/indian-express-bangla/media/media_files/2025/08/03/shubman-gill-record-7-2025-08-03-16-32-20.jpg)
Shubman Gill: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ আপাতত জমে উঠেছে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্য়াট করতে নেমে মাত্র ১৬২ রান করেছে। এরপর ভারতের হয়ে কেএল রাহুল (KL Rahul) এবং শুভমান গিল দুর্দান্ত ব্যাট করেন। সঙ্গে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) বসালেন চালকের আসনে। একদিকে, কেএল রাহুল যেমন শতরান হাঁকিয়েছেন, ঠিক তেমনই অধিনায়ক শুভমান গিলের ব্য়াট থেকে বেরিয়ে এল ঝকঝকে হাফসেঞ্চুরি। যদিও শুভমান প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। ৫০ রান করেই তিনি আউট হয়ে যান।
Shubman Gill vs Shaheen Afridi: ঝামেলা পাকাতে এসেছিলেন আফ্রিদি, 'অওকাত' দেখিয়ে দিলেন শুভমানও!
কামাল করলেন শুভমান গিল
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে এক অনন্য কৃতিত্ব কায়েম করলেন শুভমান গিল। একবিংশ শতকে টিম ইন্ডিয়ার প্রথম অধিনায়ক হিসেবে শুভমান হোম টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করলেন। এই রেকর্ড নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, এমনকী মহেন্দ্র সিং ধোনির দখলেও। ভারতের এই তিন প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংসে ফিফটি প্লাস স্কোর করতে পারেননি। শুভমানের আগে দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংসে ৫০+ করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার। ১৯৭৮ সালে ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তিনি ২০৫ রান করেছিলেন।
Shubman Gill Blood Report: সামনে এল শুভমানের ব্লাড রিপোর্ট, চারদিকে তুলকালাম কাণ্ড!
টেস্ট ক্রিকেটে ৩০০ বাউন্ডারি গিলের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুভমান গিল খুব বুঝেশুনে ব্যাট করলেন। পাশাপাশি প্রতিপক্ষ বোলারদেরও যথেষ্ট চাপে রাখেন তিনি। অহমেদাবাদ টেস্টের প্রথমে ইনিংসে তিনি ৫০ রান করেন। এরমধ্যে ৫ চার রয়েছে। আর সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে তিনি ৩০০ বাউন্ডারির চৌকাঠও স্পর্শ করে ফেললেন। এটা অবশ্যই একটি স্পেশাল রেকর্ড যা শুভমানের ঝুলিতে জমা পড়ল।
শতরান করলেন কেএল রাহুল
অহমেদাবাদ টেস্টের প্রথম দিন ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। সেকারণে উইন্ডিজ ব্যাটাররা কার্যত মাথা তুলে দাঁড়াতে পারেননি। সর্বাধিক ৪ উইকেট শিকার করেন মহম্মদ সিরাজ। গোটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়। এরপর ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১০০ রান করলেন কেএল রাহুল। এছাড়া শুভমান গিল ৫০ রানের ইনিংস খেলেন। যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে ৩৬ রান বেরিয়ে আসে। টিম ইন্ডিয়া আপাতত ৪ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে। ৬৩ রানে ব্যাট করছেন ধ্রুব জুরেল, ৪২ রানে রবীন্দ্র জাদেজা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us