Ind vs Aus Cricket Score, 2nd ODI Highlights: শেষ যাবতীয় আশা, সিরিজে লজ্জার হার ভারতের

IND vs AUS 2nd ODI Live Update: ইতিমধ্যে জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজে টিকে থাকতে হলে ভারতকে আজকের ম্য়াচটা জিততেই হবে।

IND vs AUS 2nd ODI Live Update: ইতিমধ্যে জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজে টিকে থাকতে হলে ভারতকে আজকের ম্য়াচটা জিততেই হবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Axar Patel (1)

উইকেট শিকারের পর অক্ষরের উল্লাস

India vs Australia: শেষ হল ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া ২ উইকেট হাতে রেখে কাঙ্খিত রান তুলে নেয়। অজি ব্যাটারদের মধ্যে হাফসেঞ্চুরি করেছেন ম্যাথিউ শর্ট (৭৪) এবং কুপার কনৌলি (৬১)। ভারতীয় বোলারদের মধ্যে দুটো করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানা। এছাড়া একটি করে আউট করেন মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল। 

Advertisment

IND vs AUS Playing XI: টস ভাগ্য খুলল না ভারতের, কেমন হল টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

টস হেরে ব্যাটিং ভারতের

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। শুরুতেই জ়েভিয়ার বার্টলেট যে ধ্বংসলীলা চালিয়েছিলেন, সেখান থেকে ভারত কিছুটা হলেও নিজেদের সম্মান পুনরুদ্ধার করতে পেরেছে। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান করেছে।

Advertisment

Virat Kohli Duck: বিরাটকে নিয়ে চরম দুঃসংবাদ, হা-হুতাশ করছেন সমর্থকরা

ত্রাস সঞ্চার করেছিলেন বার্টলেট

শুরুতেই বিরাট কোহলি এবং শুভমান গিলকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ত্রাসের সঞ্চার করেছিলেন বার্টলেট। কিন্তু, এই ম্য়াচে রোহিত শর্মা নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। শুরুর দিকে রান করতে সামান্য সমস্যা হলেও, একবার ছন্দ ধরে নেওয়ার পর তাঁকে আর ধরে রাখা সম্ভব হয়নি। এই ম্য়াচে রোহিতেক ব্যাট থেকে অসাধারণ কয়েকটি শট দেখতে পাওয়া গেল। তিনি ৯৭ বলে ৭৩ রান করেন। পাশাপাশি শ্রেয়স আইয়ারের হাফসেঞ্চুরিও মিডল ওভারে টিম ইন্ডিয়ার ভিত শক্ত করে। 

Rohit Sharma Record: অজিদের চামড়া গোটালেন রোহিত, হাফসেঞ্চুরির পাশাপাশি গড়লেন নয়া ইতিহাস!

এবার নজর থাকবে ভারতীয় বোলারদের উপর

অজি বোলারদের মধ্যে এই ম্য়াচে নজর কাড়লেন জস হ্যাজেলউড। যদিও তিনি কোনও উইকেট শিকার করতে পারেননি। স্টার্ক কিছুটা বেশিই রান খরচ করে ফেললেন। শেষবেলায় হর্ষিতের ২৪ রান টিম ইন্ডিয়াকে সম্মানজনক স্কোর খাড়া করতে সাহায্য করেছে। শুরুর দিকে এই উইকেট ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন ছিল। কিন্তু, সময় যত এগিয়েছে, ততই তা সহজ হয়ে উঠেছে। এই উইকেটে বাউন্স এবং সুইং দুটোই দেখতে পাওয়া গিয়েছে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার বোলাররা আদৌ ফায়দা তুলতে পারবেন? সেটাই আপাতত দেখার।

  • Oct 23, 2025 17:16 IST

    হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

    হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়লাভ করল। কুপার কনৌলি ৬১ রানে অপরাজিত রইলেন। তিনিই আসলে জয়ের রাস্তাটা প্রশস্থ করেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া তিন ম্য়াচের এই ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল। এই পরিস্থিতিতে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচটা যে নেহাতই সম্মানরক্ষার হয়ে গেল, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।



  • Oct 23, 2025 17:07 IST

    অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন

    অস্ট্রেলিয়া ক্রিকেট দল অষ্টম উইকেট হারাল। ফিরলেন মিচেল স্টার্ক। ৪ রান করে স্টার্ক ভারতীয় পেসার মহম্মদ সিরাজের শিকার হলেন। জয়ের জন্য আর ৫ রান দরকার।



  • Oct 23, 2025 17:00 IST

    দ্বিতীয় উইকেট পেলেন আর্শদীপ

    টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি আর্শদীপ সিং দ্বিতীয় উইকেট শিকার করলেন। প্যাভিলিয়নে ফিরলেন জ়েভিয়ার বার্টলেট। ৩ রান করে বার্টলেট প্যভিলিয়নে ফিরলেন। অস্ট্রেলিয়া ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে। জয়ের জন্য ৩০ বলে ১০ রান দরকার।



  • Oct 23, 2025 16:56 IST

    কুপার কনৌলির ধামাকাদার হাফসেঞ্চুরি

    অস্ট্রেলিয়ার উদীয়মান অলরাউন্ডার কুপার কনৌলির আক্রমণাত্মক ব্যাট করছেন। ইতিমধ্যে তিনি ধামাকাদার হাফসেঞ্চুরি হাঁকালেন। কুপার ৪৫ বলে ৫৩ রান করেছেন। কনৌলির ব্যাটিংয়ের দৌলতে জয়ের গন্ধ পাচ্ছে অস্ট্রেলিয়া।



  • Oct 23, 2025 16:47 IST

    আওয়েনের উইকেট নিলেন সুন্দর

    অস্ট্রেলিয়ার মিচেল আওয়েন ৩৬ রান করে সুন্দরের শিকার হলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল আপাতত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান করেছে। জয়ের জন্য আপাতত ৪২ বলে ১৭ রান দরকার।



  • Oct 23, 2025 16:45 IST

    সম্পূর্ণ ফিট নন হর্ষিত

    ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার হর্ষিত রানাকে সম্পূর্ণ ফিট বলে মনে হচ্ছে না। বল করার সময় বারংবার তাঁর পেশিতে টান ধরছে। আর সেকারণে খেলা থামাতে হচ্ছে। ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ২১৬ রান করেছে। জয়ের জন্য ৬০ বলে ৪৯ রান দরকার।



  • Oct 23, 2025 16:21 IST

    প্যাভিলিয়নে ফিরল অস্ট্রেলিয়ার অর্ধেক দল

    ২ জীবনদানের পর অবশেষে ম্যাথিউ শর্ট ৭৪ রান করে আউট হলেন। হর্ষিত রানার বলে মহম্মদ সিরাজ ক্যাচ ধরতেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগালেন শর্ট। আর সেকারণে ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে।



  • Oct 23, 2025 16:19 IST

    অস্ট্রেলিয়ার দুর্দান্ত কামব্যাক

    অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৩৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছেন। ম্যাথিউ শর্ট ৬৯ রানে এবং কুপার কনৌলি ২৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে আপাতত ৯০ বলে ৯০ রান দরকার।



  • Oct 23, 2025 16:17 IST

    সহজ ক্যাচ ড্রপ করলেন সিরাজ

    টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ একটা সহজ ক্যাচ মিস করলেন। এই ক্যাচটা ধরতে পারলে শর্ট ৫৫ রানে আউট হয়ে যেতেন। অস্ট্রেলিয়া ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন শর্ট।



  • Oct 23, 2025 16:15 IST

    অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন

    ফিরলেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে চতুর্থ উইকেটের পতন হল। অ্যালেক্স ক্যারি ৯ রান করে ওয়াশিংটন সুনদরের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন। আর সেকারণে অস্ট্রেলিয়া ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে।



  • Oct 23, 2025 15:32 IST

    হাফসেঞ্চুরি করলেন ম্য়াথিউ শর্ট

    ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন ম্যাথিউ শর্ট। ৪৮ বলে ৫০ করলেন তিনি। তিন বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।



  • Oct 23, 2025 15:16 IST

    অস্ট্রেলিয়ার তূতীয় উইকেটের পতন

    অস্ট্রেলিয়া ক্রিকেট দলে তৃতীয় উইকেটের পতন হল। ম্যাট রেনেশো ৩০ রান করে অক্ষর প্যাটেলের শিকার হলেন। অস্ট্রেলিয়া ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান করেছে। ম্যাথিউ শর্ট ৩৭ রানে ব্যাট করছেন।



  • Oct 23, 2025 15:14 IST

    ক্যাঙারুদের দুর্দান্ত প্রত্যাবর্তন

    অস্ট্রেলিয়া ক্রিকেট দল ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে। জয়ের জন্য ৩০ ওভারে এবার ১৬২ রান দরকার। আপাতত উইকেট শিকার করতে হবে ভারতীয় বোলারদের। নাহলে ম্য়াচ হাতের বাইরে চলে যাবে।



  • Oct 23, 2025 14:37 IST

    অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন

    এবার দ্বিতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ট্রাভিস হেড ২৮ রান করে হর্ষিত রানার বলে আউট হলেন। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে।



  • Oct 23, 2025 14:16 IST

    ধীরে শুরু করল অস্ট্রেলিয়া

    ২৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শুরুটা বেশ ধীরগতিতেই হল। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৪২ রান করেছে। ভারতীয় বোলারদের একমাত্র আর্শদীপ সিংই উইকেট শিকার করেছেন।



  • Oct 23, 2025 14:08 IST

    শুরুতেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

    অস্ট্রেলিয়া ক্রিকেট দলে প্রথম উইকেটের পতন হল। ফিরে গেলেন মিচেল মার্শ। আর্শদীপের শিকার হলেন অজি অধিনায়ক। মাত্র ১১ রান করে ফিরে যান তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখনও পর্যন্ত ৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান করেছে।



  • Oct 23, 2025 13:35 IST

    শুরু হল অস্ট্রেলিয়ার ইনিংস

    জয়ের জন্য ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নামল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের হয়ে ওপেন করতে নামলেন ট্রাভিস হেড এবং মিচেল মার্শ। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ওভার করতে আসছেন মহম্মদ সিরাজ।



  • Oct 23, 2025 13:01 IST

    শেষ ভারতের ইনিংস

    শ্রেয়স আউট হওয়ার পর বাকি ব্যাটাররা আর খুব বেশি রান করতে পারলেন না। অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান করেছে।



  • Oct 23, 2025 12:59 IST

    আউট শ্রেয়সও

    রোহিতের পর আউট হয়ে গেলেন শ্রেয়স আইয়ারও। অ্যাডাম জ়াম্পা তাঁকে ক্লিন বোল্ড করে দেন। ৬১ রান করে ফিরতে হল শ্রেয়সকে।



  • Oct 23, 2025 12:58 IST

    আউট রোহিত

    শেষ পর্যন্ত ৭৩ রান করে রোহিত শর্মা আউট হলেন মিচেল স্টার্কের বলে। রোহিতের এই ইনিংসে ৭ বাউন্ডারি এবং ২ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।



  • Oct 23, 2025 12:54 IST

    অর্ধশতরান আইয়ারের

    রোহিতের পর হাফসেঞ্চুরি করলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৬৭ বলে ৫০ রান করেন তিনি। তাঁর ব্যাট থেকে ৫ বাউন্ডারি বেরিয়ে এসেছে।



  • Oct 23, 2025 12:52 IST

    শতরানের পার্টনারশিপ

    তৃতীয় উইকেটে রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ারের মধ্যে শতরানের (১২১ বল) পার্টনারশিপ গড়ে ওঠে। রোহিত ব্যাট করছেন ৫৫ রানে, শ্রেয়স ৪৩ রানে।



  • Oct 23, 2025 12:51 IST

    হাফসেঞ্চুরি রোহিতের

    ৭৪ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত তিনি ৪ বাউন্ডারি এবং ২ ছক্কা হাঁকিয়েছেন।



  • Oct 23, 2025 12:50 IST

    শুরুটা ভাল হল না ভারতের

    এই ম্য়াচে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। অথচ শুভমান মাত্র ৯ রান করেই ফিরে যান। রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলিও। একটা সময় ১৭ রানে জোড়া উইকেট হারায় ভারত।



  • Oct 23, 2025 12:48 IST

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

    মিচেল মার্শ, ট্রাভিস হেড, ম্য়াথিউ শর্ট, ম্যাথিউ রেনেশো, অ্যালেক্স ক্যারি, কুপার কনৌলি, মিচেল আওয়েন, জ়েভিয়ার বার্টলেট, মিচেল স্টার্ক, অ্যাডাম জ়াম্পা, জস হ্যাজেলউড।



  • Oct 23, 2025 12:47 IST

    ভারতের প্রথম একাদশ

    রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।



  • Oct 23, 2025 12:46 IST

    টস আপডেট

    ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গেল। সিরিজের প্রথম ম্য়াচটি পারথে আয়োজন করা হয়েছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গিয়েছিল। এবার দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করে ভারত এই সিরিজে সমতা ফেরাতে চাইবে। ইতিমধ্যে ম্য়াচের টস আয়োজন করা হয়েছে। টস জিতে ভারতীয় ক্রিকেট দলকে প্রথমে ব্যাট করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। আশা করা হয়েছিল, দ্বিতীয় ম্য়াচে হয়ত টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কুলদীপ যাদবকে দেখা যেতে পারে। কিন্তু, তেমনটা হয়নি। দলের প্রথম একাদশ অপরিবর্তিতই রাখলেন শুভমান গিল।



India vs Australia