/indian-express-bangla/media/media_files/2025/08/15/virat-kohli-1-2025-08-15-13-05-21.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
Virat Kohli: গোটা দেশ আজ স্বাধীনতার তেরঙায় উদ্ভাসিত। প্রত্যেক ভারতীয় আজ ৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day 2025) পালন করছেন। তালিকা থেকে বাদ নেই ভারতীয় ক্রিকেটারাও। কিন্তু, খুব অল্পসংখ্যক মানুষই একথা জানেন যে স্বাধীনতার এই বিশেষ দিনে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ব্যাটার বিরাট কোহলি একটি ধামাকাদার শতরান হাঁকিয়েছিলেন। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল জয়লাভও করেছিল। আসুন তাহলে আলোচনা করা যাক, স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে বিরাট কোহলি কীভাবে এবং কোন দলের বিরুদ্ধে শতরান করেছিলেন?
এই দলের বিরুদ্ধেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কিং কোহলি
২০১৯ সালে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। ১৪ অগাস্ট ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ ১৪ অগাস্ট শুরু হলেও, ভারতীয় সময় অনুসারে তা পরের দিন অর্থাৎ ১৫ অগাস্ট শেষ হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের সময়ের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। বৃষ্টির কারণে এই ম্য়াচে বেশ কয়েকটি ওভার কমিয়েও দেওয়া হয়েছিল। পোর্ট অফ স্পেনে আয়োজিত এই ম্য়াচে বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করেন এবং ৯৯ বলে ১১৪ রানের একটি অনির্বচনীয় ইনিংস উপহার দেন।
Virat Kohli and Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাতেই নেই রোহিত-বিরাট! তবে শর্ত একটাই...
এক নজরে ম্য়াচের হাল-হকিকত
এই ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ব্যাটিং ধামাকা করেন এবং ৪১ বলে ৭১ রানের একটি জ্বালাময়ী ইনিংস উপহার দেন। এছাড়া এভিন লুইস করেছিলেন ২৯ বলে ৪৩ রান। অন্যদিকে, নিকোলাস পুরান ১৬ বলে ৩০ রান করেন। এরপর টিম ইন্ডিয়ার সামনে ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুসারে টার্গেট দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৫ রান।
Virat Kohli New Look: অনেকদিন পর সামনে এলেন বিরাট কোহলি, বদলে ফেলেছেন নিজের লুকস!
ভারতীয় ব্যাটাররা ৩২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে এই টার্গেট হাসিল করে ফেলেছিল। বিরাট কোহলি ছাড়া শ্রেয়স আইয়ার দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৪১ বলে ৬৫ রান করেন। এছাড়া শিখর ধাওয়ার ৩৬ রান করেছিলেন। টিম ইন্ডিয়া এই ম্য়াচে ৬ উইকেটে জয়লাভ করেছিল। দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্সের কারণে বিরাট কোহলির হাতেই প্লেয়ার অফ দ্য ম্য়াচের খেতাব তুলে দেওয়া হয়।