IND W vs AUS W News: স্মৃতি মান্ধানাকে নিয়ে 'বাম্পার' খবর, শুনলে গর্বিত হবেন আপনিও!

IND W vs AUS W 2025: ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে রবিবার (১২ অক্টোবর) ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনার স্মৃতি মান্ধানা একটি স্পেশাল রেকর্ড কায়েম করলেন।

IND W vs AUS W 2025: ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে রবিবার (১২ অক্টোবর) ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনার স্মৃতি মান্ধানা একটি স্পেশাল রেকর্ড কায়েম করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Smriti Mandhana (1)

টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানা

Smriti Mandhana: কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। টিম ইন্ডিয়ার তারকা ওপেনার স্মৃতি মান্ধানার জন্য এই কথাটি যে একেবারে উপযুক্ত, তা বলা যেতেই পারে। রবিবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার (IND W vs AUS W) বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ইতিপূর্বে, ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) প্রথম তিনটে ম্য়াচে স্মৃতি একেবারে ফ্লপ হয়ে গিয়েছিলেন। অবশেষে এই টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্য়াচ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। ব্যাট হাতে লিখলেন এক নয়া ইতিহাস।

Advertisment

Smriti Mandhana New Record: ব্যাটে নেই রান, তবুও স্মৃতি মান্ধানার জন্য ভাল খবর!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এক নয়া রেকর্ড কায়েম করলেন। এমন একটি রেকর্ড যা গত ৫২ বছরে কোনও মহিলা ব্যাটার গড়তে পারেননি। কিন্তু, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে স্মৃতি সেই অসাধ্যসাধনই করলেন। মহিলা ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে প্রায় ১,৪০০ ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। কিন্তু, এমন 'কারনামা' কেউ কখনও করতে পারেননি।

Advertisment

Smriti Mandhana Record: যা কেউ পারেনি, সেটাই করলেন স্মৃতি! বিশ্বকাপের আগেই সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন বিরল রেকর্ড

এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান

স্মৃতি মান্ধানাই প্রথম মহিলা ক্রিকেটার যিনি এক ক্যালেন্ডার বর্ষে ১ হাজার কিংবা তার বেশি রান করলেন। গোটা ক্রিকেট বিশ্বে আর কোনও মহিলা ব্যাটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। এই ম্যাচে স্মৃতিকে কার্যত বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া গেল। ৬৬ বলে তিনি ৮০ রান করে আউট হয়েছে। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা চলছে সর্বত্র।

Smriti Mandhana Boyfriend: জন্মদিনে বিরাট সারপ্রাইজ বয়ফ্রেন্ডের, টিম ইন্ডিয়ার তারকার প্রেমিককে চেনেন?

চলতি বছর স্মৃতি মান্ধানা ১৮ ম্য়াচে ১,০৩১ রান করেছে। ইতিপূর্বে ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার উইজি ক্লার্ক ৯৭০ রান করেছিলেন। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ১৮ ম্য়াচে ৮৮২ রান করেছেন। অন্যদিকে, ১৯৯৭ সালেই নিউজিল্যান্ডের ডিএ হকলি ১৬ ম্য়াচে ৮৮০ রান করেছিলেন। পাশাপাশি ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার এই স্যাটরথবেট ১৫ ম্য়াচে ৮৫৩ রান করেছিলেন।

Happy Birthday Smriti Mandhana: ২৯ বছরেই কোটি কোটি টাকার মালকিন! স্মৃতি মান্ধানা কীভাবে এত আয় করেন?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে। আপাতত ৬৪ রানে ব্যাট করছেন টিম ইন্ডিয়ার অপর ওপেনার প্রতীকা রাওয়াল। অন্যদিকে, ১ রানে দাঁড়িয়ে রয়েছেন হারলিন দেওল।

Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team IND W vs AUS W Smriti Mandhana