/indian-express-bangla/media/media_files/2025/10/05/virat-kohli-4-2025-10-05-22-10-53.jpg)
Virat Kohli: আসন্ন অস্ট্রেলিয়া (India vs Australia) সফরের জন্য ইতিমধ্যে অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ওয়ানডে এবং টি-২০ সিরিজের জন্য ইতিমধ্যে ঘোষিত হয়েছে টিম ইন্ডিয়ার স্কোয়াড (Indian Cricket Team)। রোহিত শর্মার (Rohit Sharma) হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে ওয়ানডে ক্যাপ্টেন্সি। শুভমান গিলের (Shubman Gill) কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিরাট কোহলিকেও ওয়ানডে স্কোয়াডে সামিল করা হয়েছে।
Virat Kohli News: কিং কোহলিকে নিয়ে 'বড় খবর', ভারত ছেড়ে খেলবেন এই দেশের হয়ে?
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যথেষ্ট ভাল ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট সমর্থকরা কোহলির থেকে সেই ব্যাটিং ফর্মের পুনরাবৃত্তি দেখতে চায়। অন্যদিকে, বিরাটের কাছেও ওয়ানডে ক্রিকেটে আরও একটি বড় রেকর্ড অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে। আর ৫৪ রান করতে পারলেই তিনি কুমার সঙ্গকারার একটি বিশাল রেকর্ড চুরমার করতে পারবেন।
Virat and Anushka: ক্যাফেতে মারাত্মক অপমান, ঘাড় ধরে বের করা হয় বিরাট - অনুষ্কাকে!
আরও একটি রেকর্ডের দোরগোড়ায় বিরাট কোহলি
আসলে, ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ৩০২ ম্য়াচের ২৯০ ইনিংসে তাঁর ব্যাট থেকে মোট ১৪,১৮১ রান বেরিয়ে এসেছে। এই তালিকায় তাঁর থেকে এগিয়ে রয়েছেন শচীন তেন্ডুলকর এবং কুমার সঙ্গকারা। ১৪,২২৩৪ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সঙ্গকারা।
যদি আসন্ন ওয়ানডে সিরিজে বিরাট আর ৫৪ রান করতে পারেন, তাহলে শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী ব্য়াটার সঙ্গকারার রেকর্ড ভেঙে ফেলতে পারবেন। 'ক্রিকেট ঈশ্বর' অর্থাৎ শচীন তেন্ডুলকর ১৮,৪২৬ রান করে এই তালিকায় শীর্ষস্থানে বিরাজ করছেন। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক শতরানের মালিক অবশ্য বিরাট কোহলি। এই তালিকায় তিনি শচীনকে টেক্কা দিয়েছেন।
Virat Kohli News Update: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে গভীর কানেকশন!
৭ মাস পর ক্রিকেট ময়দানে ফিরছেন কোহলি
বিরাট কোহলি প্রায় ৭ মাস পর ফের ভারতীয় ক্রিকেট দলে প্রত্য়াবর্তন করছেন। শেষবার তিনি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে খেলতে নেমেছিলেন। এই টুর্নামেন্টে বিরাটের ব্য়াট থেকে কার্যত রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছিল। ৫ ম্য়াচে ৫৪-র গড়ে তিনি মোট ২১৮ রান করেছিলেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর গ্রহণ করেছেন বিরাট।
Virat and Rohit: অবশেষে এল 'সুখবর', কবে আবারও দেখা যাবে রোহিত-বিরাটের ব্যাটিং ধামাকা?
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে তাঁর ব্যাটিং গর্জন দেখা যাবে বলেই আশা ভারতীয় ক্রিকেট সমর্থকদের। ক্যঙারুদের উইকেটে কোহলি আগেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ ম্য়াচে কিং কোহলি ৫১-র ব্যাটিং গড়ে মোট ১,৩২৭ রান করেছেন। তাঁর ব্যাট থেকে ৫ সেঞ্চুরি এবং ৬ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।