IND vs PAK Final: অবশেষে ভাঙল নীরবতা, হ্যান্ডশেক বিতর্কে মুখ খুললেন পাক অধিনায়ক

India vs Pakistan: ২০২৫ টি-২০ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচটি ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ব্যাটন রয়েছে সূর্যকুমার যাদবের হাতে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সলমান আলি আগা।

India vs Pakistan: ২০২৫ টি-২০ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচটি ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ব্যাটন রয়েছে সূর্যকুমার যাদবের হাতে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সলমান আলি আগা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Salman Ali Agha (2)

নো হ্যান্ডশেক বিতর্কে মুখ খুললেন সলমান আলি আগা

India vs Pakistan: ২০২৫ টি-২০ এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2025 Final) ম্য়াচটি ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ব্যাটন রয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সলমান আলি আগা (Salman Ali Agha)। এই হাইভোল্টেজ ম্য়াচের আগেই দুই দেশের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।

Advertisment

Abhishek Sharma Record: মহাষষ্ঠীতেই 'বিসর্জন' পাকিস্তানের? আর ১ রেকর্ডের দোরগোড়ায় অভিষেক!

চলতি এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলা হয়েছে। আর এই জোড়া ম্য়াচেই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। এই দুটো ম্য়াচে বেশ কয়েকবার অত্যুৎসাহী উদযাপন এবং মৌখিক লড়াই দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি এই দুটো ম্য়াচেই দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা।

Advertisment

India vs Pakistan News Update: 'ধুর, ওদের কোনও কোয়ালিটি নেই...', পাকিস্তানকে 'দুচ্ছাই' ভারতীয় সুপারস্টারের

সম্পর্ক খারাপ থাকাকালীনও মিলিয়েছিলাম হাত: সলমান আলি আগা

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগার কথায়, 'প্রত্যেক ব্যক্তির মতামত এবং চিন্তাভাবনা প্রকাশ করার অধিকার রয়েছে। আমি যদি আমার দলের পেস বোলারদের থেকে ওদের আক্রমণাত্মক মনোভাবটাই কেড়ে নিই, তাহলে আর বাকি কী থাকবে? যতক্ষণ না আমার দলের কেউ অপমানজনক মন্তব্য করছে, ততক্ষণ আমি কাউকে আটকাব না।'

যদিও গত ২ ম্য়াচে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর দুঃখ ভুলতে পারেননি পাক অধিনায়ক। তিনি বললেন, '২০০৭ সালে আমি অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলতে শুরু করেছিলাম। আমি কখনও কোনও ক্রিকেটারকে হাত মেলানো থেকে বিরত থাকতে দেখিনি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যখন খারাপ ছিল, তখনও আমরা হাত মিলিয়েছিলাম।'

IND vs PAK Asia Cup 2025 Final Live Streaming: ছাড়ুন তো SonyLIV, একেবারে ফ্রি'তে দেখুন এশিয়া কাপ ফাইনাল!

গত ২ ম্য়াচে ভারতের বিরুদ্ধে পরাজয়ের কারণ জানালেন সলমান

সলমান আলি আগা বললেন, 'ভারত বনাম পাকিস্তান ম্য়াচে সবসময়ই একটা অতিরিক্ত চাপ থাকে। গত ২ ম্য়াচে আমরা ভারতের তুলনায় বেশি ভুল করেছি। সেকারণে হারতে হয়েছে। ফাইনাল ম্য়াচে দুটো দলের উপরেই একইরকম চাপ থাকবে।' উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দল টুর্নামেন্টের গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল। আর সুপার ফোর রাউন্ডে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করে।

Pakistan Cricket Team: এশিয়া কাপ ফাইনাল বয়কট করছে পাকিস্তান? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

নজর কাড়তে পারেনি সলমান আলি আগার পারফরম্য়ান্সও

চলতি ২০২৫ এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগার পারফরম্য়ান্সও একেবারে নজর কাড়তে পারেনি। এই প্রসঙ্গে তিনি জানালেন, 'প্রত্যাশা অনুসারে আমার স্ট্রাইক রেট ছিল না। ১৫০-এর স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। পরিস্থিতি বিচার করেই খেলা উচিত।'

Suryakumar Yadav Salman Ali Agha Asia Cup 2025 Final India vs Pakistan