/indian-express-bangla/media/media_files/2025/10/13/john-campbell-century-2025-10-13-18-07-49.jpg)
শতরানের পথে জন ক্যাম্পবেল
India vs West Indies: চতুর্থ দিনে পা রেখেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team) দ্বিতীয় টেস্ট ম্য়াচ। এই টেস্ট ম্য়াচে কায়েম হল একটি বড়সড় রেকর্ড। চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্যারিবিয়ান ওপেনিং ব্যাটার জন ক্যাম্পবেল (John Campbell) নিজের শতরান পূরণ করলেন। বিশাল একটি ছক্কা হাঁকিয়ে ক্যাম্পবেল তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম শতরান পূরণ করেন। প্রথম শতরান হাঁকাতে তিনি ১৭৪ বল খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৯ চার এবং ৩ ছক্কা বেরিয়ে এসেছে। আর সেইসঙ্গে ৭ বছর পর ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো প্রথম ক্যারিবিয়ান ব্য়াটার হিসেবে তিনি নিজের নাম লিখিয়ে ফেলেছেন।
IND vs WI 2nd Test Follow On: লজ্জার ব্যাটিং ক্যারিবিয়ানদের, ফলো অন করাল টিম ইন্ডিয়া
১৯ বছর পর দেখা গেল অনন্য কৃতিত্ব
২০২৩ সালের পর জন ক্যাম্পবেলই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওপেনার যিনি শতরান হাঁকালেন। অন্যদিকে, ১৯ বছর পর ভারতের বিরুদ্ধে প্রথম ক্যারিবিয়ান ওপেনার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। ইতিপূর্বে, ২০০৬ সালে ডারেন গঙ্গা ভারতের বিরুদ্ধে ১৩৫ রানের একটি ইনিংস উপহার দিয়েছিলেন। আপনারা হয়ত শুনলে কিছুটা অবাকই হবে, ২৩ বছর পর ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কোনও ওপেনিং ব্য়াটার নিজের শতরান পূরণ করতে সফল হলেন। ইতিপূর্বে, ২০০২ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েবেল হিন্ডস এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
IND vs WI Test 2025: ব্যাটিংয়ে সাফল্যের পর, দুর্দান্ত ক্যাচ নিয়ে দ্বিতীয় দিনের হিরো সুদর্শন!
২৫ টেস্ট ম্য়াচে ১,১০০-র বেশি রান
২০১৯ সালের জানুয়ারি মাসে টেস্ট ডেবিউ হয়েছিল জন ক্যাম্পবেলের। তারপর থেকে টেস্ট কেরিয়ারের প্রথম শতরান হাঁকাতে ৫০ ইনিংস তিনি খেলে ফেলেছেন। ইতিমধ্যে তিনি ২৬.৩২ ব্যাটিং গড়ে মোট ১,১০০-র বেশি রান করেছেন। এরমধ্যে তিনটে হাফসেঞ্চুরি রয়েছে। যদিও শেষপর্যন্ত তিনি ১১৫ রান করে আউট হয়ে গেলেন।
IND vs WI 2nd Test Match: দ্বিতীয় টেস্টের আগে বড় খবর, শুনলে মন ভাল হবে আপনারও!
হোপ-ক্যাম্পবেলের মধ্যে ১৫০+ রানের পার্টনারশিপ
দ্বিতীয় টেস্ট ম্য়াচে চতুর্থ দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত ক্যারিবিয়ান ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ২৫২ রানে ব্যাট করছে। এখনও ১৮ রানে তারা পিছিয়ে রয়েছে। সোমবারের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে ফেলেন। ১১৫ রান করে আউট হয়েছেন জন ক্যাম্পবেল। অন্যদিকে শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন শাই হোপও। দুজনের মধ্যে মোট ১৭৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।