IND W vs AUS W: মহিলা বিশ্বকাপে মহাযুদ্ধ, জানেন ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে রেকর্ড?

IND W vs AUS W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে মহারণ হতে চলেছে। রবিবার অর্থাৎ ১২ অক্টোবর এই টুর্নামেন্টের ত্রয়োদশতম ম্য়াচের আয়োজন করা হয়েছে।

IND W vs AUS W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে মহারণ হতে চলেছে। রবিবার অর্থাৎ ১২ অক্টোবর এই টুর্নামেন্টের ত্রয়োদশতম ম্য়াচের আয়োজন করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND W vs AUS W

দুপুর তিনটে থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ

IND W vs AUS W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে মহারণ হতে চলেছে। রবিবার অর্থাৎ ১২ অক্টোবর এই টুর্নামেন্টের ত্রয়োদশতম ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচটা জিতে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) আবারও জয়ের সরণীতে ফিরতে চাইবে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ অতটাও সহজ হবে না। মহিলা ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড অতটাও খারাপ নয়। এই পরিস্থিতিতে হরমনপ্রীতদের (Harmanpreet Kaur) সামনে রবিবাসরীয় চ্যালেঞ্জটা বেশ কঠিন হতে চলেছে।

Advertisment

IND W vs SA W Match Highlights: লড়েও জয় অধরা ভারতের, পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে হরমনপ্রীতরা?

মহিলা ওয়ানডে ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়ার হেড-টু-হেড রেকর্ড

মহিলা ওয়ানডে ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এখনও পর্যন্ত মোট ৫০ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে অস্ট্রেলিয়া ৪০ ম্য়াচে জয়লাভ করেছে। আর টিম ইন্ডিয়া জিতেছে মাত্র ১০ ম্য়াচে। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার দাপট চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে আরও একবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

Advertisment

IND W vs SA W: টিম ইন্ডিয়ার জন্য চরম দুঃসংবাদ, চিন্তা বাড়ল দলের তারকা ক্রিকেটারকে নিয়ে

পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান

২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ২ ম্য়াচে জয়লাভ করেছে। আর একটি ম্য়াচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। আপাতত ৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে।

IND W vs PAK W Controversy: ছিলেন ক্রিজের মধ্যে, তাও কেন আউট পাকিস্তানি ব্যাটার? জেনে নিন আসল নিয়ম

অন্যদিকে টিম ইন্ডিয়াও এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩ ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ২ ম্যাচে জয়লাভ করেছে। আর একটা ম্য়াচ হেরে গিয়েছে। গত ম্য়াচে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। সেকারণে ভারত আপাতত ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। 

IND W vs PAK W Match Report: কেঁচো খুঁড়তে বেরলো কেউটে! পাকিস্তান হারতেই 'বিস্ফোরক' ফতিমা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:

প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর, জেমিমা রডরিগস, দীপ্তি শর্মা, আমনজ্যোৎ কৌর, রিচা ঘোষ, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণী।

Harmanpreet Kaur Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025 IND W vs AUS W