IND W vs AUS W News Update: 'আমাকে ঈশ্বর পাঠিয়েছেন...', দাবি এই ভারতীয় তারকা ক্রিকেটারের

IND W vs AUS W: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ শুরু হতে চলেছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। তবে এই মহারণের আগে একটা বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

IND W vs AUS W: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ শুরু হতে চলেছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। তবে এই মহারণের আগে একটা বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

author-image
Koushik Biswas
New Update
Shafali Verma

টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শেফালি বর্মা

Shafali Verma: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ শুরু হতে চলেছে। ভারত এবং অস্ট্রেলিয়ার (IND W vs AUS W) মধ্যে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। তবে এই মহারণের আগে একটা বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)।

Advertisment

IND W vs AUS W Semifinal, Weather Update: যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেমির লড়াই, কারা উঠবে ফাইনালে?

ম্যাচ উইনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal) চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় এবার সুযোগ পেয়েছেন শেফালি বর্মা। একেবারে বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচ খেলতে সরাসরি নামবেন তিনি। তবে এই ম্য়াচ শুরুর আগে তিনি একটি বড়সড় মন্তব্য করলেন। জানালেন, 'ঈশ্বরই আমাকে এখানে পাঠিয়েছেন।'

Advertisment

IND W vs AUS W Semifinal: সেমির লড়াইয়ে নামার আগেই 'দুঃসংবাদ' টিম ইন্ডিয়ায়, জানেন ব্যাপারটা কী?

সেমিফাইনাল ম্য়াচের জন্য প্রস্তুত শেফালি বর্মা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন শেফালি বর্মা। আর সুযোগ পেতে না পেতেই মনের কথা জানিয়ে ফেললেন তিনি। শেফালি বললেন, 'যদি ঈশ্বরই আমাকে পাঠিয়ে থাকেন, তাহলে নিজের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দেওয়ার চেষ্টা করব। দলের প্রয়োজন অনুসারে পারফরম্য়ান্স করার চেষ্টা করব। সেটাই আমি করব, যা সবচেয়ে ভাল পারি। আমি নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে শান্ত থাকো, নিজের উপর বিশ্বাস রাখো। আশা করছি, এই কথাগুলো আমাকে সাহায্য করবে। ইতিমধ্যে যথেষ্ট ভাল অনুশীলন করেছি। আশা করছি, সেমিফাইনাল ম্য়াচে ভাল পারফরম্য়ান্স করতে পারব।'

IND W vs AUS W Semifinal, Rain Forecast: ক্রমশ বাড়ছে চিন্তা, সেমিফাইনালে বৃষ্টি হলেই বিদায় নিশ্চিত ভারতের?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেফালির রেকর্ড একেবারেই ভাল নয়

টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার শেফালি বর্মা সম্প্রতি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ভারতীয় এ দলের হয়ে খেলেছিলেন। মাত্র ৪৯ বলে ৭০ রানের একটি বিধ্বংসী ইনিংস তিনি উপহার দেন। এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়েও শেফালি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেন।

IND W vs BAN W Highlights Cricket Score: বৃষ্টিই 'ভিলেন', ভেস্তে গেল ভারত বাংলাদেশ ম্যাচ

যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেফালির রেকর্ড একেবারেই ভাল নয়। ক্যাঙারুদের বিরুদ্ধে ৫ ওয়ানডে ম্য়াচে শেফালি ১৯.৮০ ব্যাটিং গড়ে মাত্র ৯৯ রান করেছেন। এমনকী তাঁর স্ট্রাইক রেটও ৭০ স্পর্শ করতে পারেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

Pratika Rawal IND W vs AUS W Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team Shafali Verma