IND W vs NZ W Live Updates: স্মৃতি-প্রতীকার জোড়া শতরানে নয়া ইতিহাস, ৩৭ বছর পর বিশ্বরেকর্ডের পুনরাবৃত্তি!

Smriti Mandhana Century: এই ম্য়াচে স্মৃতি মান্ধানা মাত্র ৯৫ বলে ১০৯ রান করেন। এই ইনিংসে তিনি ১০ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটা স্মৃতির ১৭ নম্বর শতরান।

Smriti Mandhana Century: এই ম্য়াচে স্মৃতি মান্ধানা মাত্র ৯৫ বলে ১০৯ রান করেন। এই ইনিংসে তিনি ১০ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটা স্মৃতির ১৭ নম্বর শতরান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Smriti Mandhana and Pratika Rawal

স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল

IND W vs NZ W: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) ভারতীয় দল আগুন পারফরম্য়ান্স করছে। গত তিনটে ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) হাড্ডাহাড্ডি লড়াই করলেও, শেষপর্যন্ত হারতে হয়েছে। তবে এবার একেবারে লাগাম ধরে নিয়েছে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। ভারতের দুই ওপেনার এমন কৃতিত্ব অর্জন করলেন, যা ইতিপূর্বে মহিলা ক্রিকেট বিশ্বকাপে মাত্র ২ বারই হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আরও একবার সেই রেকর্ডেরই পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। শুধুমাত্র তাই না, ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং প্রতীকা রাওয়াল (Pratika Rawal) এই কৃতিত্ব অর্জন করলেন। 

Advertisment

IND W vs ENG W Highlights News: হারের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার, কোন অঙ্কে উঠবে সেমিফাইনালে?

শতরান হাঁকালেন স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চলতি বিশ্বকাপে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ ম্য়াচ খেলতে নেমেছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল। দুই ব্যাটারই শুরুটা বেশ ধীরগতিতে করেছিলেন। কিন্তু, পিচ এবং কন্ডিশন একবার সমঝে নেওয়ার পর তাঁরা রানের বন্যা বইয়ে দেন। স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল নিজেদের যোগ্যতার প্রতি সুবিচার করেন এবং একটা সময় নিউজিল্যান্ড প্রথম উইকেটের জন্য কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করছিল। প্রথমে স্মৃতি মান্ধানা নিজের শতরান পূরণ করেন। তারপর সেঞ্চুরি হাঁকান প্রতীকা রাওয়াল। এই নিয়ে তৃতীয়বার মহিলা ক্রিকেট বিশ্বকাপে কোনও দলের দুই ওপেনারই শতরান হাঁকালেন।

Advertisment

IND W vs PAK W: মহিলাদের বিশ্বকাপে কোথায় দাঁড়িয়ে পাকিস্তান? কাছাকাছি নেই ভারত

১৯৭৩ এবং ১৯৮৮ সালে দেখা গিয়েছিল এমন বিরল নজির

মহিলা ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে ১৯৭৩ সালে প্রথমবার ইংল্যান্ডের দুই ওপেনার লিন থমান এবং অ্যানিড ওয়েকবেল জোড়া শতরান হাঁকিয়েছিলেন। এরপর ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলার এবং রুখ ওকস্টিন ওপেনিং ব্যাটার হিসেবে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন। এরপর আরও একবার সেই নজির কায়েম হল, যেখানে দুই ওপেনিং ব্যাটারই শতরান হাঁকাতে সফল হলেন। অর্থাৎ ৩৭ বছর পর স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়ালের হাত ধরে বিশ্ব রেকর্ডের পুনরাবৃত্তি হল।

IND W vs AUS W Highlights: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে হার, ভারতের সামনে কঠিন সেমিফাইনালের রাস্তা

স্মৃতির ১৭ নম্বর আন্তর্জাতিক শতরান

এই ম্য়াচে স্মৃতি মান্ধানা মাত্র ৯৫ বলে ১০৯ রান করেন। এই ইনিংসে তিনি ১০ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটা স্মৃতির ১৭ নম্বর শতরান। এই তালিকায় টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হরমনপ্রীত কৌর। তিনি ৮ শতরান হাঁকিয়েছেন। একই সংখ্যক সেঞ্চুরি রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের ঝুলিতেও। ফলে একটা ব্যাপার বেশ স্পষ্ট, টিম ইন্ডিয়ার বাকি ব্যাটারদের থেকে স্মৃতি ঠিক কতখানি এগিয়ে রয়েছেন। এবার প্রতীকা রাওয়ালের কথায় আসা যাক। এই ম্য়াচে তিনি ১৩৪ বলে ১২২ রানের ইনিংস খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৩ চার এবং ২ ছক্কা বেরিয়ে এসেছে। টিম ইন্ডিয়া আপাতত ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২৯ রান করেছে। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

Pratika Rawal Smriti Mandhana Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team IND W vs NZ W