Mohammed Siraj Inspiration: রোনাল্ডোই অনুপ্রেরণা! প্রয়াত বাবার জন্য ওভাল টেস্ট জিতিয়ে আবেগি সিরাজ

Mohammed Siraj statement: সিরাজ ম্যাচের শেষ ইনিংসে ৩০.১ ওভারে ১০৪ রান দিয়ে ৫ উইকেট নেন। পুরো সিরিজে ১৮৫.৩ ওভার বল করে ২৩টি উইকেট শিকার করেন। এই পারফরম্যান্স শুধু ভারতের জন্য নয়, তাঁর নিজের কেরিয়ারের জন্যও এক কীর্তিমান হয়ে থাকল।

Mohammed Siraj statement: সিরাজ ম্যাচের শেষ ইনিংসে ৩০.১ ওভারে ১০৪ রান দিয়ে ৫ উইকেট নেন। পুরো সিরিজে ১৮৫.৩ ওভার বল করে ২৩টি উইকেট শিকার করেন। এই পারফরম্যান্স শুধু ভারতের জন্য নয়, তাঁর নিজের কেরিয়ারের জন্যও এক কীর্তিমান হয়ে থাকল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ronaldo-Siraj: রোনাল্ডোর অনুপ্রেরণাই সিরাজের অনবদ্য পারফরম্যান্সের নেপথ্যে

Ronaldo-Siraj: রোনাল্ডোর অনুপ্রেরণাই সিরাজের অনবদ্য পারফরম্যান্সের নেপথ্যে

IMohammed Siraj Statement after Oval Test Win: ৪ আগস্ট, ওভাল টেস্টের (IND vs ENG) শেষ দিন। ইংল্যান্ডের দরকার মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। ভারতের জয়ের সম্ভাবনা ক্ষীণ হলেও একজন বিশ্বাস হারাননি, তিনি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সেই বিশ্বাস, আত্মবিশ্বাস, এবং দেশের প্রতি নিষ্ঠার ফলেই ভারত পেল ৬ রানের এক ঐতিহাসিক জয়, সিরিজে সমতা ফেরাল ২-২।

Advertisment

ঠিক ২১ দিন আগে, ১৪ জুলাই লর্ডস টেস্টে শোচনীয়ভাবে বোল্ড হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন সিরাজ। সেই মুহূর্ত যেন স্থির হয়ে গিয়েছিল তাঁর জীবনে। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দুর্দান্ত লড়াই সেদিন বৃথা গিয়েছিল, আর ইংল্যান্ড পেয়েছিল সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। কিন্তু সিরাজের মধ্যে লুকিয়ে থাকা যোদ্ধা তখনই ঠিক করে ফেলেছিল, এবার ফিরেই সব পাল্টে দিতে হবে।

‘আমি পারব’, একটা শব্দই বদলে দিল সব

Advertisment

সিরাজ জানালেন, শেষ দিনের সকালে ঘুম থেকে উঠে তিনি নিজের ফোনে গুগল করে একটি নতুন ওয়ালপেপার খুঁজে পান, যেখানে লেখা ছিল “Believe” এবং সঙ্গে ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ছবি। সেটাই তাঁর মোটিভেশন হয়ে দাঁড়ায়। “আমি ভাবলাম, এটা আমার দেশ, আমার বাবার স্বপ্ন, আমি এই ম্যাচটা জিতিয়ে ফিরব,”, বললেন তিনি। পরে সেই ওয়ালপেপার মিডিয়ার সামনে দেখানও।

আরও পড়ুন কোন মন্ত্রে ওভালে 'মিয়াঁ ম্যাজিক', ঐতিহাসিক জয়ের পর ফাঁস করলেন সিরাজ নিজেই

জাডেজার কথায় জ্বলে উঠলেন সিরাজ

জাডেজা সেই কঠিন মুহূর্তে সিরাজকে মনে করিয়ে দেন তাঁর প্রয়াত বাবার কথা। বলেছিলেন, “তোর বাবা যে কষ্ট করেছেন, মনে কর সেটা। তুই দেশের জন্য খেল, ওনার জন্য খেল।” এরপরই সিরাজের মধ্যে যেন অন্য এক শক্তি জেগে ওঠে। ৮০ ওভার পুরনো ডিউকস বল হাতে নিয়ে ইংল্যান্ডের বাকি উইকেটগুলো একাই প্রায় গুটিয়ে দেন।

সিরিজের সেরা পারফরম্যান্স

সিরাজ ম্যাচের শেষ ইনিংসে ৩০.১ ওভারে ১০৪ রান দিয়ে ৫ উইকেট নেন। পুরো সিরিজে ১৮৫.৩ ওভার বল করে ২৩টি উইকেট শিকার করেন। এই পারফরম্যান্স শুধু ভারতের জন্য নয়, তাঁর নিজের কেরিয়ারের জন্যও এক কীর্তিমান হয়ে থাকল।

আরও পড়ুন ওভালে ঐতিহাসিক জয়ের কৃত্বিত্ব শুধু ২ জনের, গিল-গম্ভীরের নামই নিলেন না কোহলি

যখন ব্রুকের ক্যাচ মিস হল

চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ক্যাচ মিস করেছিলেন সিরাজ, যিনি তখন মারকাটারি মেজাজে ব্যাট করছিলেন। সেই সময় সিরাজ মনে করেছিলেন, “ম্যাচ তো হাতছাড়া হয়ে গেল।” কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য এবং পরিশ্রমের মিশেলে সেই ম্যাচও ভারতের পক্ষে ঘুরে যায়।

“আমি নিজের জন্য না, দেশের জন্য বল করি”

সিরাজ বলেছেন, “আমার শরীর ঠিক আছে, এটা আমার ছয় নম্বর ওভার, না নয় নম্বর, তাতে কিছু যায় আসে না। আমি নিজের জন্য না, দেশের জন্য বল করি।” এই বাক্য যেন সার্বিকভাবে তাঁর ব্যক্তিত্বকে তুলে ধরে, একজন নিবেদিত প্রাণ ক্রিকেটার, যিনি ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন কেবল ১১ জনের দলে থেকে।

আরও পড়ুন 'সিরাজ কোনওদিন ভারতকে ডোবায়নি', ওভালের কীর্তিমানকে প্রশংসায় ভরালেন সৌরভ

“জস্সি ভাই বদলে দিতে পারেন খেলা”

জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে তাঁর বিখ্যাত মন্তব্য, “জস্সি ভাইয়ের উপর আমার পুরো ভরসা আছে, উনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন” এখন একটি ভাইরাল মিম। কিন্তু এর মধ্যেও ধরা পড়ে তাঁর সারল্য এবং সতীর্থের প্রতি অগাধ বিশ্বাস।

ওভাল টেস্টের শেষে মহম্মদ সিরাজ শুধু ম্যাচের নায়ক নন, তিনি হয়ে উঠেছেন দেশের প্রতি অটল নিষ্ঠা, আত্মবিশ্বাস আর কৃতজ্ঞতার এক জীবন্ত উদাহরণ। তাঁর এই গল্প কোটি কোটি তরুণের অনুপ্রেরণা হয়ে থাকবেই।

Cristiano Ronaldo Ravindra Jadeja Jasprit Bumrah Mohammed Siraj IND vs ENG