/indian-express-bangla/media/media_files/2025/11/01/india-south-africa-final-2025-11-01-13-05-45.jpg)
IND W vs SA W Final, Ticket Price: কীভাবে কোথা থেকে সংগ্রহ করবেন ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের টিকিট?
IND W vs SA W Final, Ticket Price: মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষা শেষ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা দল মুখোমুখি হতে চলেছে রবিবার ২ নভেম্বর। নবি মুম্বইয়ের ড. ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচ। এই ম্যাচ শুধু ফাইনাল না। এটা ইতিহাস গড়ার লড়াই। কারণ দুই দলই এবার প্রথমবারের মত আইসিসি মহিলা একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC Women’s ODI World Cup) ট্রফি জেতার সুযোগ পাচ্ছে।
ম্য়াচ কোথায় হবে, কখন হবে?
ম্যাচের সময়- রবিবার, ২ নভেম্বর ২০২৫, বিকেল ৩টে (IST)। নবি মুম্বইয়ের ড. ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ম্যাচ হবে। ম্যাচে ভারতীয় মহিলা দল সেমিফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। অস্ট্রেলিয়া প্রথমে ৩৩৮ রান করলেও, জেমাইমা রডরিগেজের দুরন্ত ১২৭ রানের ইনিংস আর হরমনপ্রীত কৌরের ৮৯ রানের ঝড় দলকে জয় এনে দিয়েছে। এই ম্যাচে নবি মুম্বইয়ের মাঠে প্রায় ৩৪,৬০০ দর্শক উপস্থিত ছিলেন— যা মহিলা ক্রিকেটে নতুন রেকর্ড।
আরও পড়ুন- এই 'ছোট্ট' টোটকাতেই কেল্লাফতে! ভারতের বিশ্বকাপ জয় আটকাতে পারবেনা কেউ
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা মহিলা দল ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। লরা ওলভার্টের ১৬৯ রান ও মারিজান ক্যাপের ৫ উইকেট দলকে দাপুটে জয় এনে দিয়েছে। এটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলা বিশ্বকাপ ক্রিকেট (২০২৫) ফাইনালের টিকিট এখনই পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে মাত্র ১৫০ টাকা থেকে! স্টেডিয়ামের আসন অনুযায়ী দাম ভিন্ন। প্রিমিয়াম ও ভিআইপি (VIP) ব্লকের টিকিট তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের আগেই অবসর নিচ্ছেন হরমনপ্রীত? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর
জেনারেল স্ট্যান্ডের টিকিট বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকায়। প্রিমিয়াম স্ট্যান্ডের টিকিট বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়। ভিআইপি স্ট্যান্ডের টিকিট বিক্রি হচ্ছে ১,২০০ টাকায়। ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে বুক মাই শো (BookMyShow)–এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে। টিকিট পাওয়ার জন্য ভিজিট করুন bookmyshow.com-এ। 'India vs South Africa Women’s World Cup 2025 Final' লিখে সার্চ করুন। শহর হিসেবে বেছে নিন নবি মুম্বই (Navi Mumbai)। আপনার পছন্দের আসন বেছে নিন। অনলাইন পেমেন্ট করে টিকিট নিশ্চিত করুন। টিকিট বুক করার পর কিউআর (QR) কোড-সহ ই-টিকিট (E-Ticket) ইমেল ও অ্যাপে পাওয়া যাবে। ম্যাচের দিনে সেটি স্ক্যান করলেই প্রবেশ করা যাবে স্টেডিয়ামে।
আরও পড়ুন- কখন-কোথায় দেখবেন বিশ্বকাপ ফাইনাল? না জানলে মিস করবেন
ওয়ানডে ফরম্যাটে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩৪ বার। তার মধ্যে ভারত ২০ বার জয়ী হয়েছে। দক্ষিণ আফ্রিকা ১৩ বার জিতেছে। ম্যাচ অমীমাংসিত থেকেছে ১ বার। এই পরিসংখ্যান বলছে, ইতিহাস ভারতের পক্ষে, তবে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে নেই।
আরও পড়ুন- একেবারে 'লক্ষ্মীর ভাণ্ডার', বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া?
মোদ্দা কথা, ২ নভেম্বরের এই ফাইনাল শুধু ক্রিকেট নয়, এটা এক উৎসব। এমন উৎসব— যেখানে নারীরা গড়বেন নতুন ইতিহাস।
ভারত ও দক্ষিণ আফ্রিকা— দুই দলই চাইবে নিজেদের প্রথম বিশ্বকাপ জিততে, আর দর্শকদের চোখ থাকবে ডিওয়াই পাতিল স্টেডিয়াম (DY Patil Stadium)–এর গ্যালারিতে। তাই যদি এখনও টিকিট না কিনে থাকেন, দেরি না করে এখনই বুক করুন!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us