IND W vs ENG W Highlights News: হারের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার, কোন অঙ্কে উঠবে সেমিফাইনালে?

IND W vs ENG W 2025: একটা সময় মনে হয়েছিল, ভারত বোধহয় সহজেই জিতে যাবে। কিন্তু, স্মৃতি মান্ধানার উইকেট পড়তেই গোটা ম্য়াচের রং বদলে যায়। অবশেষে হেরে যায় টিম ইন্ডিয়া।

IND W vs ENG W 2025: একটা সময় মনে হয়েছিল, ভারত বোধহয় সহজেই জিতে যাবে। কিন্তু, স্মৃতি মান্ধানার উইকেট পড়তেই গোটা ম্য়াচের রং বদলে যায়। অবশেষে হেরে যায় টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Smriti Mandhana (2)

ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেন স্মৃতি মান্ধানা

IND W vs ENG W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women's ODI World Cup 2025) থেকে ভারতীয় ক্রিকেট দল (Indian Women Cricket Team) কার্যত বিদায় নিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৪ রানে হেরে গিয়েছে। ভারত এবং নিউজিল্যান্ড দুটো দলই আপাতত ৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আর দুটো দলের হাতেই আপাতত দুটো করে ম্য়াচ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার জন্য পরবর্তী ম্যাচগুলো যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Advertisment

IND W vs PAK W: মহিলাদের বিশ্বকাপে কোথায় দাঁড়িয়ে পাকিস্তান? কাছাকাছি নেই ভারত

টিম-টিম করছে সেমিফাইফাইনালের আশা

চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ যে রবিবার খেলা হয়ে গেল, তা নিঃসন্দেহে বলা যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর ভারতের সামনে সেমিফাইনালে ওঠার রাস্তা নিঃসন্দেহে বেশ কঠিন হয়ে গেল। যদি হরমনপ্রীত অ্যান্ড কোম্পানিকে শেষ ৪-য়ে ওঠার আশা জিইয়ে রাখতে হয়, তাহলে আগামী ম্য়াচটা যে কোনও মূল্যে জিততে হবে।

Advertisment

IND W vs AUS W Highlights: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে হার, ভারতের সামনে কঠিন সেমিফাইনালের রাস্তা

এই ম্যাচে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) যখন ব্যাট করছিলেন, তখন একটা সময় মনে হয়েছিল যে টিম ইন্ডিয়া হয়ত অনায়াসে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে। কিন্তু, এই ম্য়াচে ব্রিটিশ ব্যাটার হিদার নাইট সেঞ্চুরির যে শৃঙ্গ স্পর্শ করেছেন, সেটা এই দুজনের মধ্যে কেউই অর্জন করতে পারেননি। আর এটাই গোটা ম্য়াচের পার্থক্য গড়ে দিল।

IND W vs AUS W Live Updates: স্মৃতি-প্রতীকার ব্যাটে 'বধ' ক্যাঙারু, জয়ের অপেক্ষায় টিম ইন্ডিয়া

পাশাপাশি বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন লিনসে স্মিথ। একেবারে তাঁর শেষ বল পর্যন্ত ওভার প্রতি ৪ রানেরও কম খরচ করেছেন। অন্যদিকে, সোফি একলেস্টন কিছুটা রান দিলেও গুরুত্বপূর্ণ একটি উইকেট শিকার করেন তিনি। দীপ্তি শর্মা যখন এই ম্য়াচের লাগাম পুরোপুরি নিজের হাতে তুলে নিতে চাইছিলেন, ঠিক সেইসময় ডিপ মিড উইকেটে ডাঙ্কলির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।

IND W vs AUS W News: স্মৃতি মান্ধানাকে নিয়ে 'বাম্পার' খবর, শুনলে গর্বিত হবেন আপনিও!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচে ভারতকে হারানোর পাশাপাশি ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল সেমিফাইনালে নিজেদের নাম লিখিয়ে ফেলল। এবার অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে চতুর্থ দল হিসেবে কারা নাম লেখাবে, সেটাই আপাতত দেখার। ভারত আগামী ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিঃসন্দেহে বলা যায়। 

Harmanpreet Kaur Smriti Mandhana Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team IND W vs ENG W