/indian-express-bangla/media/media_files/2025/10/04/indian-cricket-team-25-2025-10-04-13-48-44.jpg)
জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস
India vs West Indies: দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) যে জয়লাভ করবে, তা আগেই আশা করা হয়েছিল। কিন্তু, টিম ইন্ডিয়া যে এতটাও সহজে অহমেদাবাদ টেস্ট নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে, সেটা বোধহয় কেউ ঘুণাক্ষরেও টের পাননি। অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম টেস্ট ম্য়াচ জয়লাভ করলেন শুভমান গিল (Shubman Gill)। এই ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১৪০ রানে হারিয়ে দিল ভারত। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৪৬ রানে অলআউট হয়ে গেল।
IND vs WI 1st Test Match Timing: ভারতের এবার 'টেস্ট' পরীক্ষা, কখন থেকে শুরু হবে খেলা?
শুভমানের নেতৃত্বে বড় সাফল্য
গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন রোহিত শর্মা। তারপরই লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ব্যাটন শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়। শুরুতেই তিনি অগ্নিপরীক্ষার মুখে পড়েছিলেন। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। ঘরের মাটিতে ব্রিটিশ ক্রিকেট দল যে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কিন্তু, এই সিরিজটা ভারত শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করে। এরপর ঘরের মাটিতে 'ক্যাপ্টেন' শুভমান কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু, সেই পরীক্ষাতেও তিনি লেটার মার্কস নিয়ে পাশ করলেন।
IND vs WI Records: গত ২৩ বছর ধরে অটুট ভারতের এই রেকর্ড, না জানলে চরম মিস করবেন!
ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেট দলের অধিনায়ক রস্টন চেজ। রান তাড়া করার ক্ষেত্রে টিম ইন্ডিয়া যে কতখানি শক্তিশালী, সেই সম্যক জ্ঞান বোধহয় তাঁর ছিল না। ফলে যা হওয়ার, সেটাই হয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়। মহম্মদ সিরাজ একাই ৪ উইকেট শিকার করেছিলেন। এছাড়া জসপ্রীত বুমরাহ নেন তিনটে উইকেট। জোড়া উইকেট কুলদীপ যাদবের। একটি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর।
IND vs WI: ভারতের বিরুদ্ধে খেলব না টেস্ট সিরিজ! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তারকা পেসারের?
এরপর ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। আর ভারতীয় ব্যাটাররা যেভাবে পারফরম্য়ান্স করলেন, তা দেখে হয়ত অনেকেই মনে করতে পারেন যে দুটো দলের জন্য দুটো ভিন্ন উইকেট ব্যবহার করা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে তিনজন ব্যাটার শতরান করলেন। এই তালিকায় নাম রয়েছে কেএল রাহুল, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজার। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তোলে। আশা করা হয়েছিল, তৃতীয় দিনও বোধহয় মধ্যাহ্নভোজ পর্যন্ত টিম ইন্ডিয়া ব্যাট করতে পারে। কিন্তু, তেমনটা হয়নি। তৃতীয় দিনের শুরুতেই ইনিংস ডিক্লেয়ার করে দিলেন শুভমান গিল।
Dhruv Jurel Century: 'ভারতীয় সেনাবাহিনীর জন্য...', সেঞ্চুরি হাঁকিয়েই দেশবাসীর হৃদয় জিতলেন ধ্রুব!
শুভমানের এই সিদ্ধান্ত কতখানি যুক্তিগ্রাহ্য হল, তা নিয়ে অনেকেই নাক সিঁটকোতে শুরু করেছিলেন। কিন্তু, চোখের নিমেষে বদলে গেল গোটা ম্যাচের রং। ভারতীয় বোলারদের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না ক্যারিবিয়ান ব্যাটাররা। সর্বাধিক ৩৮ রান করলেন অ্যালিক আথানাজি। অন্যদিকে, ব্যাট হাতে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করলেন রবীন্দ্র জাদেজা। তিন উইকেট শিকার করলেন মহম্মদ সিরাজ। জোড়া উইকেট কুলদীপের এবং একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। সবমিলিয়ে টিম ইন্ডিয়ার এই পারফরম্য়ান্স যে ১০০-য় একশো পেল, তা বলা যেতেই পারে।