India vs Australia Playing XI Update: শতরানেও মিলবে না প্রথম একাদশে জায়গা! ব্রাত্য রইবেন তারকা ক্রিকেটার?

India vs Australia 1st ODI 2025: সিরিজের প্রথম ম্যাচটা আগামী ১৯ অক্টোবর পারথে আয়োজন করা হবে। গোটা দল সরাসরি ওখানেই পৌঁছেছে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে।

India vs Australia 1st ODI 2025: সিরিজের প্রথম ম্যাচটা আগামী ১৯ অক্টোবর পারথে আয়োজন করা হবে। গোটা দল সরাসরি ওখানেই পৌঁছেছে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
yashasvi jaiswal and Shubman Gill

যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল

India vs Australia: অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে না রাখতেই ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, এই সিরিজটা জেতার জন্য টিম ইন্ডিয়া কতটা মরিয়া হয়ে রয়েছে। প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচটা আগামী ১৯ অক্টোবর পারথে আয়োজন করা হবে। গোটা দল সরাসরি ওখানেই পৌঁছেছে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে। গত ম্যাচে যে ক্রিকেটার শতরান করেছিলেন, প্রথম ম্যাচে তাঁকেই বসতে হবে না তো? আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে দেওয়া যাক।

Advertisment

India vs Australia 1st ODI News: কপালে শনির ফাঁড়া, চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! জেনে নিন এখনই

রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেন করবেন ইনিংস

এবারের অস্ট্রেলিয়ার সফরে টিম ইন্ডিয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। আর রোহিত শর্মা একজন সাধারন ক্রিকেটার হিসেবেই এই সিরিজটা খেলবেন। পারথ ওয়ানডেতে যদি টিম ইন্ডিয়ার প্রথম একাদশ (Team India Playing XI) নিয়ে বিশ্লেষণ করা যায়, সেক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে শুভমান গিল এবং রোহিত শর্মা ওপেন করতে নামবেন। আর যদি সেটাই হয়, সেক্ষেত্রে হয়ত যশস্বী জয়সওয়ালকে বাইরে বসতে হতে পারে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশস্বী। কিন্তু এবার হয়ত তাঁকেই  রিজার্ভ বেঞ্চে বসতে হবে।

Advertisment

Virat Kohli News Update: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, শুনলে আত্মহারা হবেন আপনিও!

কোহলি, শ্রেয়স এবং রাহুলও থাকবেন প্লেইং ইলেভেনে 

বিরাট কোহলি যে তিন নম্বরে ব্যাট করতে নামবেন, সেটা একপ্রকার নিশ্চিত ধরে নেওয়া যেতেই পারে। এরপর চার নম্বরে সুযোগ দেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। এই সিরিজে শ্রেয়াস কে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে। অর্থাৎ শ্রেয়সের কাঁধে বিসিসিআই দায়িত্ব দিতে শুরু করেছে। এই দলে কেএল রাহুল একজন উইকেটকিপার-ব্যাটার হিসেবেই খেলতে নামবেন। টিম ইন্ডিয়া স্কোয়াডে ধ্রুব জুরেলকে রাখা হলেও, প্রথম একাদশে তিনি কতটা সুযোগ পাবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপর অলরাউন্ডার হিসেবে সুযোগ দেওয়া হতে পারে নীতিশ কুমার রেড্ডিকে। এই সিরিজে খেলছেন না হার্দিক পান্ডিয়া। আশা করে যে হার্দিকের অভাব নীতিশ পূরণ করতে পারবেন।

India vs Australia: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর কতটা বদলাল টিম ইন্ডিয়া? সুযোগ পেলেন না এই ৫ ক্রিকেটার

সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর 

এরপর টিম ইন্ডিয়ার দুই স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর সুযোগ পেতে পারেন। কারণ উইকেট শিকারের পাশাপাশি তাঁরা রানও করতে পারবেন। এরপর বোলিং ইউনিট নিয়ে আলোচনা করা যাক। মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং এই দায়িত্বে থাকবেন। তৃতীয় পেজ বোলার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানার মধ্যে কোন একজনকে দেখতে পাওয়া যাবে। বাকি উইকেট এবং কন্ডিশনের ওপর বিচার করে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ তৈরি করা হবে। 

India vs Australia: বছরের শেষে অস্ট্রেলিয়া সফর, সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছেন গিলরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ :

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।

India vs Australia Indian Cricket Team Team India Playing XI