/indian-express-bangla/media/media_files/2025/09/10/suryakumar-yadav-2025-09-10-20-13-32.jpg)
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব
Indian Cricket Team: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) শুরু হয়ে গেল টিম ইন্ডিয়ার অভিযান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর (India vs UAE) মধ্যে ইতিমধ্যে ম্য়াচ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে সকলের নজর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) উপর ছিল। কেমন প্রথম একাদশ নিয়ে তিনি মাঠে নামেন, সেটা দেখার জন্য অধীর আগ্রহে গোটা দেশ অপেক্ষা করছিল।
Asia Cup 2025 IND vs UAE Playing 11: বদলে গেল যাবতীয় হিসেব, এশিয়া কাপে কেমন হবে ভারতের প্রথম একাদশ?
বিসিসিআই-এর নির্বাচকমণ্ডলী ১৫ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছেন। সেই তালিকায় এমন একজনও ছিলেন না, যাঁকে রিজার্ভ বেঞ্চে বসানো যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ নির্বাচন সূর্যকুমার যাদবের কাছে সত্যিই মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। টসের পর তিনি টিম ইন্ডিয়ার যে প্রথম একাদশ ঘোষণা করলেন, তা শুনে সকলেই কার্যত চমকে উঠেছেন।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সূর্য
২০২৫ এশিয়া কাপের উদ্বোধন গত ৯ সেপ্টেম্বরই হয়ে গিয়েছিল। প্রথম দিন আফগানিস্তান এবং হংকং খেলতে নেমেছিল। এই ম্য়াচে হংকংকে বড় ব্যবধানে পরাস্ত করেন আফগান ক্রিকেটাররা। এরপর টিম ইন্ডিয়ার জন্য সকলেই অপেক্ষা করছিলেন। বর্তমানে খেলা শুরু হয়ে গিয়েছে। টস জেতার পর সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানান, উইকেট খুব ভাল। বেশ সতেজ লাগছে। কিছুটা আর্দ্রতা দেখা যাচ্ছে। পরবর্তীকালে শিশির পড়তে পারে। তিনি বলেন, আমরা সুযোগ পাই, তাহলে সবকিছু করতে পারি। তবে আজ প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করলাম।
Asia Cup Live Streaming: টিভি এবং মোবাইলের জন্য সহজ উপায়, কীভাবে লাইভ দেখবেন ২০২৫ এশিয়া কাপ?
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
India vs UAE Weather Report: এশিয়া কাপে চরম সমস্যায় ভারত, প্রথম ম্য়াচই ভেস্তে যাবে বৃষ্টিতে?
অর্থাৎ, যে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে এতদিন ধরে এত কথা হচ্ছিল। শেষপর্যন্ত তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হয়েছে। সেক্ষেত্রে বাদ পড়েছেন জীতেশ শর্মা। জীতেশ কিন্তু, ফিনিশারের ভূমিকা পালন করতে পারতেন। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে স্য়ামসন সেই দায়িত্ব কতটা পালন করতে পারেন, সেটাই আপাতত দেখার। অন্যদিকে, দলের প্রথম একাদশে ঠাঁই হল না আর্শদীপ সিংয়ের। নিয়মিত পেসার হিসেবে একমাত্র জসপ্রীত বুমরাহই সুযোগ পেয়েছেন। দ্বিতীয় পেসারের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। সব মিলিয়ে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলা যেতেই পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us