IND vs PAK: প্যারিস অলিম্পিক্সের পর ফের মুখোমুখি নীরজ-আরশাদ! কবে-কখন-কোথায় হবে হাড্ডাহাড্ডি লড়াই?

Neeraj Chopra vs Arshad Nadeem 2025: ২০২৪ প্যারিস অলিম্পিক্সের পর আরও একবার নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম একে অপরের বিরুদ্ধে খেলতে নামছেন। কবে-কখন-কোথায় হবে এই হাড্ডাহাড্ডি লড়াই, আসুন জেনে নেওয়া যাক।

Neeraj Chopra vs Arshad Nadeem 2025: ২০২৪ প্যারিস অলিম্পিক্সের পর আরও একবার নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম একে অপরের বিরুদ্ধে খেলতে নামছেন। কবে-কখন-কোথায় হবে এই হাড্ডাহাড্ডি লড়াই, আসুন জেনে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
New Update
Neeraj Chopra vs Arshad Nadeem

নীরজ চোপড়া বনাম আরশাদ নাদিম

Neeraj Chopra vs Arshad Nadeem: আগামী ১৬ অগাস্ট পোল্যান্ডে সিলেসিয়ায় ডায়মন্ড লিগ মিটের আয়োজন করা হচ্ছে। ভারতীয় অ্যাথলেটিক্স সমর্থকরা একটি হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষা করছেন। দু'বারের অলিম্পিক্স পদক জয়ী নীরজ চোপড়া এবং পাকিস্তানের জ্যাভেলিন (Javelin) তারকা আরশাদ নাদিম আরও একবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) পর আরও একবার এই দুই জ্যাভেলিন স্টার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। 

Advertisment

প্রসঙ্গত, ২০২৪ প্য়ারিস অলিম্পিক্সে যখন এই ২ অ্যাথলিট একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন, সেইসময় আরশাদ নাদিম ৯২.৯৭ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে সোনার পদক জয় করেছিলেন। অন্যদিকে, অল্পের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেন নীরজ এবং রুপোর পদক জয় করেন। যদিও ভারতের এই জ্যাভেলিন তারকা ২০২১ সালে আয়োজিত টোকিও অলিম্পিকে সোনার পদক জয় করে গোটা দেশকে গর্বিত করেছিলেন।

Arshad Nadeem vs Neeraj Chopra: বেরিয়ে পড়ল 'আসল চেহারা', নীরজকে নিয়ে কথা বলতেই নারাজ পাকিস্তানের নাদিম!

Advertisment

সুদে-আসলে হিসেব মেটানোর সুযোগ

বিশ্ব অ্যাথলেটিক্স এবং সিলেসিয়া ডায়মন্ড লিগের আয়োজকরা আসন্ন টুর্নামেন্টের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। আয়োজকদের কথা অনুযায়ী, এই টুর্নামেন্টের হাত ধরে নীরজ গত পরাজয়ের বদলা নিতে পারেন। ভারতের এই জ্যাভেলিন তারকা আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত মে মাসে আয়োজিত দোহা ডায়মন্ড লিগে তিনি ৯০.২৩ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে রুপোর পদক জয় করেছিলেন। এর পাশাপাশি বিশ্বের ২৬ নম্বর জ্যাভেলিন তারকা হিসেবে তিনি ৯০ মিটারের দুরত্ব অতিক্রম করেছিলেন। ডায়মন্ড লিগ আয়োজকদের কথায়, এই টুর্নামেন্টের হাত ধরে নীরজ তাঁর পারফরম্য়ান্স আরও ভাল করতে চাইবেন।

Neeraj Chopra Paris Diamond League 2025: বদলার ম্যাচে সোনা জয় নীরজের, উজ্জ্বল করলেন দেশের মুখ

চলতি মরশুমে নীরজের পারফরম্য়ান্স

প্যারিস অলিম্পিক্সের পর নীরজ একাধিক বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এই বছরই তিনি ৪ ডায়মন্ড লিগ মিট, পোল্যান্ডের চোরজো এবং চেক প্রজাতন্ত্রের অস্ট্রাবায় আয়োজিত শীর্ষস্তরের প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। এর পাশাপাশি বেঙ্গালুরুতে আয়োজিত এনসি ক্লাসিকেও যোগ দিয়েছিলেন তিনি। দোহায় আয়োজিত মরশুমের প্রথম ডায়মন্ড লিগে নীরজ ৯০ মিটারের দুরত্ব অতিক্রম করে শুরুটা বেশ ভালই করেছিলেন। এরপর চোরজোয় আয়োজিত জানুস কুসোসিঙ্কস্কি মেমোরিয়াল টুর্নামেন্টে তিনি ৮৪.১৪ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর গত ২০ জুন প্যারিস ডায়মন্ড লিগে তিনি ৮৮.১৬ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে চলতি মরশুমের প্রথম ডায়মন্ড লিগ খেতাব জয় করেন।

Neeraj Chopra: একেবারে 'সোনায় সোহাগা', কেরিয়ারের বড় সাফল্য পেলেন নীরজ চোপড়া

সিলেসিয়ায় আয়োজিত টুর্নামেন্ট কেন এতটা গুরুত্বপূর্ণ?

সিলেসিয়া ডায়মন্ড লিগ গোটা বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এখানে পুরুষ জ্যাভেলিন ইভেন্টের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পক্সে সোনার পদকজয়ী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ভারতীয় সমর্থকদের আশা, এই টুর্নামেন্টে নীরজ চোপড়া জ্যাভেলিন থ্রোয়ে এক নয়া রেকর্ড সৃষ্টি করতে পারবেন।

Neeraj Chopra Paris Olympics 2024 Arshad Nadeem Javelin