই দুটো শব্দেই যেন সবচেয়ে ভালভাবে ব্যাখ্যা করা যায়। সিরিজের (IND vs ENG) শেষ দিনে, ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল চারটি উইকেট। আর ঠিক তখনই মাঠে নেমে ভারতীয় বোলাররা মন্ত্রমুগ্ধ এক পারফরম্যান্স উপহার দেন।
মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণের (Prasidh Krishna) দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। ভারত ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়ে। মাঠে তখন আনন্দের জোয়ার, খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছেন, ড্রেসিংরুমে উৎসবের আবহ।
আরও পড়ুন একা সিরাজে রক্ষে নেই, তায় কৃষ্ণ দোসর! পেস যুগলবন্দিতে ৫৬ বছরের রেকর্ড চুরমার
আবেগে ভরা মুহূর্তের ভিডিও
বিসিসিআই-এর (BCCI) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও যেন ওই মুহূর্তগুলোর নিখুঁত সংকলন, সেখানে আছে নিঃশব্দ অপেক্ষা, চাপা উত্তেজনা, হতাশার ছায়া, এবং শেষে উচ্ছ্বাসে ভাসা বিজয়।
আরও পড়ুন রোনাল্ডোই অনুপ্রেরণা! প্রয়াত বাবার জন্য ওভাল টেস্ট জিতিয়ে আবেগি সিরাজ
গৌতম গম্ভীর (Gautam Gambhir), যিনি সাধারণত সংযত মেজাজে থাকেন, তাঁকে দেখা গেল শিশুদের মতো লাফাতে। বোলিং কোচ মর্নি মর্কেল গম্ভীরকে কোলে তুলে নিয়েছিলেন। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে থেকে শুরু করে ফিজিও আদ্রিয়ান লে রিউ, কেউই আবেগ ধরে রাখতে পারেননি। সবাই একে অপরকে আলিঙ্গন করে উদযাপন করলেন সেই মাহেন্দ্রক্ষণ।
২০ জুন থেকে শুরু, ৪ আগস্টে বিস্ফোরণ
এই ঐতিহাসিক জয়ের পিছনে লুকিয়ে আছে দুই মাসের কঠিন পরিশ্রম, পরিকল্পনা, রক্ত-ঘাম, চোট আর অনুশীলন। আঙুল ভাঙা থেকে শুরু করে শরীর ঝুঁকির মধ্যে রেখেও খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দিয়েছেন।
আরও পড়ুন কোন মন্ত্রে ওভালে 'মিয়াঁ ম্যাজিক', ঐতিহাসিক জয়ের পর ফাঁস করলেন সিরাজ নিজেই
ভারতের টেস্ট ইতিহাসে এটি সবচেয়ে কম রানে পাওয়া জয়, আর এই জয়ই সিরিজে ২-২ সমতা ফেরাল।
এটি কেবল একটি ‘ড্র’ নয়, বরং এমন একটি সাফল্য, যা অনেকের কাছে ১০০ জয়ের চেয়েও বড় মনে হবে। কারণ এই লড়াইয়ে উঠে এসেছে একটি দল, একটি জাতির জেদ, এবং সম্মিলিত স্বপ্নপূরণের মুহূর্ত।