/indian-express-bangla/media/media_files/2025/03/10/d2uHxsyf4SY7z0ERzJib.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিত শর্মা Photograph: (আইসিসি টুইটার)
Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলার পর ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবে। এই সফরে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজের পাশাপাশি ৫ ম্য়াচের টি-২০ সিরিজও খেলবে। এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করলেন। এই স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের পাশাপাশি সিনিয়রদেরও জায়গা দেওয়া হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, রোহিত শর্মার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে ওয়ানডে ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি। তাঁর জায়গায় শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।
Shubman Gill ODI Captain: রোহিত নয়, ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কও শুভমান? অপেক্ষা শুধু ঘোষণার
বড়সড় ধাক্কা খেলেন রোহিত শর্মা
আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নির্বাচন করা হয়নি। শুভমান গিলের নেতৃত্বে 'হিটম্য়ান' খেলতে নামবেন। এর পাশাপাশি বিরাট কোহলিকেও স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার এই দুই মহারথী দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার খেলেছিলেন।
Rohit Sharma ODI Captaincy: রোহিত শর্মাকে নিয়ে চরম দুঃসংবাদ! ওয়ানডে সিরিজের আগে অধিনায়কত্বে কোপ?
টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল।
India vs Pakistan Asia Cup Final: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় খবর, না শুনলে চরম মিস!
টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।
৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল আগামী ১৯ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে ২৩ অক্টোবর। তৃতীয় ম্য়াচটি ২৫ অক্টোবর। এরপর আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। টি-২০ ক্রিকেট দলকে নিঃসন্দেহে সূর্যকুমার যাদব নেতৃত্ব দেবেন। চোটের কারণে হার্দিক পান্ডিয়া এই সফরে যেতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us