India Beats Pakistan: বিশ্বকাপে সিংহগর্জন টিম ইন্ডিয়ার, হেরে ল্যাজ গোটাল পাকিস্তান

India vs Pakistan Women: ওয়ানডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে আরও একবার পরাস্ত হল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এই নিয়ে দুই দলের মধ্যে মোট ১২ বার লড়াই হয়েছে। আর প্রতিবারই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া।

India vs Pakistan Women: ওয়ানডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে আরও একবার পরাস্ত হল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এই নিয়ে দুই দলের মধ্যে মোট ১২ বার লড়াই হয়েছে। আর প্রতিবারই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (22)

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার

India vs Pakistan: রবিবার মানেই কি ক্রিকেট ময়দানে পাকিস্তানের পরাজয়? গত একমাস ধরে অন্তত এই ছবিটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে খুব পরিচিত হয়ে উঠেছে। ২০২৫ এশিয়া কাপে ভারতের পুরুষ ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে পরপর তিনটে রবিবার জয়ের হ্যাটট্রিক করেছে। এবার পালা ছিল দেশের মহিলা ক্রিকেটারদের (Indian Women Cricket Team)। আর সেই জয়ের ধারাবাহিকতা তারা অক্লেশে বজায় রাখল। ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে রবিবার অর্থাৎ ৫ অক্টোবর ভারত এবং পাকিস্তান (IND W vs PAK W) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৮৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

Advertisment

IND W vs PAK W: স্থগিত হয়ে গেল ভারত-পাকিস্তান ম্য়াচ, পিছনে এই বিশেষ কারণ

জয়ের ধারা অব্যাহত ভারতের

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল যে টিম ইন্ডিয়ার কাছে নেহাতই 'নস্যি' সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ইতিপূর্বে একদিনের ক্রিকেটে এই দুটো দল মোট ১১ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর প্রত্যেকবারই টিম ইন্ডিয়া জয়লাভ করেছিল। তবে এবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানা ঘোষণা করেছিলেন, টিম ইন্ডিয়াকে যদি ২৫০ রানের মধ্যে তাঁরা আটকে রাখতে পারেন, তাহলে একটা যোগ্য লড়াই দিতে পারবেন। কিন্তু, লড়াই শব্দটা যে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অভিধানে নেই সেকথা বোধহয় তিনি আবেগের বশে ভুলে গিয়েছিলেন। অন্তত টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এমন মন্তব্য করা একেবারেই সাজে না।

Advertisment

IND W vs PAK W Live Updates: স্মৃতি মান্ধানাকে নিয়ে চরম দুঃসংবাদ, ফের হতাশ করলেন টিম ইন্ডিয়াকে

২৪৭ রানে অলআউট টিম ইন্ডিয়া

যাইহোক টস জিতে পাকিস্তান ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৭ রান করে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তখনই এই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল। কারণ, পাকিস্তান আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেনি। সেখানে ২৪৭ রান তাড়া করে জয়লাভ তো নেহাতই আকাশকুসুম স্বপ্ন! টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪৬ রান করেন হারলিন দেওল। অন্যদিকে, পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেছেন ডায়না বেইগ।

IND W vs PAK W: অনুশীলন করছিলেন স্মৃতি-হরমনপ্রীতরা, মাঝপথেই ঘটল ভয়ঙ্কর কাণ্ড!

ল্যাজে-গোবরে অবস্থা পাকিস্তানি ব্য়াটারদের

এরপর ব্যাট করতে নেমে একেবারেই সুবিধে করতে পারল না পাকিস্তান। দাপুটে পারফরম্য়ান্স করলেন ভারতীয় বোলাররা। একে তো মাথার উপর অমন পাহাড়প্রমাণ রানের চাপ, তার উপর শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। আর এটাই তাদের ব্যাকফুটে ঠেলে দেয়। প্রথমে মুনিবার রান আউট, শামাসকে কট অ্যান্ড বোল্ড করলেন ক্রান্তি গৌড়। এরপর ক্রান্তি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বুঝিয়ে শুনিয়ে দ্বিতীয় স্লিপ আনালেন। আর সেইসঙ্গে রিয়াজ সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তবে ক্রান্তিকে যোগ্য সঙ্গত দিলেন রেণুকা সিং ঠাকুর। টানা ১৫ ওভার এই দুজনই ভারতের হয়ে বল করে গেলেন। 

IND W vs PAK W: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে চাঞ্চল্যকর আপডেট, শুনলে অবাক হবেন আপনিও!

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল একের পর এক রিভিউ নষ্ট করতে থাকে। স্ট্রাইক রোটেট করতেও ভয় পাচ্ছিল। সেকারণে রানের গতি অনেকটাই কমে যায়। একটা দিক ধরে রেখেছিলেন সিদরা আমিন। কিছুটা হলেও লড়াই করলেন পারভেজ। অবশেষে ক্রান্তি ফিরে আসেন এবং ৬৯ রানের এই পার্টনারশিপটা ভেঙে দেন। বড় শট হাঁকাতে গিয়েছিলেন ফতিমা সানা। কিন্তু, ব্য়াটে-বলে তিনি কানেক্ট করতে পারেননি। সবমিলিয়ে পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে একেবারে ল্যাজে-গোবরে হয়ে গিয়েছিল, তা বলা যেতেই পারে।

India vs Pakistan IND W vs PAK W Indian Women Cricket Team