India vs Australia 1st ODI News: কপালে শনির ফাঁড়া, চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! জেনে নিন এখনই

India vs Australia 1st ODI 2025: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৯ অক্টোবর আয়োজন করা হবে। আর সে কারণেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে না রাখতেই অনুশীলন শুরু করে দিয়েছে।

India vs Australia 1st ODI 2025: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৯ অক্টোবর আয়োজন করা হবে। আর সে কারণেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে না রাখতেই অনুশীলন শুরু করে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir And Rohit Sharma

গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা

India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৯ অক্টোবর আয়োজন করা হবে। আর সে কারণেই টিম ইন্ডিয়া (Indian Cricket Team) অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে না রাখতেই অনুশীলন শুরু করে দিয়েছে। এই সিরিজের রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) অনেকদিন পর টিম ইন্ডিয়ায় আবার কামব্যাক করছেন। পাশাপাশি এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল (Shubman Gill)। ওদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে মাঠে এই ম্যাচটি খেলা হবে, সেখানে টিম ইন্ডিয়া আজ পর্যন্ত একটাও ওয়ানডে ম্যাচ খেলেনি। অন্যদিকে, এই মাঠে অস্ট্রেলিয়ার রেকর্ড এক কথায় অসাধারণ।

Advertisment

India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা, চোটে কাহিল ভারতের তারকা ক্রিকেটার

প্রথমবার এই মাঠে ওয়ানডে ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি পারথের অপ্টাস স্টেডিয়ামে খেলা হবে। এই স্টেডিয়ামে টিম ইন্ডিয়া আজ পর্যন্ত একটা ওয়ানডে ম্যাচ খেলেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া এখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। আর এই তিনটে ম্যাচের মধ্যে তিন অস্ট্রেলিয়ার তিনটেই জয়লাভ করেছে। ক্যাঙ্গারু দল পারথে ইংল্যান্ড পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সামনে পারথ স্টেডিয়াম যে বড়সড়ো একটা চ্যালেঞ্জ তৈরি করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। 

Advertisment

India vs Australia: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর কতটা বদলাল টিম ইন্ডিয়া? সুযোগ পেলেন না এই ৫ ক্রিকেটার

রোহিত এবং বিরাট এর জন্য গুরুত্বপূর্ণ এই অস্ট্রেলিয়া সফর 

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ইতিমধ্যে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আপাতত তারা টিম ইন্ডিয়ার হয়ে একটাই ফরমেটে ক্রিকেট খেলেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে, আসন্ন ওয়ানডে সিরিজটা ভারতের এই দুই ব্যাটিং কিংবদন্তীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজে যদি রোহিত এবং বিরাট ভালো পারফরম্যান্স করতে পারেন, একমাত্র তাহলেই আগামী বিশ্বকাপে তাদের খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে। 

India vs Australia: লর্ডসে তুলকালাম! গুরু গম্ভীরের টিম ইন্ডিয়া জাত চেনাল অস্ট্রেলিয়াকে, ক্যাঙ্গারুদের জোর ঘাড়ধাক্কা

২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন এই দুই ক্রিকেটারই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। রোহিত এবং বিরাটের এই সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছিল। রোহিত এবং বিরাট শেষবার তিন ইন্ডিয়ার হয়ে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন। মজার ব্যাপার হল, রোহিতের নেতৃত্বেই টিম ইন্ডিয়া আইসিসির এই খেতাব জয় করেছিল।

Shubman Gill Virat Kohli Rohit Sharma Indian Cricket Team India vs Australia