/indian-express-bangla/media/media_files/2025/10/31/harmanpreet-kaur-crying-2025-10-31-02-55-19.jpg)
কেঁদে ফেললেন হরমনপ্রীত কৌর
IND W vs AUS W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia)। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে জয়লাভ করে। সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পর আবেগে ভাসলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। সাপোর্ট স্টাফদের জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
জয়ের পর আবেগে ভাসলেন হরমনপ্রীত কৌর
সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারানোর পর হরমনপ্রীত আবেগের জোয়ারে ভেসে গেলেন। ভারতীয় সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এই প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। দেশকে ফাইনালে তোলার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক আর চোখের জল ধরে রাখতে পারেননি। আগামী ২ নভেম্বর ফাইনাল ম্য়াচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্য়াচে খেলতে নামবে।
ব্যাট হাতে দাপুটে পারফরম্য়ান্স
হরমনপ্রীত কৌর ব্যাট হাতে দাপুটে পারফরম্য়ান্স করলেন। ৮৮ বলে তিনি ৮৯ রানের ইনিংস উপহার দেন। এই ইনিংসে ১০ চার ছাড়াও ২ ছক্কা রয়েছে। এই ম্য়াচে তিনি ১৪১.১৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অল্পের জন্য তিনি শতরান হাতছাড়া করেন। কিন্তু, তিনি আউট হওয়ার পর জেমিমা রডরিগস ক্রিজে লড়াই করে যান। তিনি শতরানের ইনিংস খেলে টিম ইন্ডিয়ার ফাইনালের টিকিট কনফার্ম করেন।
একনজরে ম্য়াচের হাল-হকিকত
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছিল। ফোয়েবে লিচফিল্ড ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। ইতিমধ্যে তিনি ১৭ চার এবং ৩ ছক্কা হাঁকান।
IND W vs AUS W News Update: 'আমাকে ঈশ্বর পাঠিয়েছেন...', দাবি এই ভারতীয় তারকা ক্রিকেটারের
এই টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ৪৮.৩ ওভারেই ৩৪১ রান করে ফেলে। আর সেইসঙ্গে জয়লাভ করে এই মহারণে। হরমনপ্রীত ছাড়াও জেমিমা রডরিগস ১৩৪ বলে অপরাজিত ১২৭ রান করেন। তিনি ১৪ চার হাঁকিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us