/indian-express-bangla/media/media_files/2025/10/15/shivam-dube-2-2025-10-15-12-11-08.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শিবম দুবে
Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দল ২ ম্যাচের টেস্ট সিরিজ পকেটে পুরে নিয়েছে। এবার মিশন অস্ট্রেলিয়া বধ (India vs Australia)। আর সেই লক্ষ্যেই বুধবার টিম ইন্ডিয়া ক্যাঙ্গারুদের দেশে পাড়ি দিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পাশাপাশি, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। তবে অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটা খারাপ খবর ভারতীয় ক্রিকেট শিবিরে কার্যত সুনামী ঢেউয়ের মত আছড়ে পড়েছে। চোট পেয়েছেন ভারতের একজন তারকা ক্রিকেটার। ২০২৫ এশিয়া কাপে এই ক্রিকেটারই টিম ইন্ডিয়া জার্সিতে ধামাকা পারফরম্যান্স করেছিলেন।
Indian Cricket Team: অস্ট্রেলিয়া সিরিজের পরই অবসর রোহিত-বিরাটের? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট
অস্ট্রেলিয়া সিরিজের আগেই চোট পেলেন ভারতের তারকা ক্রিকেটার
অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার শিবম দুবেকে (Shivam Dube) নিয়ে একটা বড়সড় খবর সামনে এসেছে। বর্তমানে শিবম ২০২৫-২৬ মরশুমের রঞ্জি ট্রফি মুম্বাই ক্রিকেট দলের হয়ে খেলছেন। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এই ম্যাচ খেলার জন্য মুম্বই ক্রিকেট দল আপাতত শ্রীনগরে রয়েছে। আর শ্রীনগরে ঠান্ডার কারণে শিবমের কোমরে টান ধরেছে। তাই জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এই ম্যাচে তিনি খেলতে পারছেন না। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে, টিম ম্যানেজমেন্ট আপাতত শিবমকে বিশ্রামের পরামর্শ দিয়েছে।
Indian Cricket Team: মহম্মদ সামিকে নিয়ে বড় খবর, আদৌ করতে পারবেন টিম ইন্ডিয়ায় কামব্যাক?
মুম্বই ক্রিকেট দলের সঙ্গে শিবম দুবে শ্রীনগর গিয়েছিলেন। এখানেই জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলবে মুম্বই। কিন্তু, চিকিৎসকদের পরামর্শ মেনে শিবম শেষপর্যন্ত মুম্বাই ফিরে এসেছেন। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে শিবম সুস্থ না হয়ে ওঠেন, তাহলে সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। কারণ শিবম টিম ইন্ডিয়ার একটা শক্তিশালী স্তম্ভ ইতিমধ্যেই হয়ে উঠেছেন। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না হার্দিক পান্ডিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে শিবমের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে।
Indian Cricket Team: এক সিদ্ধান্তেই পুড়ল কপাল, টিম ইন্ডিয়ায় ঠাঁই হল না তারকা ব্যাটারের
টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।