/indian-express-bangla/media/media_files/2025/10/30/india-vs-australia_icc-womens-world-cup_ie-bangla-copy-2025-10-30-14-39-52.jpg)
দেখে নিন ম্য়াচের লাইভ আপডেটস
India vs Australia: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025 ) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ভারত এবং অস্ট্রেলিয়া ( IND W vs AUS W) খেলতে নেমেছিল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল টস জেতে এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। অস্ট্রেলিয়া এই ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং করে এবং রানের পাহাড় খাড়া করে। ভারতের হয়েও পাল্টা জবাব দেন জেমিমা রডরিগস এবং হরমনপ্রীত কৌর। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত এই ম্য়াচে ৫ উইকেটে জয়লাভ করে। সেইসঙ্গে কনফার্ম করে ফাইনালের টিকিটও।
IND W vs AUS W Catch Controversy: আউট না নট-আউট? সেমিফাইনালে চরম বিতর্ক! কাঠগড়ায় আম্পায়ার
বিশাল স্কোর খাড়া করে অস্ট্রেলিয়া
এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৪৯.৫ ওভারে তারা ১০ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ফোয়েবে লিচফিল্ড ৯৩ বলে ১১৯ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। তবে অ্যালিসা হিলি খুব বেশি নজর কাড়তে পারলেন না। মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে যান। এরপর এলিস পেরি হাফসেঞ্চুরি করলেন। ৮৮ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর অ্যাশলে গার্ডনার ৪৫ বলে করেন ৬৩ রান। তিনি ৪ চার ছাড়াও ৪ ছক্কা হাঁকান। অন্যদিকে, কিম গার্থ ১৭ বলে ১৭ রান করেন। ভারতের হয়ে দুটো করে উইকেট শিকার করেন দীপ্তি শর্মা এবং শ্রী চরণী। অন্যদিকে আমনজ্যোৎ, রাধা যাদব এবং ক্রান্তি গৌড় একটি করে সাফল্য পেয়েছেন।
IND W vs AUS W News Update: 'আমাকে ঈশ্বর পাঠিয়েছেন...', দাবি এই ভারতীয় তারকা ক্রিকেটারের
টার্গেট তাড়া করে জিতল ভারত
৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় মহিলা ক্রিকেট দলের শুরুটা একেবারে ভাল হয়নি। শেফালি বর্মা ৫ বলে ১০ রান করে আউট হয়ে যান। অন্যদিকে, স্মৃতি মান্ধানা ২৪ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। এরপর হাল ধরলেন জেমিমা রডরিগস এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর। দুজনেই নজরকাড়া ব্যাটিং করলেন। হরমনপ্রীত ১০ চার এবং ২ ছক্কার দৌলতে ৮৮ বলে ৮৯ রান করলেন। অন্যদিকে, জেমিমা রডরিগস ১৩৪ বলে অপরাজিত ১২৭ রান করলেন। ভারতকে ফাইনালে তোলার ক্ষেত্রে এই ২ ব্যাটারই মুখ্য ভূমিকা গ্রহণ করেন।
- Oct 30, 2025 22:46 ISTIND W vs AUS W: বিশ্বকাপ ফাইনালে উঠল টিম ইন্ডিয়াIND W vs AUS W: বিশ্বকাপ ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। সেমিফাইনাল ম্য়াচে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে গিল। ৪৯ ওভারেই শেষ হয়ে গেল ম্য়াচ। উইনিং শট হাঁকালেন আমনজ্যোৎ কৌর। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের খেলতে হবে। 
- Oct 30, 2025 22:40 ISTIND W vs AUS W: ভারতের পঞ্চম উইকেটের পতনIND W vs AUS W: আউট হয়ে গেলেন রিচা ঘোষ। ভারতের পঞ্চম উইকেটের পতন হল। ৪৬.২ ওভারে ভারতের স্কোর ৩১৫/৫। 
- Oct 30, 2025 22:39 ISTIND W vs AUS W: দুরন্ত শতরান জেমিমারIND W vs AUS W: দুর্দান্ত শতরান হাঁকালেন জেমিমা রডরিগস। ১১৫ বলে সেঞ্চুরি করলেন তিনি। 
- Oct 30, 2025 22:14 ISTIND W vs AUS W: ভারতের চতুর্থ উইকেটের পতনIND W vs AUS W: দীপ্তি শর্মা ফিরতেই ভারতের চতুর্থ উইকেটের পতন হল। তিনি ১৭ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেন। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ২৬৪/৪। 
- Oct 30, 2025 22:12 ISTIND W vs AUS W: ৩৮ ওভারের খেলা শেষIND W vs AUS W: শেষ হল ৩৮ ওভারের খেলা। ভারতের স্কোর ২৪১/৩। ক্রিজে রয়েছে দীপ্তি শর্মা এবং জেমিমা রডরিগস। 
- Oct 30, 2025 21:55 ISTIND W vs AUS W: আউট হয়ে গেলেন হরমনপ্রীত, ভারতের তৃতীয় উইকেটের পতনIND W vs AUS W: ভারতীয় ক্রিকেট দল একটা বড়সড় ধাক্কা খেল। হরমনপ্রীত কৌর ৮৮ বলে ৮৯ রান করে আউট হয়ে গেলেন। ৩৫.৩ ওভার শেষে ভারতের স্কোর ২২৬/৩। ক্রিজে ব্যাট করতে নামলেন দীপ্তি শর্মা। ভারতের জয়ের জন্য ৮৫ বলে ১০১ রান দরকার। 
- Oct 30, 2025 21:26 ISTIND W vs AUS W: হাফসেঞ্চুরি হাঁকালেন হরমনপ্রীতIND W vs AUS W: ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৭৯/২। হরমনপ্রীত কৌর ৬৫ বলে অপরাজিত ৫০ রান কেছেন। অন্যদিকে, জেমিমা ৭৮ রানে ব্যাট করছেন। 
- Oct 30, 2025 20:48 ISTIND W vs AUS W: হাফসেঞ্চুরি জেমিমার, কামব্যাক করল ভারতIND W vs AUS W: সেমিফাইনাল ম্য়াচে দুর্দান্ত ব্যাট করছেন জেমিমা রডরিগস। ৫৮ বলে তিনি অপরাজিত ৫৩ করেছেন তিনি। ২০.৪ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ১২২ রান করেছে। 
- Oct 30, 2025 20:41 ISTIND W vs AUS W: কাঠগড়ায় তোলা হল আম্পায়ারকেপড়ে নিন বিস্তারিত
- Oct 30, 2025 20:40 ISTIND W vs AUS W: শেষ হল ১৫ ওভারের খেলাIND W vs AUS W: ১৫ ওভারের খেলা শেষ হল। টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে। জেমিমা রডরিগস ৩৮ এবং হরমনপ্রীত কৌর ১০ রানে ব্যাট করছেন। 
- Oct 30, 2025 20:05 ISTIND W vs AUS W: আউট হয়ে গেলেন স্মৃতি মান্ধানাIND W vs AUS W: অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবার বড়সড় সাফল্য পেল। স্মৃতি মান্ধানা ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। মান্ধানার বিরুদ্ধে ক্যাঙারু দল রিভিউ নিয়েছিল। সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল। খুব কঠিন সময়ে টিম ইন্ডিয়া বড় উইকেট হারাল। 
- Oct 30, 2025 20:02 ISTIND W vs AUS W: ৬ ওভারের খেলা শেষIND W vs AUS W: ৬ ওভারের খেলা শেষ হল। স্মৃতি ১৬ বলে ১৪ এবং জেমিমা ১৫ বলে ৮ রান করে ক্রিজে রয়েছেন। ভারতের স্কোর ৩৬/১। 
- Oct 30, 2025 20:01 ISTIND W vs AUS W: ফিরলেন শেফালি, ভারতের প্রথম উইকেটের পতনIND W vs AUS W: শেফালি বর্মা আউট হয়ে গেলেন। তিনি ৫ বলে ১০ রান করলেন। ভারতীয় ক্রিকেট দল প্রথম ধাক্কা খেল। ব্যাট করতে নামলেন জেমিমা রডরিগস 
- Oct 30, 2025 19:59 ISTIND W vs AUS W: ক্রিজে এলেন শেফালি-মান্ধানাIND W vs AUS W: ৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা মাঠে নামলেন। প্রথম ওভার শেষে ভারতের স্কোর ৮/০। 
- Oct 30, 2025 19:09 ISTIND W vs AUS W: ভারতের সামনে রানের পাহাড়IND W vs AUS W: ভারতীয় ক্রিকেট দল অন্তত এটুকু ভেবে স্বস্তি পাবে যে অজ়ি ইনিংসে তারা কিছুটা হলেও লাগাম পরাতে পেরেছে। কিন্তু প্রশ্নটা হল, আদৌ কি অস্ট্রেলিয়ার ইনিংসে তারা লাগাম পরাতে পারল? ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র নজর কাড়লেন চরণী। বাকিরা যথেষ্টই স্ট্রাগল করলেন। কেউ কর্তৃত্ব ফলাতে পারলেন না। অর্থাৎ, ভারতীয় ব্যাটারদের এবার পাহাড় প্রমাণ রান তাড়া করতে হবে। তবে এই উইকেট যথেষ্টই ব্যাটিং সহায়ক। যদি শিশির পড়তে শুরু করে, তাহলে কৃত্রিম আলোয় ব্যাটিং আরও সহজ হয়ে যাবে। এবার টিম ইন্ডিয়া রানটা তাড়া করতে পারে কি না, সেটাই দেখার। 
- Oct 30, 2025 19:05 ISTIND W vs AUS W: দানবীয় ব্যাটিং অস্ট্রেলিয়ারIND W vs AUS W: আরও একবার দাপুটে ব্য়াটিং পারফরম্য়ান্সের নজির কায়েম করল বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন ভারতের 'ত্রাস' হিলি। কিন্তু, সেক্ষেত্রে দলের হাল ধরলেন লিচফিল্ড। দুর্দান্ত একটি শতরান তিনি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলকে উপহার দেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এলিস পেরি। তিনি ৭৭ রান করলেন। কিন্তু, মিডল ওভারে বেশ কয়েকটা উইকেট পরপর পড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল। শেষবেলায় গার্ডনারের হাফসেঞ্চুরির দৌলতে অস্ট্রেলিয়া ৩৩০ রানের চৌকাঠ অতিক্রম করল। যদিও একটা সময় মনে হচ্ছিল তারা ৩৫০-র বেশি রান করে ফেলবে। 
- Oct 30, 2025 18:54 ISTIND W vs AUS W: ৩৩৮ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংসIND W vs AUS W: অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছে। ভারতকে এই ম্য়াচ জিততে হলে ৩৩৯ রান করতে হবে। 
- Oct 30, 2025 18:48 ISTIND W vs AUS W: ফিফটি হাঁকালেন গার্ডনারIND W vs AUS W: অ্যাশ গার্ডনার ৪১ বেল ৫০ রান পূরণ করলেন। ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১৯/৬। 
- Oct 30, 2025 18:47 ISTIND W vs AUS W: অব কি বার, ৩০০ পারIND W vs AUS W: ৪৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ৩০০ রান করেছে। গার্ডনার ৩৫ বলে ৪১ এবং কিম গার্থ ৬ রানে ব্যাট করছেন। 
- Oct 30, 2025 18:45 ISTIND W vs AUS W: অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতনIND W vs AUS W: আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন ম্যাকগ্রা। ৭ বলে ১২ রান করলেন তিনি। রিচা ঘোষ এবং জেমিমা রডরিগস তাঁকে রান আউট করে দেন। 
- Oct 30, 2025 18:12 ISTIND W vs AUS W: অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন, আউট এলিস পেরিIND W vs AUS W: এবার বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আউট হয়ে গেলেন এলিস পেরি। তিনি ৮৮ বলে ৭৭ রান করলেন। ইতিমধ্যে ৬ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। 
- Oct 30, 2025 18:11 ISTIND W vs AUS W: চতুর্থ ধাক্কা খেল অস্ট্রেলিয়া, আউট সাদারল্যান্ডIND W vs AUS W: অস্ট্রেলিয়া ক্রিকেট দলে চতুর্থ উইকেটের পতন হল। এবার আউট হলেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ৬ বলে মাত্র ৩ রান করেছেন। ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২২৮/৪। 
- Oct 30, 2025 17:58 ISTIND W vs AUS W: ভারতের তৃতীয় সাফল্য, আউট বেথ মুনিIND W vs AUS W: তৃতীয় উইকেট শিকার করল ভারতীয় ক্রিকেট দল। বেথ মুনি ২২ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেন। ৩৪ ওভার শেষ অস্ট্রেলিয়ার স্কোর ২২০/৩। ক্রিজে ব্যাট হাতে নামলেন অ্যানাবেল সাদারল্যান্ড। 
- Oct 30, 2025 17:55 ISTIND W vs AUS W: হাফসেঞ্চুরি হাঁকালেন পেরিIND W vs AUS W: এলিস পেরি ৬৬ বলে ৫০ রান করলেন। শতরান করে অস্ট্রেলিয়ার জন্য রানের পাহাড় খাড়া করতে চাইবেন। আপাতত ভারতীয় দল তৃতীয় উইকেটের জন্য লড়াই চালাচ্ছে। ৩১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯৬/২। 
- Oct 30, 2025 17:54 ISTIND W vs AUS W: ৩০ ওভারের খেলা শেষIND W vs AUS W: ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে। পেরি ৪৯ এবং মুনি ৯ রানে ব্যাট করছেন। 
- Oct 30, 2025 17:21 ISTIND W vs AUS W: সেঞ্চুরি হাঁকিয়েই আউট লিচফিল্ড, অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতনIND W vs AUS W: শতরান হাঁকিয়েই আউট হয়ে গেলেন লিচফিল্ড। এই ম্য়াচে তিনি ৯৩ বলে ১১৯ রান করেছেন। এই ইনিংসে তিনি ১৭ রান এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। ২৭.৪ ওভারে অস্ট্রেলিয়া জোড়া উইকেট হারিয়ে ১৮০ রান করেছে। আপাতত এলিস পেরি ৪৫ এবং বেথ মুনি ১ রানে ব্যাট করছেন। 
- Oct 30, 2025 17:03 ISTIND W vs AUS W: সেঞ্চুরি হাঁকালেন লিচফিল্ড, রানের পাহাড়ে অস্ট্রেলিয়াIND W vs AUS W: ৭৭ বলে নিজের শতরান পূরণ করলেন লিচফিল্ড। পেরি ৪১ রানে ব্যাট করছেন। দলের স্কোর ২৫ ওভার শেষে ১৫৯/১। 
- Oct 30, 2025 17:01 ISTIND W vs AUS W: ১০০ রানের চৌকাঠ টপকাল অস্ট্রেলিয়াIND W vs AUS W: ১৬.৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১১১ রান। লিচফিল্ড ৬২ এবং পেরি ৩২ রানে ব্যাট করছেন। ভারতীয় ক্রিকেট দল এখনও দ্বিতীয় উইকেটে খোঁজ জারি রেখেছে। 
- Oct 30, 2025 16:35 ISTIND W vs AUS W: এক কথাতেই বাজিমাত, টিম ইন্ডিয়াকে অনুপ্রাণিত করল ছোট্ট এই মেয়েটি!দেখুন ভিডিও:
- Oct 30, 2025 16:31 ISTIND W vs AUS W: মারাত্মক ভুল বোঝাবুঝি, আউট নন লিচফিল্ডIND W vs AUS W: লিচফিল্ডের বিরুদ্ধে ক্যাচ আউটের আবেদন করেছিলেন ভারতীয় ক্রিকেটররা। যদিও বলটা মাটি স্পর্শ করার পরই ফিল্ডারের হাতে যায়। প্রথমে আম্পায়ার আউট দিয়েই দিয়েছিলেন। পরে বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল থেকে স্পষ্ট হয় গোটা বিষয়টি। আপাতত লিচফিল্ড বহাল তবিয়তে ব্যাট করছেন। 
- Oct 30, 2025 16:22 ISTIND W vs AUS W: দুরন্ত হাফসেঞ্চুরি লিচফিল্ডেরIND W vs AUS W: লিচ কথাটির বাংলা অর্থ হল জোঁক। আর টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে লিচফিল্ড দুর্দান্ত ব্যাটিং করছেন। আপাতত ৪৬ বলে তিনি ৫৩ রান করে ফেলেছেন। ১৪.১ ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে। পেরি ২৫ বলে অপরাজিত ২৮ রান করেছেন। 
- Oct 30, 2025 16:09 ISTIND W vs AUS W: শেষ হল ১০ ওভারের খেলাIND W vs AUS W: শেষ হল ১০ ওভারের খেলা। দ্বিতীয় উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৭২ রান। পেরি ১৮ এবং লিচফিল্ড ৪১ রানে ব্যাট করছেন। 
- Oct 30, 2025 15:51 ISTIND W vs AUS W: শুরু হল খেলাIND W vs AUS W: ইতিমধ্যে বৃষ্টি থেমে গিয়েছে। আবারও শুরু হয়েছে খেলা। পড়ে নিন:বৃষ্টিতে যদি ভেস্তে যায় ভারত অস্ট্রেলিয়া ম্যাচ, কারা উঠবে ফাইনালে? 
- Oct 30, 2025 15:35 ISTIND W vs AUS W: অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতনIND W vs AUS W: টিম ইন্ডিয়াকে প্রথম সাফল্য এনে দিলেন ক্রান্তি গৌড়। অ্যালিসা হিলি মাত্র ৫ রান করে আউট হয়ে গেলেন। ক্রান্তি গৌড়ের বলে তিনি ক্লিন বোল্ড হয়ে যান। অস্ট্রেলিয়ার স্কোর ৫.১ ওভারে ২৫/১। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। দেখুন ভিডিও:
- Oct 30, 2025 15:33 ISTIND W vs AUS W: ৫ ওভারের খেলা শেষIND W vs AUS W: ৫ ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রথম উইকেট শিকারের জন্য লড়াই করছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৫ রান করে ফেলেছে। হিলি ৫ এবং লিচফিল্ড ১৭ রানে ব্যাট করছেন। 
- Oct 30, 2025 15:32 ISTIND W vs AUS W: অল্পের জন্য বাঁচলেন হিলিIND W vs AUS W: অ্যালিসা হিলির একটি সহজ ক্যাচ ফেলে দিলেন হরমনপ্রীত কৌর। এই ভুল টিম ইন্ডিয়াকে বেগ দিতে পারে। মাত্র ৩ রানে জীবনদান পেলেন হিলি। দেখুন ভিডিও:
- Oct 30, 2025 15:30 ISTIND W vs AUS W: শুরু হল অস্ট্রেলিয়ার ব্যাটিংIND W vs AUS W: শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার ব্যাটিং। অ্যালিসা হিলি এবং লিচফিল্ড ওপেন করতে নামলেন। 
- Oct 30, 2025 14:54 ISTIND W vs AUS W: শেফালি বর্মার থেকে বড় ইনিংসের আশাIND W vs AUS W: আজ শেফালি বর্মা কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকে সকলেরই নজর থাকবে। গত বছর অক্টোবর মাসে তিনি টিম ইন্ডিয়ার হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। আরও পড়ুন:
- Oct 30, 2025 14:52 ISTIND W vs AUS W: অস্ট্রেলিয়ার প্রথম একাদশIND W vs AUS W: অ্যালিসা হিলি, ফোয়েবে লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্য়াকগ্রা, সোফি মলিনাক্স, কিম গার্থ, অ্যালানা কিং, মেগান শ্যুট। 
- Oct 30, 2025 14:49 ISTIND W vs AUS W: ভারতের প্রথম একাদশে ৩ পরিবর্তনIND W vs AUS W: এই ম্য়াচে চোটের কারণে খেলতে পারছেন না প্রতীকা রাওয়াল। তাঁর জায়গায় খেলবেন শেফালি বর্মা। এছাড়া হারলিন দেওল এবং উমা ছেত্রীকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এসেছেন ক্রান্তি গৌড় এবং রিচা ঘোষ। 
- Oct 30, 2025 14:47 ISTIND W vs AUS W: টিম ইন্ডিয়ার প্রথম একাদশIND W vs AUS W: শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, আমনজ্যোৎ কৌর, জেমিমা রডরিগস, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী এবং রেণুকা ঠাকুর। 
- Oct 30, 2025 14:37 ISTIND W vs AUS W: টস আপডেটIND W vs AUS W: অস্ট্রেলিয়ার হয়ে টস করতে এলেন অধিনায়ক অ্যলিসা হিলি। টসে জিতল অস্ট্রেলিয়া। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আরও পড়ুন: সেমির লড়াইয়ে নামার আগেই 'দুঃসংবাদ' টিম ইন্ডিয়ায়, জানেন ব্যাপারটা কী? 
- Oct 30, 2025 12:31 ISTIND W vs AUS W: একনজরে ওয়েদার আপডেটIND W vs AUS W: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, নব্য মুম্বইয়ে আজ সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনের অধিকাংশ সময়ই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। তবে সেমিফাইনাল ম্য়াচের আনন্দ নষ্ট করে দিতে পারে বৃষ্টির চোখরাঙানি। মুম্বইয়ে আজ সকাল ১০টা থেকে বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি, উপকূল অঞ্চলে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে। সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। 
- Oct 30, 2025 12:18 ISTIND W vs AUS W: কোথায়-কখন দেখবেন এই ম্য়াচ?IND W vs AUS W: বেলা তিনটে থেকে শুরু হবে ম্য়াচ। আড়াইটে নাগাদ হবে টস। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। ভারতীয় মহিলা বনাম অস্ট্রেলিয়ান মহিলা সেমিফাইনালের লাইভ সম্প্রচার স্টার স্পোর্টসের চ্যানেলে করা হবে। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ভারতীয় মহিলা বনাম অস্ট্রেলিয়ান মহিলা সেমিফাইনাল ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে। 
- Oct 30, 2025 12:15 ISTIND W vs AUS W: সেমিফাইনালে মুখেমুখি ভারত-অস্ট্রেলিয়াIND W vs AUS W: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ শুরু হতে চলেছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। 
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us