/indian-express-bangla/media/media_files/2025/09/28/suryakumar-yadav-and-salman-ali-agha-1-2025-09-28-10-37-51.jpg)
সূর্যকুমার যাদব এবং সলমান আলি আগা
India vs Pakistan: ২০২৫ টি-২০ এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2025 Final) শুরু হতে আর মাত্র কয়েকঘণ্টা বাকি। মহাষষ্ঠীতে (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই খেতাবি লড়াই শুরু হবে। এই টুর্নামেন্টে তৃতীয়বার ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। তবে ফাইনাল ম্য়াচের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে কার্যত হতবাক করেছে। শুধুমাত্র সলমান আলি আগার (Salman Ali Agha) সঙ্গে দুরত্ব বজায় রাখার জন্য বছরের পর বছর ধরে চলে আসা একটি প্রথা ভেঙে ফেললেন তিনি।
কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন সূর্যকুমার যাদব
নিউজ ২৪-এর একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ফাইনাল ম্য়াচে আগে তারা কোনও ট্রফি ফোটোশ্যুট করবে না। আর সেকারণেই ট্রফির সঙ্গে সূর্যকুমার যাদব এবং সলমান আলি আগার কোনও ছবি দেখতে পাওয়া যাবে না।
Pakistan Cricket Team: এশিয়া কাপ ফাইনাল বয়কট করছে পাকিস্তান? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল ইতিপূর্বে বেশ কয়েকবার পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। প্রথম ম্য়াচে টসের পর দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে করমর্দন করেননি। এমনকী, ম্য়াচ শেষ হওয়ার পরও ভারতীয় ব্যাটাররা হাত না মিলিয়ে সোজা ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড যথেষ্ট জলঘোলা করার চেষ্টা করেছিল। দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানি ক্রিকেটাররা খেলা চলাকালীন বেশ কয়েকবার অভদ্রতা করেন। এবার তো ফাইনাল ম্য়াচ শুরু হওয়ার আগেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
India vs Pakistan Asia Cup Final: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় খবর, না শুনলে চরম মিস!
এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া
এবারের এশিয়া কাপ ফাইনাল ম্য়াচটা যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, এই টুর্নামেন্টে ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারত এবং পাকিস্তান ফাইনাল ম্য়াচে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এর আগে অবশ্য দুটো দলই এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব এবং সুপার ফোর স্টেজে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর দু'বারই ভারতীয় ক্রিকেট দল একতরফা জয়লাভ করেছে।
India vs Pakistan Asia Cup 2025 Final: ভারতের সামনে 'নস্যি' পাকিস্তান! জানেন কতবার জিতেছে এশিয়া কাপ?
সেকারণে ফাইনাল ম্য়াচেও যে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে থাকবে, তা বলা যেতেই পারে। তবে পাকিস্তানও ছেড়ে দেওয়ার পাত্র নয়! তারা এই খেতাবি লড়াইয়ে প্রত্যাবর্তনের আপ্রাণ চেষ্টা করবে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে পাকিস্তান শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই পরাজয় স্বীকার করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us