/indian-express-bangla/media/media_files/2025/10/26/india-vs-bangladesh-live-thumb-2025-10-26-15-12-18.png)
মুখোমুখি লড়াই ভারত এবং বাংলাদেশের
India vs Bangladesh: ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women's ODI World Cup 2025) আপাতত শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছে। রবিবার (২৬ অক্টোবর) গ্রুপ পর্বের শেষ ম্য়াচে বাংলাদেশের (IND W vs BAN W) বিরুদ্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিমধ্যে সেমিফাইনাল পর্ব নিশ্চিত করে ফেলেছে।
IND W vs NZ W Highlights: বিশ্বকাপে কিউয়ি বধ, কোন অঙ্কে সেমিফাইনাল কনফার্ম হবে ভারতের?
অন্যদিকে, চলতি টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে বাংলাদেশ। ফলে, রবিবাসরীয় ম্য়াচটি যে নেহাতই সম্মানরক্ষার হতে চলেছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। তবে সেমিফাইনালে ওঠার আগে টিম ইন্ডিয়া যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চাইবে। বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে টিম ইন্ডিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগস, উমা ছেত্রী (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চরণী, আমনজ্যোৎ কৌর, রেণুকা সিং।
IND W vs ENG W Highlights News: হারের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার, কোন অঙ্কে উঠবে সেমিফাইনালে?
বাংলাদেশের প্রথম একাদশ:
সুমাইয়া আখতার, রুবিয়া হায়দার, শারমিন আখতার, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক / উইকেটকিপার), স্বর্ণা আখতার, রিতু মণি, রাবেয়া খান, নাহিদা আখতার, মারুফা আখতার, নিশিতা আখতার নিশি।
- Oct 26, 2025 22:51 IST
IND W vs BAN W Live Cricket Score: বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত বনাম বাংলাদেশ ম্য়াচ
IND W vs BAN W Live Cricket Score: ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান করে ফেলেছিল। এরপর আবারও নামে ঝমঝমিয়ে বৃষ্টি। অবশেষে এই ম্য়াচটি পরিত্যক্ত ঘোষণা করা হল। স্মৃতি মান্ধানা ২৭ বলে করেছেন ৩৪ রান। অন্যদিকে, আমনজ্যোৎ কৌর ২৫ বলে করেছেন ১৫ রান।
- Oct 26, 2025 22:13 IST
IND W vs BAN W Live Cricket Score: ফের নামল বৃষ্টি, আপাতত বন্ধ খেলা
IND W vs BAN W Live Cricket Score: বৃষ্টির কারণে আরও একবার বন্ধ হয়ে গেল খেলা। আবারও ঝমঝমিয়ে নামল বৃষ্টি। ক্রিকেটাররা মাঠের বাইরে বেরিয়ে গেলেন। টিম ইন্ডিয়ার জয়ের জন্য আর ৬৯ রান দরকার।
- Oct 26, 2025 22:11 IST
IND W vs BAN W Live Cricket Score: দাপুটে ওপেনিং পার্টনারশিপ ভারতের
IND W vs BAN W Live Cricket Score: ৭ ওভার শেষে ভারত ৫১ রান করে ফেলেছে। টিম ইন্ডিয়ার স্কোর ৫১/০। স্মৃতি মান্ধানা ৩০ এবং আমনজ্যোৎ কৌর ১৩ রানে ব্যাট করছেন।
- Oct 26, 2025 22:09 IST
IND W vs BAN W Live Cricket Score: পাঁচ ওভার শেষে ভারতের স্কোর ৩৮/০
IND W vs BAN W Live Cricket Score: ভারতীয় ক্রিকেট দল পাঁচ ওভার শেষে বিনা উইকেটে ৩৮ রান করেছে। ১৫ বলে ২৩ রান করেছেন স্মৃতি মান্ধানা। অন্যদিকে, আমনজ্যোৎ কৌর ১৫ বলে ৭ রান করেছেন।
- Oct 26, 2025 22:06 IST
IND W vs BAN W Live Cricket Score: শুরু হল ভারতীয় ইনিংস
IND W vs BAN W Live Cricket Score: টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামলেন স্মৃতি মান্ধানা এবং আমনজ্যোৎ কৌর। চোটের কারণে ব্যাট করতে পারলেন না প্রতীকা রাওয়াল।
भारत की सलामी जोड़ी स्मृति मंधाना और अमनजोत कौर बल्लेबाजी के लिए उतर चुकी हैं. प्रतिका रावल चोट की वजह से ओपनिंग करने नहीं उतरी हैं.
- Oct 26, 2025 21:17 IST
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশের নবম উইকেটের পতন, ফিরলেন রিতু মণি
IND W vs BAN W Live Cricket Score: ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন রিতু মণি। ২৭ ওভারে বাংলাদেশ ১১৯ রান করতে পেরেছে। দলের হয়ে শারমিন আখতার সর্বাধিক ৫৩ বলে ৩৬ রান করেছেন।
- Oct 26, 2025 21:12 IST
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশের অষ্টম ধাক্কা
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশের অষ্টম উইকেট শিকার করলেন রাধা যাদব। রাবিয়া খান ৩ রান করে আউট হয়ে গেলেন।
- Oct 26, 2025 21:11 IST
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশের সপ্তম উইকেটের পতন, শ্রী এনে দিলেন সাফল্য
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশ ক্রিকেট দলের সপ্তম উইকেটের পতন হল। শ্রী চরণী শিকার করলেন শারমিন আখতারের উইকেট। ২৪.৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০৪/৭।
- Oct 26, 2025 20:53 IST
IND W vs BAN W Live Cricket Score: পায়ে ভয়ঙ্কর চোট লাগল প্রতীকার
IND W vs BAN W Live Cricket Score: বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালি মচকে গেল প্রতীকা রাওয়ালের। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৮৭ রান।
Pratika Rawal is down on the ground!
— CREX (@Crex_live) October 26, 2025
Her right ankle seems to have jammed into the turf and twisted! #CWC25#INDvsBAN#WorldCuppic.twitter.com/S6jK90GnBZ - Oct 26, 2025 20:35 IST
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় উইকেটের পতন হল। ফিরে গেলেন নিগার সুলতানা। অধিনায়ক নিগার সুলতানা রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তিনি ২৪ বলে মাত্র ৯ রান করেছেন। বাংলাদেশ ক্রিকেট দল ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে।
- Oct 26, 2025 20:10 IST
IND W vs BAN W Live Cricket Score: থেমেছে বৃষ্টি, ফের শুরু হল খেলা
IND W vs BAN W Live Cricket Score: ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারত বনাম বাংলাদেশ ম্য়াচ আপাতত স্থগিত রয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে ফের কখন খেলা শুরু করা সম্ভব হবে, তা নিয়ে কেউই নিশ্চিতভাবে বলতে পারছিলেন না। এমনিতেই ২ ঘণ্টা পর এই ম্য়াচ শুরু হয়। তারপর কিছুক্ষণ খেলা হতে না হতেই ফের নামে বৃষ্টি। এরপর ফের ২ ঘণ্টা খেলা বন্ধ থাকে। তবে আবারও ম্য়াচ শুরু হল। দুটো দল ২৭ ওভার করে খেলবে। ১২.৪ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে।
- Oct 26, 2025 18:57 IST
IND W vs BAN W Live Cricket Score: আরও বেগ বাড়ল বৃষ্টির
IND W vs BAN W Live Cricket Score: গোটা মাঠ এবার কভারে ঢেকে ফেলা হয়েছে। আগের থেকে বৃষ্টির বেগও অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ ম্য়াচ যে রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে, তা বলা যেতেই পারে।
- Oct 26, 2025 17:54 IST
IND W vs BAN W Live Cricket Score: ফের নামল বৃষ্টি, বন্ধ খেলা
IND W vs BAN W Live Cricket Score: আবারও ঝমঝমিয়ে নামল বৃষ্টি। কভারে ঢেকে দেওয়া হল উইকেট। বৃষ্টির গতি যথেষ্ট বেশি। কখন খেলা শুরু হয়, সেটাই আপাতত দেখার।
- Oct 26, 2025 17:44 IST
IND W vs BAN W Live Cricket Score: সাফল্য এনে দিলেন দীপ্তি
IND W vs BAN W Live Cricket Score: ভারতীয় মহিলা ক্রিকেট দলকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন দীপ্তি শর্মা। ১৩ রানে আউট হয়ে গেলেন রুবিয়া হায়দার। ৯.৩ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে।
- Oct 26, 2025 17:41 IST
IND W vs BAN W Live Cricket Score: শেষ হল ৫ ওভারের খেলা
IND W vs BAN W Live Cricket Score: ৫ ওভারের খেলা শেষ হল। বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ১২ রান করেছে। রুবিয়া আখতার ৩ এবং শারমিন আখতার ৫ রানে ব্যাট করছেন।
- Oct 26, 2025 17:15 IST
IND W vs BAN W Live Cricket Score: শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ
IND W vs BAN W Live Cricket Score: প্রথম ওভারেই উইকেট হারাল বাংলাদেশ ক্রিকেট দল। সৌম্যা আখতারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন রেণুকা সিং ঠাকুর। তিনি ৬ বলে ২ রান করেছেন। স্কোর - ২/১
- Oct 26, 2025 17:14 IST
IND W vs BAN W Live Cricket Score: ২ ঘণ্টা দেরিতে শুরু হল খেলা, ব্যাটিং শুরু বাংলাদেশের
IND W vs BAN W Live Cricket Score: একদম কাঁটায়-কাঁটায় ২ ঘণ্টা দেরিতে শুরু হল খেলা। বাংলাদেশের ওপেনিং জুটি ব্যাট করতে নেমেছে। প্রথম ওভারে বল করার জন্য প্রস্তুত রেণুকা সিং ঠাকুর।
- Oct 26, 2025 16:40 IST
IND W vs BAN W Live Cricket Score:: ভারত-বাংলাদেশ ম্য়াচ নিয়ে বড় আপডেট
IND W vs BAN W Live Cricket Score: ভারত বনাম বাংলাদেশ মহিলাদের ক্রিকেট ম্য়াচ নিয়ে একটা বড়সড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যে বৃষ্টি থেমে গিয়েছে। কভার সরে গিয়েছে উইকেটের উপর থেকে। দুটো দলই ৪৩ ওভার করে এই ম্য়াচ খেলবে। ঠিক বিকেল ৫টায় শুরু হবে এই ম্যাচ।
- Oct 26, 2025 16:11 IST
IND W vs BAN W Live Cricket Score: চরম দুঃসংবাদ, কমতে পারে ওভার
IND W vs BAN W Live Cricket Score: বিকেল ৪টে বেজে ৫ মিনিট। এখনও থামেনি বৃষ্টি। এবার ম্য়াচ শুরু হলে দুটো দলেরই ওভার কাটা যাবে। ক্রিকেট সমর্থকদের কাছে এটা বড় দুঃসংবাদ। পুরো ম্য়াচ তারা উপভোগ করতে পারবে না। এই পরিস্থিতিতে কতক্ষণে বৃষ্টি থামে এবং খেলা শুরু হয়, সেটাই আপাতত দেখার।
- Oct 26, 2025 15:46 IST
IND W vs BAN W Live Cricket Score: আপাতত ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি
IND W vs BAN W Live Cricket Score: আপাতত ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অঝোরে বৃষ্টি পড়ছে। এই পরিস্থিতিতে ম্যাচ কতক্ষণে শুরু হবে, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
- Oct 26, 2025 15:43 IST
IND W vs BAN W Live Cricket Score: খেলছেন না বাংলার রিচা ঘোষ
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেলেন না রিচা ঘোষ। তাঁর জায়গায় খেলতে নামছেন উমা ছেত্রী। টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করছেন উমা।
- Oct 26, 2025 15:41 IST
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশের প্রথম একাদশ:
IND W vs BAN W Live Cricket Score: সুমাইয়া আখতার, রুবিয়া হায়দার, শারমিন আখতার, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক / উইকেটকিপার), স্বর্ণা আখতার, রিতু মণি, রাবেয়া খান, নাহিদা আখতার, মারুফা আখতার, নিশিতা আখতার নিশি।
- Oct 26, 2025 15:41 IST
IND W vs BAN W Live Cricket Score: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
IND W vs BAN W Live Cricket Score: প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগস, উমা ছেত্রী (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চরণী, আমনজ্যোৎ কৌর, রেণুকা সিং।
- Oct 26, 2025 15:25 IST
IND W vs BAN W Live Cricket Score: টস আপডেট
IND W vs BAN W Live Cricket Score: বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেমিফাইনালে খেলতে নামার আগে তিনি যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চান।
- Oct 26, 2025 15:23 IST
IND W vs BAN W Live Cricket Score: সেমিফাইনাল নিশ্চিত ভারতের
IND W vs BAN W Live Cricket Score: চলতি বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে টিম ইন্ডিয়া ইতিমধ্যে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্রথম সেমিফাইনাল ম্য়াচ খেলতে হবে।
- Oct 26, 2025 15:21 IST
IND W vs BAN W Live Cricket Score: ভারত বনাম বাংলাদেশ
IND W vs BAN W Live Cricket Score: ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ আপাতত শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছে। রবিবার (২৬ অক্টোবর) গ্রুপ পর্বের শেষ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us