Advertisment

বাইশ গজে ব্রিটিশদের কাছে মাথা নোয়াল ভারত

আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ে ব্রিটিশদের কাছে মাথা নোয়াল ভারত। মগডাল থেকে সরে যেতে হল বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে।

author-image
IE Bangla Web Desk
New Update
India slip to second position in ICC ODI Team Rankings as England claim top spot

র‌্যাঙ্কিংআইসিসি ওডিআই র‌্যাঙ্কিং: ব্রিটিশদের কাছে মাথা নোয়াল ভারত

আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ে ব্রিটিশদের কাছে মাথা নোয়াল ভারত। মগডাল থেকে সরে যেতে হল বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে। আট পয়েন্টে এগিয়ে একে চলে এলেন জো-রুট, ইয়ন মর্গ্যানরা। দু নম্বরে নেমে গেল কোহলি অ্যান্ড কোং। বুধবার বার্ষিক র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০১৩-র পর আবার ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে এসেছে ইংরেজরা।

Advertisment

আরও পড়ুন, আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: দু নম্বরেই কোহলি, পাঁচে নামলেন অশ্বিন

আইসিসি-র নতুন র‌্যাঙ্কিংয়ে ২০১৪-১৫ মরশুমের পারফরম্যান্স ধরা হয়নি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মরশুমের ৫০ শতাংশ বিবেচনা করেই এই ফল প্রকাশিত হয়েছে। ২০১৪-১৫ মরশুমে ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল হতশ্রী। সেসময় আইসিসি-র পূর্ণ সদস্যদের সঙ্গে ২৫টি ওয়ান-ডে ম্যাচ খেলে মাত্র সাতটি জিতেছিল তারা। ২০১৫ বিশ্বকাপের হতাশাজনক পারফরনম্যান্সের পরেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। শেষ তিন বছরে নিজেদের খেলা আমূল বদলে ফেলে তারা। এই সময় ৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলে ৪১টি জিতেছে ইংল্যান্ড। অন্যদিকে কোহলির ভারত এই সময় ৫৯টি ওয়ান ডে ম্যাচে ৩৯টি জিতেছে।

আরও পড়ুন, বিরাটের কাউন্টি খেলা অনিশ্চিত, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে তাঁকে চাইছে বোর্ড

দক্ষিণ আফ্রিকা এর আগে ছিল দু নম্বরে। তারা চার পয়েন্ট খুইয়ে এক ধাপ নেমে তিনে চলে এসেছে। ১১৩ থেকে ১১৭-তে দাঁড়িয়েছে তাদের মোট পয়েন্ট। ভারতের থেকে ন পয়েন্ট কম তাদের। যদিও বাকি দলগুলির অবস্থান একই আছে। র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে থাকা দলই আসন্ন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলবে। আসন্ন জুলাই মাসে পূর্ণাঙ্গ সফর খেলতে ব্রিটিশ মুলুকে পাড়ি দেবেন শাস্ত্রীর শিষ্য়রা। ভারত ও ইংল্যান্ড নিজেদের মধ্যে তিনটি টি-২০, তিনটি ওয়ান-ডে ও পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে।  ৫০ ওভারের ফর্ম্যাটে জিততে পারলেই ফের একে চলে আসবেন কোহলিরা।

আইসিসি ওডিআই টিম র‌্যাঙ্কিং ( ২ মে, ২০১৮-তে)

১) ইংল্যান্ড- ১২৫ পয়েন্ট 

২) ইন্ডিয়া-১২২ 

৩) দক্ষিণ আফ্রিকা-১১৩ 

৪) নিউজিল্যান্ড-১১২

৫) অস্ট্রেলিয়া-১০৪

৬) পাকিস্তান-১০২

৭) বাংলাদেশ-৯৩ 

৮) শ্রীলঙ্কা-৭৭ 

৯) ওয়েস্ট ইন্ডিজ - ৬৯ 

১০) আফগানিস্তান-৬৩ 

অন্যদিকে আইসিসি-র টি-২০ র‌্যাঙ্কিংয়ে প্রথম সাতটি দল নিজেদের অবস্থানই অনড়। কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কাকে টপকে আটে উঠে এসেছে। ১৩০ পয়েন্ট নিয়ে একেই আছে পাকিস্তান। এরপর যথাক্রমে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (১২৬) ও তিনে ভারত (১২৩)

আইসিসি টি-২০ টিম টিম র‌্যাঙ্কিং ( ২ মে, ২০১৮-তে)

১) পাকিস্তান-১৩০

২) অস্ট্রেলিয়া-১২৬

৩) ভারত-১২৩ 

৪) নিউজিল্যান্ড-১১৬

৫) ইংল্যান্ড-১১৫ 

৬) দক্ষিণ আফ্রিকা -১১৪ 

৭) ওয়েস্ট ইন্ডিজ-১১৪ 

৮) আফগানিস্তান-৮৭ 

৯) শ্রীলঙ্কা-৮৫ 

১০) বাংলাদেশ- ৭৫

আরও পড়ুন, চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে আসছে বিশ্ব টি-২০, প্রকাশিত ভারতের বিশ্বকাপ সূচি

ICC BCCI ECB
Advertisment