/indian-express-bangla/media/media_files/2025/11/02/world-cup-final-pitch-report-2025-11-02-01-16-06.jpg)
ফাইনালে কেমন হবে উইকেটের চরিত্র, জেনে নিন এখনই
Women’s ODI World Cup 2025: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্য়াচে খেলতে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (IND W vs SA W)। রবিবার (২ নভেম্বর) নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) ৮ বছর পর বিশ্বকাপ ফাইনাল ম্য়াচের যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই প্রথমবার ফাইনালে উঠেছে। এই পরিস্থিতিতে ফাইনাল ম্য়াচে দুটো দলের উপরেই যথেষ্ট চাপ থাকবে। তবে ফাইনাল ম্য়াচ শুরু হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে উইকেটের চরিত্র কেমন হবে।
ফাইনাল ম্য়াচে কেমন থাকবে উইকেটের চরিত্র?
নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উইকেট নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে ব্যাটার এবং বোলার দুজনেই যথেষ্ট সুবিধা পাবে। সেমিফাইনাল ম্য়াচে দুটো দল মিলিয়ে এই উইকেটে ৬০০-র বেশি রান উঠেছিল। এই উইকেটে ব্যাট করা এবং রানের বন্যা ছোটানো অনেকটাই সহজ। কিন্তু, সন্ধ্য়ার পর মাঠে শিশির পড়ে। এই পরিস্থিতিতে যে দলের অধিনায়ক টস জিতবেন, তাঁরা প্রথমে বল করতেই পছন্দ করবেন। মিডল ওভারে পুরনো বল নিয়ে স্পিনাররাও যথেষ্ট সাফল্য অর্জন করতে পারেন। এই মাঠে শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা অনেকটাই সহজ হয়ে যায়।
IND W vs SA W Final: ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার!
সেমিফাইনালে দুটো দলই করেছিল দুর্দান্ত পারফরম্য়ান্স
২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। প্রথম সেমিফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডকে ১২৫ রানে পরাস্ত করে। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দল সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৮ রানের বিশাল স্কোর তাড়া করে এবং শেষপর্যন্ত ৫ উইকেটে জয়লাভ করেছে। এবার ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করে সেটাই দেখার।
IND W vs SA W Final, Ticket Price: এক প্লেট বিরিয়ানির থেকেও কম! বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম জানেন?
ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), রাধা যাদব, আমনজ্যোৎ কৌর, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, রেণুকা ঠাকুর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us