/indian-express-bangla/media/media_files/2025/10/27/indian-women-cricket-team-8-2025-10-27-10-31-21.jpg)
স্মৃতি মান্ধানা এবং আমনজ্যোৎ কৌর
IND W vs BAN W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) গ্রুপ পর্ব শেষ হয়ে গিয়েছে। শেষ ম্য়াচে ভারত এবং বাংলাদেশ (India vs Bangladesh) খেলতে নেমেছিল। এই ম্য়াচটি নব্য মুম্বইয়ে আয়োজন করা হয়। খেলা চলাকালীন হয় ব্যাপক বৃষ্টিপাত। তার মধ্যেও কিছুটা সময় করে ম্য়াচের আয়োজন করা হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত এই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
IND W vs AUS W Semifinal, Weather Update: যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেমির লড়াই, কারা উঠবে ফাইনালে?
ভারত (Indian Women Cricket Team) বনাম বাংলাদেশ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করার পর দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে। আর সেইসঙ্গে গ্রুপ পর্বের যাবতীয় ম্যাচ শেষ হয়ে যায়। ইতিমধ্যে সামনে এসেছে ফাইনাল পয়েন্ট তালিকা। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে একমাত্র অস্ট্রেলিয়াই অপরাজিত থেকেছে। সেকারণে তারা এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে, ভারত রয়েছে চতুর্থ স্থানে। ৭ পয়েন্ট সংগ্রহ করে তারা গ্রুপ পর্বের সমাপ্তি ঘোষণা করেছে।
IND W vs BAN W Highlights Cricket Score: বৃষ্টিই 'ভিলেন', ভেস্তে গেল ভারত বাংলাদেশ ম্যাচ
ভেস্তে গেল ভারত বনাম বাংলাদেশ ম্য়াচ
২০২৫ মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই ম্য়াচে শুরু থেকেই ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। সেকারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে দুটো দলই ২৭ ওভার করে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করেছিল। জবাবে শুরুটাও বেশ ধামাকাদার করেছিল টিম ইন্ডিয়া। আমনজ্যোৎ কৌর এবং স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) মধ্যে ৫৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠে। স্মৃতি ৩৪ এবং আমনজ্যোৎ ১৫ রান করেছিলেন।
IND W vs AUS W: বিশ্বকাপ সেমির আগেই 'গুড নিউজ' টিম ইন্ডিয়ায়! ফাঁস চাঞ্চল্যকর খবর
টিম ইন্ডিয়ার জয়ের জন্য মাত্র ৬৩ রান বাকি ছিল। এমন সময় আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আর সেকারণে ম্যাচ শেষপর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুটো দলকেই এক-এক পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দল আগেই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা ভেস্তে গেলেও, তারা মোমেন্টাম ধরে রাখতে পেরেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us