/indian-express-bangla/media/media_files/2025/10/12/kuldeep-yadav-3-2025-10-12-10-42-55.jpg)
ক্যারিবিয়ানদের ত্রাস হয়ে উঠলেন কুলদীপ যাদব
India vs West Indies: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচেও মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটিং ডিপার্টমেন্ট। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। ম্যাচের তৃতীয় দিন মাত্র ২৪৮ রানেই অল আউট হয়ে গেল ক্যারিবিয়ান ব্যাটিং ব্রিগেড। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করেছিল। রবিবার (১২ অক্টোবর) সকাল থেকেই কুলদীপ যাদব (Kuldeep Yadav) বিধ্বংসী পারফরম্য়ান্স করেন। তিনি একাই ৫ উইকেট শিকার করেন।
IND vs WI Test 2025: ব্যাটিংয়ে সাফল্যের পর, দুর্দান্ত ক্যাচ নিয়ে দ্বিতীয় দিনের হিরো সুদর্শন!
টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্য়ান্স
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় টেস্ট ম্য়াচের প্রথম দিন থেকেই টিম ইন্ডিয়ার দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথম দিন যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এসেছিল। যদিও দ্বিতীয় দিন তিনি ১৭৫ রানে আউট হয়ে যান। তিনি রান আউট হয়ে যাওয়ার কারণে ডাবল সেঞ্চুরিটা মিস করেন। দ্বিতীয় দিন শতরান করেন শুভমান গিল। তিনি শেষপর্যন্ত ১২৯ রানে অপরাজিত থাকেন। পাশাপাশি ধ্রুব জুরেলও ব্যাট হাতে নজর কাড়লেন। তিনি ৪৪ রান করেন। এছাড়া নীতীশ রেড্ডি করলেন ৪৩ রান। দ্বিতীয় দিন ভারত ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান করে এবং ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
Shubman Gill: শুভমানকে নিয়ে বড় খবর, ভাঙলেন কিং কোহলির রেকর্ড
পাশাপাশি রবীন্দ্র জাদেজা বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। দ্বিতীয় দিন তিনি ৩ উইকেট শিকার করেছিলেন। খেলা সমাপ্তির ঘোষণা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৪৩ ওভার খেলার সুযোগ পেয়েছিল। যদিও তারা ৪ উইকেট হারিয়ে ১৪০ রানই করতে পারে। তৃতীয় দিনও ক্যারিবিয়ান ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারলেন না।
IND vs WI 1st Test Highlights: থামল ক্যারিবিয়ান ঝড়, ইনিংসে জয় টিম ইন্ডিয়ার! খুশির বন্যা দেশজুড়ে
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখনও পর্যন্ত ২৩৭ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে তারা আদৌ লিড নিতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্য়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারতকে মোট ৮১.৫ ওভার বল করতে হয়েছে। অর্থাৎ ক্যারিবিয়ান ব্যাটাররা সবমিলিয়ে গোটা একদিনও ব্যাট করতে পারেনি। এই টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া জয় ছাড়া আপাতত কিছুই ভাবছে না। তৃতীয় দিনের বাকি সময় তারা কতগুলো উইকেট শিকার করতে পারে, এখন সেটাই দেখার।