/indian-express-bangla/media/media_files/2025/10/11/sai-sudharsan-catch-2025-10-11-19-39-01.jpg)
Sai Sudharsan catch: সুদর্শনের এই ক্যাচই দর্শকদের অবাক করে দিয়েছে।
India vs West Indies Test Cricket 2025: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সাই সুদর্শন এক অসাধারণ ক্যাচ ধরে সবাইকে চমকে দিলেন। ভারতের ইনিংস ঘোষণা করার পর, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জন ক্যাম্পবেল এবং ত্যাগীনারায়ণ চন্দরপল ব্যাট করার জন্য নামেন।
এর আগে ভারতের অধিনায়ক শুভমান গিল ৫১৮/৫ রানে ইনিংস ডিক্লেয়ার দেন। ওয়েস্ট ইন্ডিজের অষ্টম ওভারে, জন ক্যাম্পবেল, জাডেজাকে খেলতে গিয়ে বলটা মারতে চেয়েছিলেন। কিন্তু, বলটা চলে যায় সাই সুদর্শনের হাতে। বলটি আচমকা লাফিয়ে উঠে সরাসরি সুদর্শনের কাছে চলে যায়। ক্রিকেট প্রেমীরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না, এমনকী ব্যাটসম্যানও এই ক্যাচে অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের খেলোয়াড়রা সুদর্শনের দিকে ছুটে গিয়ে সেলিব্রেট করা শুরু করেন। যদিও ক্যাচ নেওয়ার ফলে সুদর্শন হাতে ব্যথা পান। তাঁকে কিছুক্ষণের জন্য মাঠের বাইরেও যেতে হয়।
আরও পড়ুন- শুভমানকে নিয়ে বড় খবর, ভাঙলেন কিং কোহলির রেকর্ড
এই চমকপ্রদ ফিল্ডিংই শুধু নয়। ভারতের প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে সুদর্শন ৮৭ রান করেন। ১৬৫ বলে তিনি ওই রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। যশস্বী জয়সওয়ালের সঙ্গে সুদর্শনের জুটি ভারতের ইনিংসকে শক্তপোক্ত জায়গায় পৌঁছে দেয়। সুদর্শনের পারফরম্যান্স যে দর্শকদের খুব ভালো লেগেছে, তা বোঝা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর ক্যাচ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে উত্তপ্ত মুহূর্ত, আম্পায়ারের নির্দেশে মাঠ ছাড়লেন যশস্বী
𝗘𝗮𝗿𝗹𝘆 𝗗𝗼𝗺𝗶𝗻𝗮𝗻𝗰𝗲! 🔥@imjadeja breaks the opening stand with India’s first wicket, giving #TeamIndia an early advantage. 🙌
— Star Sports (@StarSportsIndia) October 11, 2025
Catch the LIVE action 👉 https://t.co/tg7ZEVlTSH#INDvWI 👉 2nd Test, Day 2 | Live Now on Star Sports & JioHotstar pic.twitter.com/60acjVZnAV
আরও পড়ুন- মারাত্মক দুর্ঘটনার কবলে শুভমান! কী হয়েছে জানেন?
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেছে। শেই হোপ এবং টেভিন ইমলাচ ব্যাট করে দলের স্কোর বাড়িয়ে গিয়েছেন। তবে, আথানাজ ভালো খেললেও ৪১ রান করে কুলদীপ যাদবের হাতে আউট হন। রোস্টন চেজও ৭ রান করে জাডেজার হাতে আউট হন।
আরও পড়ুন- অল্পের জন্য হাতছাড়া সেঞ্চুরি, তবু 'বিশাল রেকর্ড' সুদর্শনের
দিনের শেষ পর্যায়ে হোপ এবং ইমলাচের ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচায়। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ভারতের থেকে ৩৭৮ রানে পিছিয়ে আছে। ভারতীয় দলের এই বড় স্কোর এবং সুদর্শনের অবদান ম্যাচের গতিপ্রকৃতিতে প্রভাব ফেলেছে।