India vs Bangladesh: টাইগার বধ করেই 'হুঙ্কার' সূর্যের, বলে দিলেন মারাত্মক এই কথা!

India vs Bangladesh: চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে টিম ইন্ডিয়া গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করে ভারতীয় ক্রিকেট দল। ৪১ রানে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলেছে।

India vs Bangladesh: চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে টিম ইন্ডিয়া গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করে ভারতীয় ক্রিকেট দল। ৪১ রানে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav (16)

বাংলাদেশকে হারানোর পর কী বললেন ভারত অধিনায়ক

India vs Bangladesh: চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে টিম ইন্ডিয়া গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৪১ রানে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলেছে। বাংলাদেশের হয়ে কোনও ক্রিকেটারই সেই অর্থে নজর কাড়তে পারেননি। এই ম্য়াচে বাংলাদেশ প্রথমে খারাপ বল করে। তারপর ব্যাটাররাও একে একে আয়ারাম-গয়ারামের ভূমিকা পালন করে। আর সেকারণেই টাইগারবাহিনীর হাত থেকে এই ম্য়াচটা শেষপর্যন্ত ফসকে যায়। বাংলাদেশকে হারানোর পর একটা বড়সড় মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

Advertisment

Asia Cup 2025, India vs Bangladesh: ব্যাটিং, বোলিংয়ে ইন্ডিয়ার দাপট, দুবাইয়ে ৪১ রানে টাইগার বধ!

কী বললেন সূর্যকুমার যাদব?

এই ম্য়াচে ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি সূর্যকুমার যাদব। ১১ বলে মাত্র ৫ রান করেই তিনি আউট হয়ে যান। খেলা শেষ হওয়ার পর একটি বড়সড় মন্তব্য করলেন সূর্যকুমার যাদব। তিনি জানান, যদি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আউটফিল্ড ফাস্ট হত, তাহলে টিম ইন্ডিয়া অনায়াসে ১৮০ থেকে ১৮৫ রান তুলে ফেলতে পারত। আর ১২-১৪ ওভার ভাল বল করতে পারলেই টিম ইন্ডিয়া যে কোনও রান ডিফেন্ড করতে পারবে।

Advertisment
Avishek Sharma
মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন অভিষেক

India vs Bangladesh Playing XI: বাংলাদেশের এই বোলারকে খেলতে হবে সাবধানে, আউট করেছেন বিরাট-অভিষেককে!

এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শিবম দুবেকে তিন নম্বরে প্রোমোট করা হয়েছিল। কিন্তু, ব্যাট হাতে শিবম একেবারেই নজর কাড়তে পারেননি। মাত্র ২ রান করে তিনি আউট হয়ে যান। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা হয়েছে। কারণ অনেকেই আশা করেছিলেন, তিন নম্বরে হয়ত সঞ্জু স্যামসনকে দেখতে পাওয়া যাবে। কিন্তু, এই ম্য়াচে তিনি ব্যাট করার সুযোগই পাননি। এই প্রসঙ্গে সূর্যকুমার যাদব বললেন, 'ওদের দলে একজন বাঁ-হাতি স্পিনার এবং একজন লেগ স্পিনার ছিল। সেকারণে তিন নম্বরে দুবেকে নামিয়ে কোনও ভুল সিদ্ধান্ত গ্রহণ করিনি। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ওর জন্য ব্যাট করার একেবারে আদর্শ সময়। কিন্তু, আজ দূর্ভাগ্যজনকভাবে ও রান করতে পারেনি। তবে আমরা এমন পরীক্ষা-নিরীক্ষা অবশ্যই করার চেষ্টা করব।'

India vs Bangladesh Asia Cup 2025: ভারত বনাম বাংলাদেশ, এই ৫ বিতর্ক কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব!

এভাবেই বাংলাদেশ বধ করল টিম ইন্ডিয়া

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে। ভারতের হয়ে সর্বাধিক রান করেন অভিষেক শর্মা। এই ম্য়াচে তিনি ৩৭ বলে ৭৫ রান করেছেন। এছাড়া শুভমান গিল ১৯ বলে ২৯ রান করেন। অন্যদিকে, হার্দিক পান্ডিয়া লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে যথেষ্ট দাপট দেখালেন। তিনি ২৯ বলে ৩৮ রান করেন। বাংলাদেশের হয়ে সইফ হাসান ছাড়া আর কেউ সেভাবে প্রভাব বিস্তার করতে পারলে না। সইফ ৫১ বলে ৬৯ রান করেন। এছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটার বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৯.৩ ওভারে বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয়ে যায়।

Suryakumar Yadav Indian Cricket Team Asia Cup 2025 India vs Bangladesh