/indian-express-bangla/media/media_files/2025/10/13/jasprit-bumrah-2025-10-13-15-25-27.jpg)
টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ
India vs West Indies: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এই ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করিয়েছিল। ম্যাচের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর ম্য়াচের চতুর্থ দিন ক্যারিবিয়ান ক্রিকেটাররা দুর্দান্ত ব্যাটিং করেন। নজরকাড়া একটি শতরান হাঁকালেন ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল (John Campbell)। তবে ক্যাম্পবেল যখন ৯৪ রানে ব্যাট করছিলেন, তখন জসপ্রীত বুমরাহ LBW আউটের জোরদার আপিল করেন। কিন্তু, তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানায়। এরপর বুমরাহ (Jasprit Bumrah) রীতিমতো রেগে যান। তাঁর কথা স্টাম্প মাইকে রেকর্ডও হয়ে যায়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
John Campbell Century: ধামাকাদার শতরান জন ক্যাম্পবেলের, ২৩ বছর পর গড়লেন 'অনন্য নজির'
স্টাম্প মাইকে রেকর্ড হল বুমরাহের কথাবার্তা
আসলে ক্যাম্পবেল যখন ৯৪ রানে ব্যাট করছিলেন, সেইসময় জসপ্রীত বুমরাহের একটি ডেলিভারি তাঁর প্যাডে এসে লাগে। আর সেকারণে জোরদার আপিল করেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু, ফিল্ড আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। এরপর অধিনায়ক শুভমান গিল DRS নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু, থার্ড আম্পায়ারও নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। বলটা ব্যাটের তলা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু, ব্যাটের সঙ্গে একেবারেই টাচ হয়নি। যদিও আলট্রা-এজে সামান্য স্পাইক দেখতে পাওয়া গিয়েছিল। সেকারণে তৃতীয় আম্পায়ার ক্যাম্পবেলকে নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।
IND vs WI 2nd Test Follow On: লজ্জার ব্যাটিং ক্যারিবিয়ানদের, ফলো অন করাল টিম ইন্ডিয়া
এমন সিদ্ধান্তের পর জসপ্রীত বুমরাহ একেবারে হতাশ হয়ে পড়েন। ফিল্ড আম্পায়ারের সঙ্গেই কথা বলতে শুরু করেন তিনি। বলেন, 'আপনি নিজেও জানেন যে এটা আউট ছিল। কিন্তু, প্রযুক্তির কারণে এটা আউট দেওয়া হল না।' বুমরাহের এই কথাগুলো স্টাম্প মাইকে রেকর্ড হয়ে যায়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
— crictalk (@crictalk7) October 13, 2025
শতরান হাঁকালেন জন ক্যাম্পবেল
দ্বিতীয় টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান হাঁকালেন জন ক্যাম্পবেল। টেস্ট ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। চতুর্থ দিন ১১৫ রান করে ক্যাম্পবেল আউট হন। রবীন্দ্র জাদেজা তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।