Indian Test Team: পাঁচ মাসেই বদলে গেল ছবি, বাতিল হলেন এই ৬ ক্রিকেটার! দেখে নিন তালিকা

India vs England Test series 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। আগামী ২০ জুন থেকে এই সিরিজ শুরু হবে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে।

India vs England Test series 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। আগামী ২০ জুন থেকে এই সিরিজ শুরু হবে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricketer in Border Gavaskar Trophy

বর্ডার-গাভাসকার ট্রফির পর বন্ধ হল এই ৬ ক্রিকেটারের দরজা

Indian Cricket Team: গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০২৪-২৫ বর্ডার গাভাসকার ট্রফিতে (Border-Gavaskar Trophy) টিম ইন্ডিয়া একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। এই সিরিজে ভারত ১-৩ ব্যবধানে পরাস্ত হয়েছিল। এই পরাজয়ের পরই আশঙ্কা করা হচ্ছিল যে ভারতীয় ক্রিকেট দলে হয়ত আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সেই আশঙ্কাতেই অবশেষে লাগল বাস্তবের রং। সম্প্রতি ইংল্যান্ড (India vs England) সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়ার স্কোয়াড। সেখানে এমন ৬ জন ক্রিকেটারের নাম বাদ পড়েছে যাঁরা অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে গিয়েছিলেন।

Advertisment

এই তালিকায় প্রথমেই রয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) নাম। সম্প্রতি রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। অস্ট্রেলিয়ার উইকেটে এই দুই ব্যাটারই রান করতে পারেননি। পারথ টেস্টে বিরাট কোহলি শতরান করলেও, বাকি সিরিজে তিনি ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন।

Rohit Sharma Parents: এই না হলে ছেলে! বাবা-মায়ের হাত ধরেই ইতিহাসের সাক্ষী রোহিত, কেঁদে ফেললেন রিতিকা

অন্যদিকে, রোহিত শর্মা পারিবারিক কারণে সিরিজের প্রথম ম্য়াচটা খেলতে পারেননি। এরপর তিনি টিম ইন্ডিয়ায় যোগ দিলেও গোটা সিরিজটা তাঁর কাছে কার্যত দুঃস্বপ্ন ছিল। এমনকী, রান করতে না পেরে তিনি শেষপর্যন্ত সিডনি টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহারও করে নিয়েছিলেন। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। শেষপর্যন্ত রোহিত এবং বিরাট দুজনেই অবসর গ্রহণ করেন।

Advertisment

Virat Kohli Retirement: সব জল্পনার অবসান, সবাইকে কাঁদিয়ে অবসর নিলেন বিরাট

এই তালিকায় তৃতীয় নামটি হল রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিন আবার বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীনই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন। আচমকা তিনি কেন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এমনকী, একথাও শোনা গিয়েছিল যে চূড়ান্ত অভিমানেই নাকি টিম ইন্ডিয়ার এই তারকা পেসার অবসর গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এরপর এই তালিকায় নাম রয়েছে সরফরাজ খানের। সরফরাজ সম্প্রতি ১০ কেজি ওজন ঝরিয়েছিলেন। এমনকী, ছেড়ে দিয়েছিলেন সাধের বিরিয়ানিও। কিন্তু, তাঁকেও এই দলে রাখা হয়নি। অনেকেই মনে করছেন, সরফরাজ হয়ত কিছুটা হলেও অবিচারের শিকার হয়েছেন।

Sarfaraz Khan weight loss: বারবার শরীর নিয়ে খোঁটা, এই ডায়েটেই ওজন কমিয়ে বাজিমাত টিম ইন্ডিয়ার ব্যাটারের

এই তালিকায় রয়েছে দেবদত্ত পাডিক্কলের নামও। বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ছিলেন পাডিক্কল। কিন্তু, আসন্ন সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হল না। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সেভাবে খেলার সুযোগও পাননি। এই তালিকায় শেষ নামটা হল তনুশ কোটিয়ানের। তনুশও বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। কিন্তু, মাঠে নামার সুযোগই পাননি। 

India Test Team: দীর্ঘ ৮ বছর পর কামব্যাক, টিম ইন্ডিয়ায় ধামাকাদার এন্ট্রি তারকা ক্রিকেটারের

ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Virat Kohli Rohit Sharma India vs England Border-Gavaskar Trophy Indian Cricket Team