India vs China: চিনকে হারিয়ে উল্লাস ভারতের, এশিয়া কাপে ধামাকাদার শুরুয়াত ভারতের

Asia Cup hockey 2025: শুক্রবার অর্থাৎ ২৯ অগাস্ট বিহারের রাজগীরে ২০২৫ এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। প্রথমবার বিহারে এই টুর্নামেন্টের আসর বসেছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যে উৎসাহের পারদ চড়তে শুরু করেছে।

Asia Cup hockey 2025: শুক্রবার অর্থাৎ ২৯ অগাস্ট বিহারের রাজগীরে ২০২৫ এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। প্রথমবার বিহারে এই টুর্নামেন্টের আসর বসেছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যে উৎসাহের পারদ চড়তে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs China

চিনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারিয়ে দিল ভারত

Indian Hockey Team: গত শুক্রবার (২৯ অগাস্ট) গোটা দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়েছে। আর ওই দিনই ভারতীয় হকি দল দুরন্ত জয় ছিনিয়ে আনল। এর থেকে ভাল আর কীই বা হতে পারে! প্রতিবছর ২৯ অগাস্ট ভারতের কিংবদন্তী হকি তারকা মেজর ধ্যানচাঁদের জন্মদিন পালন করা হয়। এই বিশেষ দিনে জয় দিয়েই ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) যাত্রা শুরু করল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের হ্যাটট্রিকের দৌলতে ভারতীয় হকি দল পুল এ'র প্রথম ম্য়াচে চিনকে (India vs China) ৪-৩ গোলে পরাস্ত করেছে।

Advertisment

Hockey: ভারতেই ২০২৫ এশিয়া কাপ, বৌদ্ধ তীর্থক্ষেত্রে জমে উঠবে ধ্যানচাঁদের উত্তরসূরিদের শ্রেষ্ঠত্বের লড়াই

শুক্রবার অর্থাৎ ২৯ অগাস্ট বিহারের রাজগীরে ২০২৫ এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। প্রথমবার বিহারে এই টুর্নামেন্টের আসর বসেছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যে উৎসাহের পারদ চড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্য়াচে জয় ভারতীয় সমর্থকদের উৎসাহ আরও দ্বিগুণ করে দিয়েছে। যদিও অলিম্পিক টুর্নামেন্টে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দলকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। সহজে এই জয় আসেনি। 

Advertisment

Hockey World Cup: চেন্নাই ও মাদুরাইয়ে হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ

হরমনপ্রীতের হ্যাটট্রিকেই এসেছে জয়

পুল এ'র এই ম্য়াচে প্রথম গোলটা চিনই করেছিল। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ডু শিহাও গোলের খাতা খোলেন এবং ১-০ ব্যবধানে চিনকে এগিয়ে দেন। কিন্তু, চিন এই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১৮ মিনিটে যুগরাজ সিংয়ের গোল স্কোরবোর্ডে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। এরপর পালা ছিল ভারতীয় হকি দলের। আর টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং দুর্দান্ত ড্র্যাগ ফ্লিকে নজরকাড়া পারফরম্য়ান্স করলেন। ম্যাচের ২০ এবং ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেন তিনি। আর সেইসঙ্গে ভারতকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।

Hockey returns to Delhi: হকি ফিরল দিল্লিতে, বার্লিন প্রাচীর ভাঙতে ব্যর্থ হরমনপ্রীতের বাহিনী

কিন্তু, চিনও সহজে হাল ছেড়ে দেয়নি। পরের দুটো গোল তারা করে ম্যাচে ৩-৩ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। তৃতীয় কোয়ার্টারের শেষে দুটো দলই তিনটে করে গোল করে। এবার ভারতীয় হকি দলের কাছে জয়ের জন্য অন্তিম কোয়ার্টার অর্থাৎ শেষ ১৫ মিনিট বাকি ছিল। যদিও চতুর্থ কোয়ার্টারের শুরুতেই গোল চলে আসে। অধিনায়ক হরমনপ্রীত ফের পেনাল্টি কর্নার থেকে ৪৭ মিনিটে হ্যাটট্রিক গোলটি করলেন। আর সেইসঙ্গে ভারত ৪-৩ ব্যবধানে এগিয়ে যায়। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া এই লিডটা ধরে রাখতে পারে এবং এই ম্য়াচে জয়লাভ করে।

Hockey World Cup 2018: থিম সংয়ের প্রোমো শেয়ার করলেন এআর রহমান

জাপান-কোরিয়ার দুর্দান্ত জয়

অন্যদিকে, পুল এ'র অপর একটি ম্য়াচে জাপানও শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই করেছে। প্রথম ম্য়াচে তারা কাজাখস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে জাপান ৭-০ ব্যবধানে প্রত্যাশিত জয়লাভ করে। অন্যদিকে, পুল বি'তেও একই ছবি দেখতে পাওয়া যায়। সেখানে দক্ষিণ কোরিয়া ৭-০ গোলে চাইনিজ তাইপেইকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের জায়গায় খেলতে আসা বাংলাদেশও প্রথম ম্য়াচে হেরে গিয়েছে। মালয়েশিয়া তাদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।

Asia Cup 2025 India vs China Indian Hockey Team