/indian-express-bangla/media/media_files/2025/10/31/ind-w-vs-sa-w-2025-10-31-10-41-11.jpg)
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা
IND W vs SA W: জেমিমা রডরিগসের দুর্দান্ত এবং ধামাকাদার শতরানের দৌলতে ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাস্ত করেছে। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) ফাইনালেও আসন পাকা করে ফেলেছে। ফাইনাল ম্য়াচটি আগামী রবিবার অর্থাৎ ২ নভেম্বর নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হবে। আশঙ্কার কথা, ফাইনাল ম্য়াচেও কিন্তু বৃষ্টির (Weather Update) ভরপুর চোখরাঙানি রয়েছে। এই পরিস্থিতিতে চলতি বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, সেক্ষেত্রে কোন দলের হাতে উঠবে ট্রফি? ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা দুশ্চিন্তা করতে শুরু করেছেন।
ফাইনাল ম্য়াচে কেমন থাকবে নব্য মুম্বইয়ের ওয়েদার?
আগামী ২ নভেম্বর নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। ফাইনাল ম্য়াচে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
IND W vs AUS W Catch Controversy: আউট না নট-আউট? সেমিফাইনালে চরম বিতর্ক! কাঠগড়ায় আম্পায়ার
AccuWeather থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রবিবার নব্য মুম্বইয়ের আবহাওয়ায় যথেষ্ট আর্দ্রতা থাকবে। দুপুরের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২ নভেম্বর তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এদিন ৬৩ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে ১৩ শতাংশ। এই খবরই আপাতত টিম ইন্ডিয়ার টেনশন বাড়াতে শুরু করেছে।
IND W vs AUS W News Update: বাঁধ মানল না চোখের জল, ভারত জিততেই কেঁদে ভাসালেন হরমনপ্রীত!
খেলা বাতিল হলে কোন দলের হাতে উঠবে ট্রফি?
বৃষ্টির কারণে আগামী ২ নভেম্বর যদি খেলা আয়োজন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আইসিসি একটা দিন 'রিজ়ার্ভ ডে' রেখেছে। আগামী ৩ নভেম্বর আবারও ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। যদি ২ দিনই বৃষ্টির কারণে খেলা সম্ভব না হয়, তাহলে দক্ষিণ আফ্রিকাকে এই টুর্নামেন্টের বিজয়ী ঘোষণা করা হবে। গ্ররুপ পর্বের পয়েন্ট টেবিলে ভারতের থেকে উপরে ছিল দক্ষিণ আফ্রিকা। ম্য়াচ বাতিল হয়ে গেলে, সেই অ্যাডভান্টেজই তারা পাবে।
IND W vs AUS W Semifinal: ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া, 'দেশের গর্ব' বলে কুর্নিশ শচীন-সৌরভদের
পাশাপাশি লিগ পর্বে প্রোটিয়া ব্রিগেডের কাছে হারতেও হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। সেকারণেও তাদের এই টুর্নামেন্ট জয়ী বলে ঘোষণা করা হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা ঈশ্বরের কাছে আপাতত একটাই প্রার্থণা করছেন, যেন বৃষ্টি না হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us