/indian-express-bangla/media/media_files/2025/10/18/mitchell-marsh-and-shubman-gill-2025-10-18-15-19-06.jpg)
মিচেল মার্শ এবং শুভমান গিল
India vs Australia: প্রথম ওয়ানডে ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত প্রার্থী নাগাড়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটি পারথের অপ্টাস স্টেডিয়ামে আগামী ১৯ অক্টোবর আয়োজন করা হচ্ছে। বেশ কয়েকমাস পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে কামব্যাক করছেন। আর সেই কারণে এই সিরিজের প্রতি ভারতীয় ক্রিকেট সমর্থকদের উন্মাদনা আরও বেড়ে গিয়েছে। কিন্তু, ম্যাচের ঠিক একদিন আগে দুই দলের ক্রিকেট সমর্থকদের টেনশন অনেকটাই বেড়ে গেল। শোনা যাচ্ছে, ম্যাচটি নাকি বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিকই পড়ছেন! বাতিল হয়ে যেতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ! কী কারণে বাতিল হতে পারে এই ম্যাচটি, আসুন সেই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক।
বাতিল হয়ে যাবে প্রথম ওয়ানডে ম্য়াচ?
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি পারথে খেলা হবে। অ্যাকুওয়েদারের একটি রিপোর্ট অনুসারে, রবিবার পারথে ৬৩ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৩৬ শতাংশ। ফলে ম্যাচটি যে বৃষ্টিবিঘ্নিত হবে তা নিঃসন্দেহে বলা যায়। এই ম্যাচ বেশ কয়েকবার বৃষ্টির কারণে থামতেও পারে। সে কারণে ব্যাটারদের কিছুটা হলেও সমস্যা হতে পারে।
India vs Australia 1st ODI News: কপালে শনির ফাঁড়া, চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! জেনে নিন এখনই
টসের গুরুত্বপূর্ণ ভূমিকা
বৃষ্টির কারণে এই ম্যাচের টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। এমনিতে ভারতীয় সময় অনুসারে সকাল সাড়ে আটটায় টস হবে। কিন্তু যদি ম্যাচের আগে বৃষ্টি হয় সে ক্ষেত্রে টসের সময়ও বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যে দল টস জিতবে তারা প্রথমে বল করতে চাইবে। পারথের উইকেটের চরিত্র অনুসারে, এই ম্যাচের প্রথম দিকে যথেষ্ট বাউন্স এবং সুইং দেখা যাবে। সে ক্ষেত্রে ব্যাটাররা কিছুটা হলেও সমস্যায় পড়বেন। এই পরিস্থিতিতে যে দল জিতুক না কেন, তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে বলেই আশা করা হচ্ছে।
India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা, চোটে কাহিল ভারতের তারকা ক্রিকেটার
পারথে অস্ট্রেলিয়ার রেকর্ড
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি পারথের অপ্টাস স্টেডিয়ামে খেলা হবে। এই স্টেডিয়ামে টিম ইন্ডিয়া আজ পর্যন্ত একটা ওয়ানডে ম্যাচ খেলেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া এখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। আর এই তিনটে ম্যাচের মধ্যে তিন অস্ট্রেলিয়ার তিনটেই জয়লাভ করেছে। ক্যাঙ্গারু দল পারথে ইংল্যান্ড পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সামনে পারথ স্টেডিয়াম যে বড়সড়ো একটা চ্যালেঞ্জ তৈরি করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।