Asia Cup 2025 IND vs UAE Playing 11: বদলে গেল যাবতীয় হিসেব, এশিয়া কাপে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

IND vs UAE Playing XI 2025: সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর গ্রুপ এ'র প্রথম ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এই ম্য়াচ শুরু হওয়ার আগে দুই দলেরই প্রথম একাদশ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

IND vs UAE Playing XI 2025: সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর গ্রুপ এ'র প্রথম ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এই ম্য়াচ শুরু হওয়ার আগে দুই দলেরই প্রথম একাদশ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs UAE Playing 11

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে

Indian Cricket Team: গত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০২৫ সালে টিম ইন্ডিয়া (India vs UAE) সেই খেতাব ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর গ্রুপ এ'র প্রথম ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) এই ম্য়াচ শুরু হওয়ার আগে দুই দলেরই প্রথম একাদশ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও নিজেদের মতামত প্রকাশ করছেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

IND vs UAE Asia Cup 2025 Live Streaming: কোথায়-কীভাবে লাইভ দেখবেন ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্য়াচ? জেনে নিন সহজ উপায়

টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নজর সকলের

ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। গত কয়েকটা ম্য়াচে ভাল ব্যাটিং পারফরম্যান্স করেছেন সঞ্জু স্যামসন। কিন্তু, তাঁকে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে পাঠানো হবে কি না, সেই ব্যাপারে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, স্যামসনের জায়গায় হয়ত দলের সহ অধিনায়ক শুভমান গিলকে পাঠানো হতে পারে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের ফিনিশার হিসেবে খ্যাতিসম্পন্ন রিঙ্কু সিংকেও রাখা হতে পারে প্রথম একাদশের বাইরে। কারণ টিম ম্য়ানেজমেন্ট জীতেশ শর্মাকে লোয়ার অর্ডারে উইকেটকিপার-ব্যাটার হিসেবে পাঠানোর চিন্তাভাবনা করছে। 

Advertisment

IND vs PAK Match Ticket Price: হাজার নয়, লাখে বিকোচ্ছে ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট! দাম শুনলে আঁতকে উঠবেন

দলের স্পিন ডিপার্টমেন্টেও বদল দেখা যেতে পারে। কুলদীপ যাদবকে ফের বসতে হতে পারে রিজার্ভ বেঞ্চে। তাঁর জায়গায় বরুণ চক্রবর্তী এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের উপর ভরসা রাখা হতে পারে। তবে পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তাঁকে সঙ্গত দেবেন আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া। 

Asia Cup 2025: প্রথমবার এশিয়া কাপ খেলতে নামছেন ভারতের ৭ ক্রিকেটার! পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা

ভারতকে বেগ দিতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরশাহীও

অন্যদিকে, খাতায়-কলমে টিম ইন্ডিয়ার তুলনায় সংযুক্ত আরব আমিরশাহী কিছুটা দুর্বল হতে পারে। কিন্তু, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে তাঁদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। অধিনায়ক মহম্মদ ওয়াসিম আপাতত দুর্দান্ত ছন্দে রয়েছেন। তিনি একাই একটা ম্য়াচের রং বদলে দিতে পারেন। এর পাশাপাশি আসিফ খান, আলিশান শরাফু এবং রাহুল চোপড়ার মতো ব্যাটার ৫০০-র বেশি রান করেছেন। বল হাতে আবার মহম্মদ জাওয়াদুল্লাহ টিম ইন্ডিয়ার বিপদ বাড়াতে পারেন। একথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ঘরের মাঠে UAE-কে দুর্বল ভেবে ভুল করবে না ভারতীয় ক্রিকেট দল।

Asia Cup 2025: এশিয়া কাপে এবার 'খেলা হবে', ভারতের এই ৫ ক্রিকেটারই হবেন ট্রাম্পকার্ড?

ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম একাদশ

ভারত - অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জীতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।

সংযুক্ত আরব আমিরশাহী - মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, মহম্মদ জোয়েব, রাহুল চোপড়া (উইকেটকিপার), আসিফ খান, হর্ষিত কৌশিক, মহম্মদ ফারুক, সাগির খান, হায়দার আলি, জুনেইদ সিদ্দিকি, মহম্মদ জাওয়াদুল্লাহ।

দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:

ভারতীয় ক্রিকেট দল - সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা, কুলদীপ যাদব, হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

রিজার্ভ প্লেয়ার - রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল।

সংযুক্ত আরব আমিরশাহী - মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আর্যাংশ শর্মা (উইকেট কিপার), হায়দার আলি, হর্ষিত কৌশিক, জুনেইদ সিদ্দিকি, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি সুজা, মতিউল্লাহ খান, মহম্মদ ফারুখ, রাহুল চোপড়া, রোহিত খান, মহম্মদ জাওয়াদুল্লাহ, মহম্মদ জোয়েব, সিমরনজিৎ সিং, সাগির খান।

Asia Cup 2025 India vs UAE Indian Cricket Team