IND vs AUS Playing XI: টস ভাগ্য খুলল না ভারতের, কেমন হল টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

IND vs AUS 2nd ODI: ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গেল। সিরিজের প্রথম ম্য়াচটি পারথে আয়োজন করা হয়েছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গিয়েছিল।

IND vs AUS 2nd ODI: ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গেল। সিরিজের প্রথম ম্য়াচটি পারথে আয়োজন করা হয়েছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গিয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill (10)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গেল। সিরিজের প্রথম ম্য়াচটি পারথে আয়োজন করা হয়েছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে গিয়েছিল। এবার দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করে ভারত এই সিরিজে সমতা ফেরাতে চাইবে। ইতিমধ্যে ম্য়াচের টস আয়োজন করা হয়েছে। টস জিতে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) প্রথমে ব্যাট করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। আশা করা হয়েছিল, দ্বিতীয় ম্য়াচে হয়ত টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দেখা যেতে পারে। কিন্তু, তেমনটা হয়নি। দলের প্রথম একাদশ (Team India Playing XI) অপরিবর্তিতই রাখলেন শুভমান গিল (Shubman Gill)।

Advertisment

IND vs AUS: দ্বিতীয় ওয়ানডে খেলবেন না রোহিত? অ্যাডিলেডে এই ১১ ক্রিকেটারকে সুযোগ দেবে টিম ইন্ডিয়া

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Advertisment

Shubman Gill News: শুভমান গিলকে নিয়ে 'ফাঁস' বিস্ফোরক খবর, কল্পনাই করেননি টিম ইন্ডিয়ার সমর্থকরা!

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: 

মিচেল মার্শ, ট্রাভিস হেড, ম্য়াথিউ শর্ট, ম্যাথিউ রেনেশো, অ্যালেক্স ক্যারি, কুপার কনৌলি, মিচেল আওয়েন, জ়েভিয়ার বার্টলেট, মিচেল স্টার্ক, অ্যাডাম জ়াম্পা, জস হ্যাজেলউড।

শুভমান গিল বললেন:

উইকেট দেখে তো বেশ ভালই মনে হচ্ছে। টস জিতলে আমরাও প্রথমে বল করার সিদ্ধান্তই নিতাম। কারণ, গত কয়েকদিন ধরে এই উইকেটটা ঢাকা রয়েছে। তবে ব্যাট করতেও কোনও অসুবিধে নেই। ভাগ্য ভাল, আজ ওয়েদার তুলনামূলক ভাল। আশা করছি, বৃষ্টির কারণে ম্য়াচ বন্ধ হবে না। আমরা একই দল নিয়ে মাঠে নামব।

IND vs AUS 2nd ODI Weather: পারথের মতো অ্যাডিলেডেও তুলকালাম বৃষ্টির আশঙ্কা? ভেস্তে যাবে দ্বিতীয় ওয়ানডে?

ওয়েদার আপডেট:

ওয়ার্ল্ডওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, স্থানীয় সময় বেলা ২টো নাগাদ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই সময় বৃষ্টির সম্ভাবনা নেই। টস নিশ্চিন্তেই হয়ে যাবে। তবে খেলা চলাকালীন আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। এমনকী, হতে পারে সামান্য বৃষ্টিপাতও। কিন্তু, তুলকালাম বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (ভারতীয় সময় বেলা ২টো) বৃষ্টি হতে পারে। কারণ, আকাশে ১০০ শতাংশ কালো মেঘ থাকবে। এইসময় তাপমাত্রাও ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।

IND vs AUS 1st ODI Highlights: অবিচারের শিকার হল ভারত? হারতে না হারতেই উঠছে প্রশ্ন

পিচ রিপোর্ট:

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটি অ্যাডিলেড ওভালে আয়োজন করা হচ্ছে। এখানকার উইকেটে যথেষ্ট বাউন্স দেখা যেতে পারে। এই মাঠে সচরাচর দেখা যায়, ব্যাটাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। কিন্তু, বৃহস্পতিবার আবহাওয়ার কথা মাথায় রেখে, পেস বোলাররা নিজেদের ভাগ্য ঘোরাতে পারেন। যে দল প্রথমে ব্যাট করতে নামবে, তাদের কমপক্ষে ৩০০ রান করতেই হবে। নাহলে স্কোর ডিফেন্ড করা বেশ কঠিন হয়ে যাবে।

India vs Australia Team India Playing XI Shubman Gill Indian Cricket Team Kuldeep Yadav