/indian-express-bangla/media/media_files/2025/10/15/rohit-sharma-and-virat-kohli-1-2025-10-15-10-57-03.jpg)
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
India vs Australia: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আরও একবার রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) জাতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে। ভারতের এই দুই ক্রিকেট মহারথী ইতিমধ্যে টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আপাতত খেলছেন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাট। অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে রোহিত এবং বিরাটের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই আশঙ্কা করছেন, ২০২৭ বিশ্বকাপে হয়ত টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) এই দুই তারকা ব্যাটারকে দেখতে পাওয়া যাবে না।
Rohit Sharma News Update: ক্যাপ্টেন্সি হারানোর পর প্রথমবার মুখ খুললেন রোহিত, জানালেন মনের কথা
রোহিত এবং বিরাট কে নিয়ে বড় মন্তব্য রাজীব শুক্লার
ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা রোহিত এবং বিরাটের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে একটি বড় মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই ওয়ানডে ফরম্যাট থেকে টিম ইন্ডিয়ার এই দুই ক্রিকেটার অবসর গ্রহণ করছেন না। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজীব শুক্লা জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেটে রোহিত এবং বিরাট যতদিন খেলবেন, সেটা ভারতীয় ক্রিকেটের কাছেই লাভদায়ক। কারণ দুজনেই অসম্ভব প্রতিভাবান। ওরা দলে থাকলেই অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারব।
Rohit Sharma Big News: ক্যাপ্টেন্সি হারিয়েছেন আগেই, এবার রোহিতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!
অবসর নেওয়ার বিষয়টা ক্রিকেটারদের উপর নির্ভর করে - রাজীব শুক্লা
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি আর ও যোগ করেছেন, অনেকেই হয়তো বলছেন যে এটাই নাকি রোহিত এবং বিরাটের শেষ ওয়ানডে সিরিজ হতে চলেছে। ব্যাপারটা একেবারেই তেমন নয়। এইসব ব্যাপার নিয়ে আমাদের মাথা ঘামানোই উচিত নয়। কোন ক্রিকেটার কবে অবসর গ্রহণ করবেন, সেটা তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। আগে থেকে এটাই শেষ সিরিজ, এমন কথা বলা একেবারেই উচিত নয়। রাজীব শুক্লার মন্তব্য থেকে একটা বিষয় যথেষ্ট স্পষ্ট হয়ে গিয়েছে, রোহিত এবং বিরাট আপাতত ওয়ানডে ফরম্যাট থেকে অবসর গ্রহণের চিন্তাভাবনা করছেন না।
Rohit Sharma News Update: রোহিত শর্মাকে নিয়ে বড় খবর, টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার 'হিটম্য়ান'?
অস্ট্রেলিয়া সিরিজে ক্রিকেটার হিসেবে খেলবেন রোহিত শর্মা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফির খেতাব জয় করেছিল। কিন্তু, অস্ট্রেলিয়া সিরিজে একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই তাকে খেলতে দেখা যাবে। এই সিরিজের আগে তার হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। আপাতত শুভমান গিলের হাতেই ভারতীয় ক্রিকেট দলের টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, ওয়ানডে সিরিজে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। এই নতুন অধিনায়কত্বে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেটাই আপাতত দেখার। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচটি পার্থে আয়োজন করা হচ্ছে। ওয়ানডে সিরিজের পর এই দুটো দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও আয়োজন করা হবে।