/indian-express-bangla/media/media_files/2025/10/23/rohit-sharma-7-2025-10-23-11-38-28.jpg)
মারমুখী মেজাজে রোহিত শর্মা
Rohit Sharma: ইতিমধ্যে জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় ওয়ানডে সিরিজ। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তার থেকেও বড় কথা, এমন একটা সময়ে রোহিতের ব্যাট থেকে অর্ধ-শতরান এল, যখন ভারতীয় ক্রিকেট দলে তাঁর উপস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন। আশা করা যায়, রোহিতের চওড়া ব্যাট সকল সমালোচকদের মুখ বন্ধ করে দেবে। ৩০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে।
Rohit Sharma News Update: ক্যাপ্টেন্সি হারানোর পর প্রথমবার মুখ খুললেন রোহিত, জানালেন মনের কথা
হিটম্যানের হাফসেঞ্চুরি
অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে শুরুটা তেমন ভাল করতে পারেননি রোহিত। উইকেটে চোখ সেট করার জন্য বেশ কয়েকটি বল খেলেন। তারপর যখন থেকে তাঁর ব্যাট চলতে শুরু করল, টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডও তরতরিয়ে এগিয়ে চলল। এই ম্য়াচে রোহিত শর্মা ৭৪ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। গোটা স্টেডিয়াম তাঁকে কুর্নিশ জানায়। যদিও রোহিতের মধ্যে তেমন কোনও উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল না। শেষ পর্যন্ত ৭৩ রান করে তিনি মিচেল স্টার্কের বলে আউট হলেন। রোহিতের এই ইনিংসে ৭ বাউন্ডারি এবং ২ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।
Rohit Sharma News Update: রোহিত শর্মাকে নিয়ে বড় খবর, টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার 'হিটম্য়ান'?
রোহিতের হাফসেঞ্চুরি কেন এতটা গুরুত্বপূর্ণ?
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রোহিত শর্মা যে হাফসেঞ্চুরি হাঁকালেন, সেটা মূলত ২ কারণে গুরুত্বপূর্ণ। সপ্তম ওভারে শুভমান গিল (৯) এবং বিরাট কোহলি (০) ফিরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার উপর একটা অপ্রত্যাশিত চাপ তৈরি হয়েছিল। সেখানে রোহিতের এই হাফসেঞ্চুরি কিছুটা হলেও অক্সিজেন নিয়ে এল। হতে পারে, অন্য ইনিংসের তুলনায় রোহিত হয়ত এই ম্য়াচে কিছুটা হলেও বেশি বল খেলেছেন। কিন্তু, যে কঠিন সময়ে তিনি দলের হাল ধরেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।
Rohit Sharma ODI Captain: বড়সড় ধাক্কা খেলেন রোহিত শর্মা, কেড়ে নেওয়া হল ওয়ানডে ক্যাপ্টেন্সি
দ্বিতীয় কারণটা বেশ স্পষ্ট। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, গৌতম গম্ভীরের সেনাবাহিনীতে রোহিত শর্মা নাকি ফিট হচ্ছেন না। অনেকেই বলতে শুরু করেছেন যে অস্ট্রেলিয়া সফরের পরই হয়ত রোহিত ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন। এমনকী, গতকাল তো এও শোনা যাচ্ছিল যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে রোহিতকে খেলানো হবে না। তাঁর জায়গায় খেলতে নামবেন যশস্বী জয়সওয়াল। সবমিলিয়ে পরিস্থিতি যে একেবারে রোহিতের অনুকূল ছিল না, তা বলাই বাহুল্য। কিন্তু, যাবতীয় প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে যেভাবে রোহিত আবারও ঘুরে দাঁড়ালেন, সেটার জন্য অবশ্যই কুর্নিশ প্রাপ্য।
Rohit Sharma ODI Captaincy: রোহিত শর্মাকে নিয়ে চরম দুঃসংবাদ! ওয়ানডে সিরিজের আগে অধিনায়কত্বে কোপ?
ইতিহাস গড়লেন রোহিত
এই ম্য়াচে রোহিত শর্মা প্রথম বাউন্ডারি হাঁকাতে না হাঁকাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ১,০০০ রান পুরণ করে ফেলেছেন। রোহিত শর্মা এমন একটি কৃতিত্ব অর্জন করেছেন যা আজ পর্যন্ত শচীন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলি করতে পারেননি। রোহিতই ভারতের প্রথম ব্যাটার যিনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us