Jemimah Rodrigues Century: রিল নয়, একেবারে বাস্তবের নায়িকা! দুরন্ত শতরানে ভারতকে ফাইনালে তুললেন জেমিমা

India vs Australia: শেষ হল ২০২৫ মহিলা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নেমেছিল ভারত এবং অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালের টিকিট কনফার্ম করেছে।

India vs Australia: শেষ হল ২০২৫ মহিলা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নেমেছিল ভারত এবং অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালের টিকিট কনফার্ম করেছে।

author-image
Koushik Biswas
New Update
Jemimah Rodrigues Century

জয়ের পর চোখের জলে অভিনন্দন কুড়োচ্ছেন জেমিমা রডরিগস

IND W vs AUS W: শেষ হল ২০২৫ মহিলা বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ। এই ম্য়াচে খেলতে নেমেছিল ভারত এবং অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) সামনে জয়ের জন্য ৩৩৯ রানের টার্গেট ছিল। ভারতের হয়ে দুর্দান্ত ব্যাট করলেন জেমিমা রডরিগস (Jemimah Rodrigues)। আর সেই সুবাদেই টিম ইন্ডিয়া হাসতে হাসতে জয়লাভ করেছে। সঙ্গে কনফার্ম করে ফাইনালের টিকিটও।

Advertisment

Top 5 Sports News, 30 October: টিম ইন্ডিয়ার 'ইতিহাস' থেকে মোহনবাগানের হুঙ্কার, দেখে নিন দিনের সেরা ৫ খেলার খবর

বিশ্বকাপ সেমিফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন জেমিমা। কেড়ে নিলেন অজ়ি বোলারদের রাতের ঘুম। এই ম্য়াচে তিনি দুর্দান্ত একটি শতরান টিম ইন্ডিয়াকে উপহার দিলেন। টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যাট হাতে জ্বলে উঠলেন জেমিমা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আপাতত প্রশংসার বন্যা বইছে। 

Advertisment

IND W vs AUS W Semifinal Highlights Cricket Score: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত, ৫ উইকেটে জিতে গড়ল ইতিহাস

স্মরণীয় শতরান হাঁকালেন জেমিমা রডরিগস

টিম ইন্ডিয়ার সামনে রানের টার্গেট নেহাতই কম ছিল না। ইতিমধ্যে স্মৃতি মান্ধানা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হাল ধরলেন জেমিমা রডরিগস। বাঁধলেন হরমনপ্রীত কৌরের সঙ্গে একটি দুর্দান্ত জুটি। দুজনের মধ্যে ১৫০ রানেরও বেশি পার্টনারশিপ গড়ে ওঠে। হরমনপ্রীত এই ম্য়াচে ৮৮ বলে ৮৯ রান করেন।

IND W vs AUS W News Update: 'আমাকে ঈশ্বর পাঠিয়েছেন...', দাবি এই ভারতীয় তারকা ক্রিকেটারের

তিনি আউট হওয়ার পর জেমিমার উপর দায়িত্ব আরও বেড়ে যায়। ইনিংসের ৪২ ওভারে তিনি নিজের শতরান পূরণ করলেন। ১১৬ বলে স্পর্শ করলেন এই তিন অঙ্কের মাইলফলক। ভারতীয় ক্রিকেট ইতিহাসে তাঁর এই ইনিংস চিরস্মরণীয় হয়ে থাকবে। মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে হরমনপ্রীতের পর দ্বিতীয় সেঞ্চুরিয়ন হিসেবে জেমিমা নিজের নাম লিখিয়ে ফেললেন। 

IND W vs AUS W Catch Controversy: আউট না নট-আউট? সেমিফাইনালে চরম বিতর্ক! কাঠগড়ায় আম্পায়ার

ফাইনালের টিকিট কনফার্ম করল টিম ইন্ডিয়া

চলতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। আর সেইসঙ্গে টুর্নামেন্টের ফাইনালে তারা নিজেদের আসন পাকা করে ফেলেছে। ইতিপূর্বে, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা এবং টিম ইন্ডিয়ার মধ্যে ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচটা জিতে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি ভারতীয় মহিলা ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেতাব নিজেদের ক্যাবিনেটে তুলতে চাইবে।

Jemimah Rodrigues Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team IND W vs AUS W