/indian-express-bangla/media/media_files/2025/10/23/indian-women-cricket-team-7-2025-10-23-23-50-04.jpg)
জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের উল্লাস
IND W vs AUS W: ২০২৫ মহিলা বিশ্বকাপ আপাতত বিদায়লগ্নে এসে দাঁড়িয়েছে। শুরু হতে চলেছে এই টুর্নামেন্টের নক-আউট পর্ব। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia)। আগামী ৩০ অক্টোবর এই ম্যাচের আয়োজন করা হয়েছে। তবে মহারণের আগে একটা ভাল খবর পেল টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক তথা ম্য়াচ উইনার অ্যালিসা হিলির (Alyssa Healy) ফিটনেস সংক্রান্ত একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে।
ইতিপূর্বে চোট পেয়েছিলেন হিলি। সেকারণে গত ২ ম্য়াচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামার আগে অ্যালিসা হিলির ফিটনেস নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেকারণে সেমিফাইনাল ম্য়াচে তাঁর খেলা কার্যত অনিশ্চিত ধরে নেওয়া যেতেই পারে।
IND W vs NZ W Highlights: বিশ্বকাপে কিউয়ি বধ, কোন অঙ্কে সেমিফাইনাল কনফার্ম হবে ভারতের?
অজ়ি অধিনায়কের ফিটনেস সংক্রান্ত বড় আপডেট
চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ খেলার পর অনুশীলন করছিলেন অ্যালিসা হিলি। সেইসময়ই চোট পেয়েছেন তিনি। আর সেকারণে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। এবার ভারতের বিরুদ্ধে আগামী ৩০ অক্টোবর সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ইতিপূর্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচ শেলি নিৎশকে একটি বড়সড় আপডেট দিলেন হিলির চোট নিয়ে।
তিনি বললেন, 'এখনও পর্যন্ত ও সম্পূর্ণ ফিট হতে পারেনি। দলের চিকিৎসকেরা ওকে পর্যবেক্ষণে রেখেছেন। সেমিফাইনাল ম্য়াচ নিয়ে আমাদের যথেষ্ট প্রত্যাশা রয়েছে। কিন্তু, হাতে খুব বেশিদিন বাকি নেই। হিলি নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ম্যাচ শুরু হওয়ার আগে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।'
IND W vs ENG W Highlights News: হারের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার, কোন অঙ্কে উঠবে সেমিফাইনালে?
লিগ পর্বে ভারতকে একাই হারিয়ে দিয়েছিলেন হিলি
গত ১২ অক্টোবর চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৩৩০ রান করে। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৩৩১ রান দরকার ছিল। এটা নিঃসন্দেহে একটা বিশাল টার্গেট।
IND W vs PAK W: মহিলাদের বিশ্বকাপে কোথায় দাঁড়িয়ে পাকিস্তান? কাছাকাছি নেই ভারত
অধিনায়ক অ্যালিসা হিলি ১০৭ বলে ১৪৭ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেন। তাঁর এই ইনিংস ২১ চার এবং ৩ ছক্কায় সাজানো ছিল। আর অ্যালিসার এই শতরানে ভর করে অস্ট্রেলিয়া ১ ওভার বাকি থাকতে ভারতের রান তাড়া করে ফেলে। সঙ্গে হেরে যায় টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে যদি সেমিফাইনাল ম্য়াচে অ্যালিসা না খেলেন, সেটা ভারতের পক্ষেই ভাল হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us