IND vs PAK Asia Cup Final Live Streaming: বাম্পার অফার, মাত্র ৪৯ টাকায় দেখুন এশিয়া কাপ ফাইনাল!

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই ম্য়াচের জন্য অপেক্ষা করছে।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই ম্য়াচের জন্য অপেক্ষা করছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan Asia Cup Final

২০২৫ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামছে ভারত এবং পাকিস্তান

India vs Pakistan: হাতে আর একেবারে বেশি সময় নেই। ২০২৫ এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই ম্য়াচের জন্য অপেক্ষা করছে। দুটো দলই রবিবাসরীয় ম্য়াচে জয়লাভ করে এশিয়ান ক্রিকেটে নিজেদের রাজত্ব কায়েম করতে চায়। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। একটাও ম্য়াচ না হেরে তারা ফাইনালে পা রেখেছে। অন্যদিকে, পাকিস্তানও খুব একটা খারাপ খেলেনি। যদিও ৬ ম্য়াচের মধ্যে তারা চারটেয় জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে ফাইনাল ম্য়াচে যে হাইভোল্টেজ নাটক এবং রোমাঞ্চ দেখা যাবে, তা আশা করা যেতেই পারে। এশিয়া কাপে ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলতে নামছে। এই ম্য়াচ আপনি কীভাবে একেবারে ফ্রি'তে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন, আসুন সেই ব্যাপারেই আলোচনা করা যাক...

Advertisment

Pakistan Cricket Team: এশিয়া কাপ ফাইনাল বয়কট করছে পাকিস্তান? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কখন-কোথায় আয়োজন করা হবে ফাইনাল ম্য়াচ?

২০২৫ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ রবিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে রাত আটটা থেকে এই ম্য়াচ শুরু হবে। টস হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয়বার ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। গত ২ ম্য়াচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট দল।

Advertisment

India vs Pakistan Asia Cup Final: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় খবর, না শুনলে চরম মিস!

কোথায় দেখবেন লাইভ সম্প্রচার এবং স্ট্রিমিং

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব সোনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে রয়েছে। আর এটা শুধুমাত্র কেবল টিভি কিংবা ডিটিএইচে দেখা যাবে। পাশাপাশি ম্য়াচের লাইভ স্ট্রিমিং Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে। তবে আপনি একেবারে ফ্রি'তে ২০২৫ টি-২০ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ উপভোগ করতে পারবেন। ডিডি স্পোর্টসে (DD Sports) এই ম্য়াচের সরাসরি সম্প্রচার করা হবে। সেক্ষেত্রে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না।

India vs Pakistan: সূর্যকুমারের সামনে 'সুবর্ণ সুযোগ', স্পর্শ করতে পারেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড!

ফ্যান কোড অ্যাপেও দেখতে পারেন ফাইনাল লড়াই

২০২৫ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচটি আপনি ফ্যান কোড (Fancode) অ্যাপেও উপভোগ করতে পারে। সেক্ষেত্রে প্রথমে আপনাকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। তারপর ম্য়াচ দেখার জন্য ৪৯ টাকার বিনিময়ে একটি পাস আপনাকে সংগ্রহ করতে হবে। এখানে আপনি হিন্দি এবং ইংরেজি দুটো ভাষায় কমেন্ট্রি শুনতে পাবেন।

India vs Pakistan Asia Cup 2025 Final: ভারতের সামনে 'নস্যি' পাকিস্তান! জানেন কতবার জিতেছে এশিয়া কাপ?

এক নজরে দুই দলের স্কোয়াড:

ভারত - সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।

পাকিস্তান - সলমান আলি আগা, আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সলমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম।

Fancode Sony LIV DD Sports Asia Cup 2025 Final India vs Pakistan