/indian-express-bangla/media/media_files/2025/08/15/india-vs-pakistan-7-2025-08-15-12-07-52.jpg)
এই ৩ ভারতীয় ক্রিকেটার খেলেছিলেন পাকিস্তানের হয়ে
India vs Pakistan: গোটা দেশজুড়ে আজ ৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day 2025) পালন করা হচ্ছে। একথা আর আলাদা করে বলার দরকার নেই যে ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। আর ১৪ অগাস্ট পাকিস্তান। ১৯৪৭ সালের আগে এই দুটো দেশই ব্রিটিশ ঔপনিবেশিকতার অন্তর্ভূক্ত ছিল। আর ক্রিকেটাররাও একটাই দলের হয়ে অংশগ্রহণ করতেন। তবে দেশভাগের পর এমন ৩ ক্রিকেটারের সন্ধান পাওয়া গিয়েছে, যাঁরা ভারত (Indian Cricket Team) এবং পাকিস্তান (Pakistan Cricket Team) উভয় দেশের হয়েই আন্তর্জাতিক স্তরে খেলেছেন। আসুন, আজ তাঁদের নিয়েই আলোচনা করা যাক।
গুল মহম্মদ
এই তালিকায় সবার আগে যে ক্রিকেটারের নাম উঠে আসে, তিনি হলেন গুল মহম্মদ। ১৯৪৬ সালে দেশভাগের আগে ভারতের হয়ে টেস্ট ডেবিউ করেছিলেন গুল। বাঁ-হাতি এই ব্যাটার স্ট্রোক প্লে'র জন্য স্বনামধন্য ছিলেন। ১৯৫২ সাল পর্যন্ত ভারতের হয়ে তিনি ৮ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। এই আটটি টেস্ট ম্য়াচের মধ্যে তিনি ১৬৬ রান করেন। ব্যাটিং গড় ছিল ১১.০৬। ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেন এবং আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলেছিলেন।
দেশভাগের পর গুল মহম্মদকে পাকিস্তান চলে যেতে হয়। নতুন দেশের হয়ে তিনি ১৯৫৬ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ডেবিউ করেন। ম্য়াচটি করাচি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়। দূর্ভাগ্যের বিষয়, পাকিস্তানের হয়ে ওই একটাই টেস্ট ম্য়াচ খেলেছিলেন তিনি। ওই ম্য়াচে তিনি ৩৯ রান করেন এবং দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গুল মহম্মদের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার সংক্ষিপ্ত হলেও, ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ধামাকাদার পারফরম্য়ান্স করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৯ টেস্ট ম্য়াচে তিনি ২০৫ রান করেন। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১৮ ম্য়াচে ৫,৬১৪ রান করেন। ব্যাটিং গড় ছিল ৩৩.৮১।
আবদুল কারদার
এই তালিকায় দ্বিতীয় নামটি যাঁর রয়েছে, তিনি হলেন আবদুল কারদার। ১৯৪৬ সালে টেস্ট ডেবিউ হয়েছিল কারদারের। ইংল্যান্ডের বিরুদ্ধে। সেইসময় তিনি ভারতীয় ক্রিকেট দলের জার্সিতেই খেলতে নেমেছিলেন। সেই ম্যাচের পরিসংখ্যান অবশ্য খুব বেশি পাওয়া যায়নি। তবে দেশভাগের সময়ই তিনি পাকিস্তান চলে যান। পাকিস্তান ক্রিকেট দলের সর্বপ্রথম টেস্ট অধিনায়ক হলেন এই আবদুল কারদার। ১৯৫২ সালের অক্টোবর মাসে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নামে পাকিস্তান। নয়াদিল্লিতে, ভারতের বিরুদ্ধে।
এরপর টানা ৬ বছর তিনি চুটিয়ে ক্রিকেট খেলেন। পাকিস্তানের হয়ে মোট ২৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। করেছেন ৮৪৭ রান। এরমধ্যে পাঁচটি শতরান রয়েছে। এর পাশাপাশি তিনি ২১ উইকেটও শিকার করেছেন। ১৯৫৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। মোট ৯২৭ টেস্ট রানের পাশাপাশি ২১ উইকেট শিকার করেন। তবে শুধুমাত্র পরিসংখ্যানের মাপকাঠিতে কারদারের কৃতিত্ব নির্ণয় করা সম্ভব নয়। কারণ পাকিস্তান ক্রিকেট দলের ভবিষ্যত তাঁর হাতেই নবজাগরিত হয়েছিল।
India vs Pakistan: সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলবে না! 'বিশ্বকাপে' বাতিল IND vs PAK সেমিফাইনাল
আমির ইলাহি
এই তালিকায় তৃতীয় তথা সর্বশেষ ক্রিকেটার হলেন স্পিন বোলিং অলরাউন্ডার আমির ইলাহি। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের হয়ে টেস্ট ডেবিউ করেন। ভারত স্বাধীনতা লাভের ঠিক পরপরই এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়ার হয়ে আমিরের ক্রিকেট মেয়াদ যারপরনাই সংক্ষিপ্ত। এই একটি টেস্ট ম্য়াচের পরই তিনি পাকিস্তান ক্রিকেট দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
আবদুল কারদারের পাশাপাশি আমির ইলাহিও ১৯৫২ সালের অক্টোবর মাসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জার্সিতে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিলেন। সবথেকে বড় কথা, ৪৪ বছর বয়সে তিনি পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট ম্য়াচ খেলেছিলেন। পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট ম্য়াচ খেলেন। প্রত্যেকটাই ভারতের বিরুদ্ধে। এই ৬ ম্য়াচে তিনি মোট ৮২ রান করার পাশাপাশি সাতটি উইকেটও শিকার করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে আমিরের রেকর্ড ছিল অসাধারণ। ১২৫ ম্য়াচে তিনি ৫১৩ উইকেট শিকার করেন। বোলিং গড় ২৫.৭৭। এর পাশাপাশি ২,৫০০-এর বেশি রানও করেছিলেন তিনি।
India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন
শেষকালে একটাই কথা বলতে হয়। গুল মহম্মদ, আবদুল কারদার এবং আমির ইলাহি শুধুমাত্র ক্রিকেট ইতিহাসকে সমৃদ্ধই করেননি, ভারত এবং পাকিস্তানকে এক সুতোয় বাঁধতে পেরেছিলেন। বর্তমানে ভারত এবং পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হলেও, ১৯৪৭ সালের ১৫ অগাস্টের আগে পাকিস্তান ভারতেরই অংশ ছিল। এর থেকে বড় প্রমাণ আর আর কীই বা হতে পারে।