Advertisment

ভাগ্য সঙ্গ দিল না! জাতীয় দল থেকে সরাসরি বাদ এই পাঁচ তারকা

মঙ্গলবার রাতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। সেই স্কোয়াডে নেই একাধিক মুখ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শাস্ত্রী-কোহলির জমানা অতীত। রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়ের পার্টনারশিপে নতুন অধ্যায় সূচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। আর নয়া জুটির চ্যালেঞ্জ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে।

Advertisment

৩ ম্যাচের সিরিজে একাধিক সিনিয়র তারকা ক্রিকেটারকে বিশ্রামে পাঠানো হয়েছে। আইপিএলে দুরন্ত পারফর্ম করা বেশ কিছু নতুন মুখ জায়গা করে নিয়েছেন ভারতীয় স্কোয়াডে। তা সত্ত্বেও বেশ কিছু তারকা ব্রাত্য রয়ে গেলেন।

মঙ্গলবারই টি২০ সিরিজের দল ঘোষণা করে দিয়েছে বোর্ড। এমনিতেই জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। বোর্ড দল বাছাইযে ইঙ্গিত দিয়েছে, তিন ফরম্যাটেই স্পেশ্যালিস্ট ক্রিকেটারের নির্বাচন করবে এবার থেকে। তা সত্ত্বেও বেশ কিছু তারকার অনুপস্থিতি নজর কেড়েছে। আবেশ খান, হর্ষল প্যাটেল, রুতুরাজ গায়কোয়াড, মহম্মদ সিরাজ, ভেঙ্কটেশ আইয়ারদের মত তরুণ তুর্কিরা দলে জায়গা পেলেও বেশ কিছু তারকার নাম অনুপস্থিত।

আরও পড়ুন: কোহলির পরে ভারতের টি২০ নেতা ঘোষণা করল বোর্ড! কিউয়ি সিরিজে বাদ একাধিক তারকা

পৃথ্বী শ: আক্রমণাত্মক ধাঁচের এই তারকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে জায়গা পাবেন, ধরে নেওয়া হয়েছিল। তবে পৃথ্বী বিশ্বকাপের পরে ঘরের মাঠে সিরিজেও বাইরে থাকলেন। টি২০ হোক বা টেস্ট- পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিং গিয়ার বদলানোয় সিদ্ধহস্ত তিনি। জাতীয় দলে এর আগে সুযোগ পেলেও অবশ্য নিজের প্রতিভার সুবিচার করতে পারেননি। শ্রীলঙ্কায় সফররত ভারতীয় স্কোয়াডে এর আগে জায়গা পেয়েছিলেন তিনি। আইপিএলেও ব্যাট হাতে ফর্মে ছিলেন তারকা। এরপরেও জাতীয় দলে পৃথ্বীর জায়গা না পাওয়া দুর্ভাগ্যজনক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারজন ওপেনারকে রেখে স্কোয়াড গড়া হয়েছে- রোহিত শর্মা, ঈশান কিষান, কেএল রাহুল এবং রুতুরাজ গায়কোয়াড। তাই ওপেনারের স্লটে আর জায়গা হল না মুম্বইয়ের তারকার।

আরও পড়ুন: ভারতের বিদায়ে আইসিসির মাথায় হাত! কোটি কোটি ডলার ক্ষতির মুখে সংস্থা

সঞ্জু স্যামসন: পাওয়ার হিটার হিসাবে টি২০-তে বেশ পরিচিত। মিডল অর্ডারে একাধিক মুখ থাকায় পৃথ্বী শয়ের মতই বাইরে বসতে হল তাঁকে। আইপিএলের পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বিধ্বংসী ফর্মে রয়েছেন সঞ্জু। আইপিএলে ১৪ ইনিংসে ১৩৬.২৭ স্ট্রাইক রেট এবং ৪০ গড় সমেত করেছেন ৪৮৪ রান। সৈয়দ মুস্তাক আলিতে ৮৭.৫ গড় এবং ১৪৭.০৫ স্ট্রাইক রেটে তাঁর নামের পাশে ইতিমধ্যেই ১৭৫ রান।

উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে ঢোকার লড়াইয়ে সঞ্জুর প্রতিদ্বন্দ্বী ঈশান কিষান। নির্বাচকরা ঈশানের ওপরেই ভরসা রেখেছেন।

আরও পড়ুন: বিদায়বেলায় সেরার সেরা উপহার কোহলি-রোহিতের! আবেগ সামলাতে পারলেন না শাস্ত্রী, দেখুন ভিডিও

বরুণ চক্রবর্তী: টি২০-তে স্পিন ডিপার্টমেন্টে ভারতের অন্যতম অস্ত্র এই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। কেকেআরের জার্সিতে আইপিএলে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে এসেছেন। তবে ফিটনেসের কারণে বারবার পিছিয়ে পড়ছেন তিনি। কেকেআরের হয়ে দুরন্ত পারফর্ম করে বরুণ নাইটদের ফাইনালে তুলেছিলেন। আইপিএল পারফরম্যান্সের জোরেই বিশ্বকাপে জায়গা করে দিয়েছিলেন। তবে কুড়ি কুড়ি বিশ্বকাপে দলকে হতাশ করেছেন। একটাও উইকেট নিতে পারেননি তিনি। বিশ্বকাপে নিষ্প্রভ থাকার কারণেই কী কিউয়ি সিরিজে বাদ পড়লেন তিনি? তা নিয়েই এখন আলোচনায় মশগুল ক্রিকেট মহল।

এছাড়াও বাতিল যাঁরা: মায়াঙ্ক আগারওয়াল এবং শিখর ধাওয়ানের অনুপস্থিতিও অবাক করেছে অনেককে। তবে ক্রিকেট মহলের ব্যাখ্যা, স্কোয়াডে ওপেনারদের প্রাধান্য থাকায় দুই তারকাকে বিবেচনায় আনা হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Prithvi Shaw BCCI Shikhar Dhawan Indian Cricket Team
Advertisment