/indian-express-bangla/media/media_files/2025/11/01/india-south-africa-final-2025-11-01-18-47-26.jpg)
Women's World Cup Final 2025: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।
India vs South Africa Final 2025: মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাবে এক সম্পূর্ণ নতুন চ্যাম্পিয়নকে। রবিবার রাতে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের বিজয়ী দলই ইতিহাসে নাম লেখাবে নতুন ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে।
ক্রিকেটে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রাধান্য
দীর্ঘদিন ধরে মহিলা ক্রিকেটে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছিল আধিপত্য বিস্তারকারী শক্তি। কিন্তু এবারের আসরে সেই ইতিহাস পালটে দিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই কঠিন পরিস্থিতি পেরিয়ে ফাইনালে উঠেছে — ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে, আর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে উড়িয়ে।
আরও পড়ুন- বোর্ডের পরীক্ষা না দিয়ে খেলতে গিয়েছিলেন ম্যাচ, জানুন শিলিগুড়ির মেয়ের সাফল্যের গল্প
ভারত এখন পর্যন্ত নবি মুম্বইয়ে অপরাজিত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মত এখানে নামছে, কিন্তু তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। লরা উলভার্ড্ট, মারিজান ক্যাপ, নাদিন দে ক্লার্কের মতো পারফর্মাররা পুরো টুর্নামেন্টে আগুন ঝরিয়েছেন। ভারতের দলে রয়েছেন স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ ও দীপ্তি শর্মা। তাঁরা সেমিফাইনালে দারুণ পারফর্ম করেছেন। বিশেষ করে রিচা ঘোষের ব্যাটিং আর রেণুকা সিংয়ের বোলিং আত্মবিশ্বাসে ভরপুর ভারতকে ফাইনালে তুলেছে।
আরও পড়ুন- 'যিশুই বদলে দিয়েছেন জীবন', জীবনের ম্যাচে ইতিহাস গড়ে ধন্যবাদ দিলেন জেমিমা
শেফালি ভার্মা ফিরে পেয়েছেন পুরনো ওপেনিং পজিশন, আর তিনি জানেন, ফাইনালই হতে পারে নিজের যোগ্যতা প্রমাণের সেরা সুযোগ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নাদিন দে ক্লার্ক পুরো টুর্নামেন্টে এক্স-ফ্যাক্টর। তাঁর ব্যাটে এসেছে সবচেয়ে দ্রুততম রান, আর বোলিংয়েও তিনি অসাধারণ। নভেম্বরের মুম্বইয়ে অস্বাভাবিক বৃষ্টি হলেও রবিবার বিকেলে খেলার সম্ভাবনা প্রবল। পিচ ব্যাটসম্যানদের অনুকূলে থাকবে, সঙ্গে ডিউ ফ্যাক্টরও বড় ভূমিকা নিতে পারে। প্রয়োজনে সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে।
আরও পড়ুন- টেনিস ছাড়লেন ভারতের 'গ্র্যান্ড স্ল্যাম কিং' রোহন বোপন্না, ২০ বছরের দুর্দান্ত কেরিয়ারের অবসান
২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে ভারত হেরেছিল— তাই এবার দেশের ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, এই অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, যাদের মহিলা দল কখনও বিশ্বকাপ জেতেনি, তারাও এক নতুন অধ্যায় লেখার পথে।
আরও পড়ুন- ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার!
যে দলই জিতুক, রবিবার রাতে নারী ক্রিকেটের ইতিহাসে জন্ম নেবে এক নতুন অধ্যায়। সেখানে থাকবেন নতুন চ্যাম্পিয়ন, নতুন নায়ক-নায়িকা, আর নতুন অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা অসংখ্য তরুণীর জন্য, তাঁদের উদ্বুদ্ধ করার জন্য যথেষ্ট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us