/indian-express-bangla/media/media_files/2025/10/01/shubman-gill-8-2025-10-01-21-50-07.jpg)
Shubman Gill: ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল আবারও প্রমাণ করলেন যে তিনি আধুনিক যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি গড়লেন এক অনন্য নজির। এই শতরান তাঁর অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট সেঞ্চুরি, যা তাঁকে একলাফে নিয়ে গেল সৌরভ গাঙ্গুলি, এমএস ধোনি ও টাইগার পতৌদির সঙ্গে একই সারিতে। অর্থাৎ ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক শতরানের তালিকায় বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে পঞ্চম স্থানে জায়গা পেলেন গিল।
ইতিহাসে গিল
ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক শতরান করেছেন বিরাট কোহলি (২০), তারপর সুনীল গাভাসকার (১১), মহম্মদ আজহারউদ্দিন (৯) ও সচিন তেন্ডুলকর (৭)। তালিকায় পঞ্চম স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি, এমএস ধোনি, টাইগার পতৌদি ও শুভমান গিল (৫)। গিলের এই পারফরম্যান্স বিশেষত উল্লেখযোগ্য। কারণ, তাঁর সবগুলো শতরান এসেছে ২০২৫ সালের মধ্যেই, অর্থাৎ এক ক্যালেন্ডার বছরে কোহলির রেকর্ডকেও তিনি ছুঁয়ে ফেলেছেন।
আরও পড়ুন- শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে উত্তপ্ত মুহূর্ত, আম্পায়ারের নির্দেশে মাঠ ছাড়লেন যশস্বী
ভারতের ইতিহাসে অধিনায়ক হিসেবে একবছরে সবচেয়ে বেশি টেস্ট শতরান করার রেকর্ড এখন ভাগাভাগি করে নিয়েছেন বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) এবং শুভমান গিল (২০২৫)। গিলের ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
আরও পড়ুন- মারাত্মক দুর্ঘটনার কবলে শুভমান! কী হয়েছে জানেন?
শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকেই গিল দারুণ নিয়ন্ত্রণে ব্যাট করছিলেন। তাঁর স্ট্রোকপ্লে ছিল ব্যাটিংয়ের গ্রামার ও আধুনিক ব্যাটিংয়ের এক নিখুঁত মিশ্রণ। ড্রাইভ, কাট, পুল—সব কিছুতেই ছিল পরিমিত শক্তি ও নিখুঁত টেম্পারামেন্ট। শতরান পূর্ণ হওয়ার পর তিনি ব্যাট উঁচু করে সতীর্থদের দিকে তাকিয়ে হেসেছেন এদিন। যেন বোঝাতে চেয়েছেন, 'অধিনায়কত্বের চাপেও আমি একই রকম।'
আরও পড়ুন- অল্পের জন্য হাতছাড়া সেঞ্চুরি, তবু 'বিশাল রেকর্ড' সুদর্শনের
অনেক বিশ্লেষক ইতিমধ্যেই গিলকে ভারতের ‘পরবর্তী কোহলি’ বলছেন। যেখানে কোহলি তাঁর নেতৃত্বে ভারতকে বহু ঐতিহাসিক সিরিজ জিতিয়েছেন, সেখানে গিল এখন একইপথে হাঁটছেন—ধারাবাহিক ব্যাটিং, দলকে অনুপ্রেরণা জোগানো এবং জয়ের মানসিকতা নিয়ে তিনি এগিয়ে চলেছেন। বিশেষজ্ঞদের মতে, তাঁর টেকনিক ও মানসিক দৃঢ়তা কোহলিকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী দশকের অন্যতম স্তম্ভ করে তুলবে।
আরও পড়ুন- ঝরঝরে বাংলায় লাল-হলুদ সমর্থকদের মেসেজ! কী বললেন হিরোশি?
অধিনায়ক হওয়ার পর গিলের ব্যাটিংয়ে এক নতুন পরিপক্বতা এসেছে। তিনি আগের তুলনায় অনেক বেশি ধৈর্যশীল ও পরিকল্পনামূলক ইনিংস খেলছেন। অনেক প্রাক্তন খেলোয়াড় যেমন সুনীল গাভাসকার, রাহুল দ্রাবিড় পর্যন্ত বলেছেন—গিল শুধু প্রতিভাবানই নন, বরং এখন একজন পরিপূর্ণ ক্রিকেটার।
শুভমান গিলের এই সেঞ্চুরি শুধু আরেকটি শতরান নয়, বরং ভারতীয় ক্রিকেট (cricket) ইতিহাসের একটি নতুন অধ্যায়।
তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে গিল আজ এমন এক জায়গায় পৌঁছে গেছেন, যেখানে তাঁর থেকে ভবিষ্যতের ভারতীয় ক্রিকেট প্রেরণা, সাফল্য ও আত্মবিশ্বাসের মত অনেক কিছু পাবে।
দ্বিতীয় এই টেস্টের দ্বিতীয় দিনে দিল্লির মাঠে ভারতীয় ব্যাটসম্যানরা আবারও দেখালেন দুর্দান্ত শক্তি ও নিয়ন্ত্রণ। ভারত ৫১৮ রান মাত্র ৫ উইকেট হারিয়ে ইনিংস সমাপ্তির কথা ঘোষণা করেছে। যা ওয়েস্ট ইন্ডিজের সামনে যথেষ্ট চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করেছে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৫১৮/৫ ইন ১৩৪.২ ওভার
যশস্বী জয়সওয়াল: ১৭৫
শুভমন গিল: ১২৯* (অপরাজিত)
সাই সুদর্শন: ৮৭
জোমেল ওয়ারিকান: ৩/৯৮