/indian-express-bangla/media/media_files/2025/10/09/richa-ghosh-3-2025-10-09-21-38-32.jpg)
লড়াকু হাফসেঞ্চুরি রিচা ঘোষের
IND W vs SA W: ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে (Women’s ODI World Cup 2025) বড় ধাক্কা খেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা ৩ উইকেটে পরাস্ত হয়েছে। টিম ইন্ডিয়া ইতিপূর্বে দুটো ম্য়াচেই জয় হাসিল করেছিল। এরপর টানা তৃতীয় ম্য়াচে জয়ই লক্ষ্য ছিল হরমনপ্রীতদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল প্রথমে ব্যাট করার সুযোগ পায়। তবে তারা ৪৯.৫ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায়।
Richa Ghosh Record: ইতিহাস গড়লেন বাংলার রিচা, মুখ উজ্জ্বল করলেন গোটা দেশের
এরপর দক্ষিণ আফ্রিকা এই টার্গেট তাড়া করতে নেমে ১৪২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু, নাদিন ডি ক্লাব এবং ক্লোয়ে ট্রেয়নের মধ্যে সপ্তম উইকেটে ৬৯ রানের পার্টনারশিপ হয়। আর এই জুটিই গোটা ম্য়াচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ৪৮.৫ ওভারের মধ্যেই দক্ষিণ আফ্রিকা টার্গেট তাড়া করে ফেলে এবং টুর্নামেন্টের দ্বিতীয় জয় হাসিল করে। আর সেইসঙ্গে পয়েন্টস টেবিলেও একটা বড় রদ-বদল দেখতে পাওয়া গিয়েছে।
IND W vs SA W: টিম ইন্ডিয়ার জন্য চরম দুঃসংবাদ, চিন্তা বাড়ল দলের তারকা ক্রিকেটারকে নিয়ে
তৃতীয় স্থানে নামল টিম ইন্ডিয়া, চার নম্বরে উঠল সাউথ আফ্রিকা
আইসিসি মহিলা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ২০২৫ টুর্নামেন্টে ১০ ম্য়াচ পর পয়েন্টস টেবিলের পরিস্থিতি একবার দেখে নেওয়া যাক। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর ৪ পয়েন্ট সংগ্রহ করে 'সেকেন্ড গার্ল' ইংল্যান্ড। সেখানে ভারতীয় মহিলা ক্রিকেট দল তিন ম্যাচে মধ্যে দুটোয় জিতেছে এবং একটি ম্য়াচ হেরে গিয়েছে। ৪ পয়েন্ট নিয়ে তারা আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে ভারতের নেট রানরেট ০.৯৫৩। চলতি টুর্নামেন্টে এটা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দল। তারাও চার পয়েন্ট সংগ্রহ করেছে। তবে চতুর্থ স্থানে উঠে এসেছে। কারণ প্রোটিয়া ব্রিগেডের নেট রানরেট -০.৮৮৮।
পাঁচ নম্বরে হড়কাল বাংলাদেশ, অন্তিম স্থানে পাকিস্তান
আইসিসি মহিলা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ২০২৫ টুর্নামেন্টে বাকি দলগুলোর হাল একবার দেখে নেওয়া যাক। বাংলাদেশ ক্রিকেট দল ২ ম্য়াচের মধ্যে একটায় জিতেছে। একটায় হেরেছে। তারা ২ পয়েন্ট সংগ্রহ করে ৫ নম্বরে হড়কে গিয়েছে। ২ ম্য়াচ থেকে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা। ৭ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। আর পয়েন্ট তালিকায় একেবারে অন্তিম স্থানে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। তারা ২ ম্য়াচ খেলে ফেলেছে। কিন্তু, একটাও ম্য়াচ তারা জিততে পারেনি।