India vs Australia: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর কতটা বদলাল টিম ইন্ডিয়া? সুযোগ পেলেন না এই ৫ ক্রিকেটার

India vs Australia 2025: চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ এবং ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে হবে।

India vs Australia 2025: চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ এবং ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Champions Trophy 2025

রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল

India vs Australia: চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ এবং ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে হবে। ইতিমধ্য়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) অর্থাৎ বিসিসিআই গত ৪ অক্টোবর ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে। একদিকে যেখানে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন, অন্যদিকে টিম ইন্ডিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নজরে এসেছে। আসন্ন সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি খেলতে নামলেও, এই ফরম্য়াটে টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। যে ভারতীয় ক্রিকেট দল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) খেতাব জয় করেছিল, তার থেকে এই স্কোয়াডে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তেমনই ৫ পরিবর্তন নিয়ে আজ আলোচনা করা যাক।

Advertisment

Shubman Gill ODI Captain: রোহিত নয়, ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কও শুভমান? অপেক্ষা শুধু ঘোষণার

রবীন্দ্র জাদেজা থেকে মহম্মদ সামি, এই ৫ ক্রিকেটার পাননি সুযোগ

চলতি বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল যখন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল, সেইসময় দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। ওই স্কোয়াডে ৫ এমন ক্রিকেটার ছিলেন, যাঁদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে সুযোগ দেওয়া হল না। তালিকায় প্রথম নাম রয়েছে রবীন্দ্র জাদেজার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতিরিক্ত স্পিন বোলার দলে রাখা হবে না বলেই তাঁকে নেওয়া হয়নি। এরপর রয়েছে টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি মহম্মদ সামির নাম। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁর নামও আসন্ন সিরিজে ঘোষণা করা হয়নি।

Advertisment

Rohit Sharma ODI Captain: বড়সড় ধাক্কা খেলেন রোহিত শর্মা, কেড়ে নেওয়া হল ওয়ানডে ক্যাপ্টেন্সি

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ সামির সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক উইকেট শিকার করেছিলেন বরুণ চক্রবর্তী। অস্ট্রেলিয়ার উইকেট বিচার করে তিনিও টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ পাননি। এর পাশাপাশি টিম ইন্ডিয়ার ২ তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ ফিটনেসের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জায়গা তৈরি করতে পারেননি।

Shubman Gill: বিরাট কাণ্ড ঘটিয়ে ফেললেন শুভমান, ধন্য ধন্য করছেন সকলে!

যশস্বী জয়সওয়াল এবং মহম্মদ সিরাজ সহ ৫ ক্রিকেটাররকে দেওয়া হল সুযোগ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে সুযোগ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, নীতিশ কুমার রেড্ডি এবং ধ্রুব জুরেলকে। এই পাঁচজন ক্রিকেটারই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ছিলেন না। এরমধ্যে ধ্রুব জুরেলকে উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে। এই প্রথমবার তিনি টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেন।

Champions Trophy Shubman Gill Rohit Sharma BCCI Indian Cricket Team India vs Australia